28/07/2025
আমার কাছে না এসে অন্যের বলা মুদ্রার এক পিঠ শুনে যে আমায় ভুল বুঝেছে, আমি তার ভুল ভা'ঙ্গাইনি। ব্যস্ত থাকায় সময় দিতে পারিনি বলে যে সকল বন্ধুরা আমায় মিথ্যে বন্ধু ভেবেছে, আমি আর সেখানে বন্ধুত্ব প্রমাণ করতে যাইনি।
কারণে অকারণে যে আমার হাত ছেড়েছে, আমি তাকে আমার জীবনে থাকার আবদার করিনি। যে আমায় আমার মতো বুঝেনি, তার সাথে আমি ঝ'গড়া করিনি!
মানুষ ছেড়েছি, আশা ছেড়েছি, বন্ধুত্ব ছেড়েছি, তবে ব্যক্তিত্ব ছাড়িনি। দিনশেষে আয়নায় তাকিয়ে বলেছি "কিরে, বড় হয়ে গেলি তো অন্ধকারের সাথে ল'ড়াই করছিস, সূর্য হয়েই চমকাবি!