আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন

আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন

বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন

‎নামঃ "আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ABDF"

‎ভিত্তিঃ যুব স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ।

‎প্রতিষ্ঠাতাঃ Zâhïd Hàsåñ ( জাহিদ হাসান )

‎শ্লোগানঃ "বিনামূল্যে রক্তদিন, মানবতায় অংশ নিন"

‎প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ২৬শে জানুয়ারি , ২০২৪ ইং সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে ১০০ জনের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

‎লক্ষ্

যঃ
‎রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তের চাহিদা পূরণের জন্য কাজ করে। এটি মূলত রক্তদান সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যেমন:

‎রক্তদান শিবির আয়োজন – আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন নিয়মিত রক্তদান শিবির আয়োজন করে, যেখানে মানুষকে রক্ত দিতে উৎসাহিত করা হয় এবং প্রয়োজনীয় রক্ত সরবরাহ করা হয়।

‎রক্তের চাহিদা পূরণ – সংগঠনটি হাসপাতাল বা রোগীদের জন্য রক্ত সরবরাহের চেষ্টা করে থাকে, বিশেষ করে যেখানে রক্তের সংকট রয়েছে।

‎সচেতনতা বৃদ্ধি – রক্তদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ক্যাম্পেইন, কর্মশালা এবং সেমিনার আয়োজন করে থাকে।

‎স্বেচ্ছাসেবী কার্যক্রম – সংগঠনটি রক্তদাতাদের এবং স্বেচ্ছাসেবীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করে, যাতে তারা একটি সংগঠিত পদ্ধতিতে রক্তদানের জন্য প্রস্তুত থাকে।

‎এটি একটি সামাজিক উদ্যোগ হিসেবে কাজ করে, যেখানে মূল লক্ষ্য হলো মানবিক সাহায্য ও মানুষের জীবন রক্ষা করা। আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন সংক্রান্ত সেবাগুলোর মাধ্যমে অসংখ্য জীবন বাঁচাতে সহায়তা করে আসছে।

‎উদ্দেশ্যঃ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরায় মূল উদ্দেশ্য ।

‎শপথ বাক্যঃ আমি শপথ করিতাছি যে, মানবতার আলো জ্বলে, হৃদয়ে আশার গান, সেবার শপথ নিলাম, আমরা একত্র প্রাণ।

‎‎রক্ত দিয়ে জীবন বাঁচাই, সুখ আনি দীনজনে, হাসি ফোঁটাবো সকল প্রাণে

‎একসাথে পথ চলবো, আলোর পথে, মনের টানে , মানবতার সব খানে

‎ধর্ম, বর্ণ, জাতি ভুলে
‎দেশ ও দশের কল্যাণে নিজেকে দিবো বিলিয়ে সদা জাগ্রত প্রাণ

‎জ্ঞান, সততা, পরিশ্রম দিয়ে আগামীর বাংলাদেশ গড়িবো মোরা এই মোদের আহবান,

‎দরিদ্র, অবহেলিত, নিপীড়িতের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা করবো।

‎চলো এগিয়ে দেশ গড়িতে, ভালোবাসায় মোরা জড়িত প্রাণ , মানবতার এই যাত্রায় , আজ আমরা শপথ নিলাম

‎হে সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন , আমি যেনো বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি

‎আমিন

‎লেখক : জাহিদ হাসান

আলহামদুলিল্লাহ্‌বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং প্রিয় রক্তযোদ্ধা ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আকা...
23/09/2025

আলহামদুলিল্লাহ্‌

বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন

২৩ সেপ্টেম্বর ২০২৫ইং

প্রিয় রক্তযোদ্ধা ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে
আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ থেকে এক ব্যাগ ( B+ ) রক্তিম ভালোবাসা দান করলেন

প্রিয় রক্তযোদ্ধা #মোঃ_তারেক_মিয়া_ভাই 💝

ডোনার কালেকশন Afrin Sultana

সর্বমোট ডোনেট হয়েছে : ১০৬৭ তম ব্যাগ

আল্লাহ তায়ালা যেন রক্তদাতা'কে উত্তম প্রতিদান দান করেন।
সবাই রোগী এবং ডোনারের জন্য দোয়া করবেন 🤲💝

