17/09/2025
আওয়ামীলীগের উদ্দেশ্যে:
বিগত ১৬ বছর তোমরা (আওয়ামীলীগ) বিএনপিকে মাটিতে রাখোনি; পিঁপড়া কামড়াবে, মথায় রাখোনি উকুনে খাবে। রেখেছিলে; যেভাবে মায়ের গর্ভে সন্তান থাকে? শালা বাটপার। তোরা ক্ষমতায় থাকতেই বিএনপি তোদেরকে ভয় করেনি। এত হামলা, মামলা, গুম, খুন, নির্যাতন এবং নানা প্রলোভনের পরেও কেউ ভীত হয়ে দল ত্যাগ করেনি। এখন তো তোরা পলাতক, যাযাবর, নিষিদ্ধ এবং ঘৃণিত একটি দল; তোদেরকে ভয় পাবে বিএনপি?
বোকা চোda: ভয়ে নয়; কৌশল। বিএনপি বাঁধা দেবেনা, বলার কারণ: এনসিপি এবং জামতকে বুঝাতে চাচ্ছে; তোমরা তো নিজেদের কে জুলাইয় অভ্যুত্থানের একক দাবীদার বলো! তাহলে বিএনপিকে ছাড়াই আওয়ামীলীগ ঠেকাও। চোরা মিছিল আর প্রকাশ্যে মিছিল যাই করুক বিএনপির সহযোগীতা ছাড়া (১৯৭৯ সালে শহীদ জিয়ার দয়ায় নিষিদ্ধ আওয়ামীলীগ পুন:গঠন করার সুযোগ পেয়েছিলো। কারণ: শেখ মুজিব আওয়ামীলীগ নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিলো) আগামী ১০০ বছরেও আওয়ামীলীগ নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবেনা ইনশাআল্লাহ। বাওয়াল যতই করো। টিট ফর ট্যাট। তোরা বিএনপির সংগে গত ১৬ বছরে যা করেছিস; তার ১০ ভাগও তো বিএনপি করেনি। এখন কেমন লাগে দেখ। বিএনপি যদি চায় এবং তোদের স্বৈরাচারিনীর মত প্রতিশোধ পরায়ন হয় তবে আওয়ামীলীগ নামের কোন দল বাংলাদেশে থাকবেনা ইনশাআল্লাহ। কিন্তু বিএনপিতে ৯০ ভাগ মানুষ। তোদের দলের মত ৯০ ভাগ অমানুষ নয়। আচ্ছা তুই কি বিগত ১৬ বছর বাংলাদেশে ছিলি? নাকি তুই অন্ধ ছিলি? হটাৎ দৃস্টি ফিরে পেয়েছিস? গত ১৬ বছর বিএনপির সংগে যা করেছ; তার কতভাগ বিএনপি করছে? এতেই ধৈর্য্য হারালে চলবে?