আসুন নিজে রক্তদান করি, পাশাপাশি অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

কৃতজ্ঞতায় :- (ABDF) আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন বগুড়া ।

আলহামদুলিল্লাহ্‌বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন ২০ সেপ্টেম্বর ২০২৫ইং আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ ...
20/09/2025

আলহামদুলিল্লাহ্‌

বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন

২০ সেপ্টেম্বর ২০২৫ইং

আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ থেকে এক ব্যাগ ( A+ ) রক্তিম ভালোবাসা দান করলেন

প্রিয় রক্তযোদ্ধা #মোঃ_আব্দুল্লাহ_আল_নোমান_ভাই 💝

ডোনার কালেকশন

সর্বমোট ডোনেট হয়েছে : ১০৬৪ তম ব্যাগ

আল্লাহ তায়ালা যেন রক্তদাতা'কে উত্তম প্রতিদান দান করেন।
সবাই রোগী এবং ডোনারের জন্য দোয়া করবেন 🤲💝

আসুন নিজে রক্তদান করি, পাশাপাশি অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

কৃতজ্ঞতায় :- (ABDF) আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন বগুড়া ।

🌸 কৃতজ্ঞতা প্রকাশ 🌸আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী জান্নাতুল ফেরদৌসী আপু (ক্যাপ্টেন-১) দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বর্তমানে শহীদ...
18/09/2025

🌸 কৃতজ্ঞতা প্রকাশ 🌸

আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী জান্নাতুল ফেরদৌসী আপু (ক্যাপ্টেন-১) দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই সময়ে আপুর নিয়মিত চিকিৎসার খোঁজখবর নেওয়া এবং সংগঠনের পক্ষ থেকে কিছু চিকিৎসা সহায়তা প্রিয় স্বেচ্ছাসেবী মায়ের হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা ইমরান হোসেন আশিক ভাইকে।

আমরা সকলে আন্তরিকভাবে দোয়া করি—
আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী জান্নাতুল ফেরদৌসী আপু দ্রুত আরোগ্য লাভ করে আবারও সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুন। 🤲

গতকাল রাতে আমাদের প্রিয় বোন জান্নাতুল এর স্বাস্থ্যের খোঁজখবর নিতে ও সাক্ষাৎ করতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে (শজ...
17/09/2025

গতকাল রাতে আমাদের প্রিয় বোন জান্নাতুল এর স্বাস্থ্যের খোঁজখবর নিতে ও সাক্ষাৎ করতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে (শজিমেক) উপস্থিত হন –

✨ আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF) এর সম্মানিত উপদেষ্টা
👉 জনাব নয়ন রায়
👉 জনাব ইমরান হোসেন আশিক

সাথে উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী বৃন্দ।

💖 আমরা সকলে আমাদের ছোট বোন ক্যাপ্টেন ১ জান্নাতুল ফেরদৌসী আপু-র দ্রুত আরোগ্য কামনা করি এবং মহান আল্লাহর কাছে তাঁর পূর্ণ সুস্থতা প্রার্থনা করি।

আলহামদুলিল্লাহ্‌বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ ...
16/09/2025

আলহামদুলিল্লাহ্‌

বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন

১৬ সেপ্টেম্বর ২০২৫ইং

আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ থেকে এক ব্যাগ ( B+ ) রক্তিম ভালোবাসা দান করলেন

প্রিয় রক্তযোদ্ধা #মোঃ_পলাশ_খান_ভাই 💝

ডোনার কালেকশন

সর্বমোট ডোনেট হয়েছে : ১০৬০ তম ব্যাগ

আল্লাহ তায়ালা যেন রক্তদাতা'কে উত্তম প্রতিদান দান করেন।
সবাই রোগী এবং ডোনারের জন্য দোয়া করবেন 🤲💝

আসুন নিজে রক্তদান করি, পাশাপাশি অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

কৃতজ্ঞতায় :- (ABDF) আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন বগুড়া ।

📢 সাংগঠনিক দোয়ার অনুরোধ 📢আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF)-এর আমাদের পরিবারের সদস্য,ক্যাপ্টেন ১ জান্নাতুল ফেরদৌসী আপ...
12/09/2025

📢 সাংগঠনিক দোয়ার অনুরোধ 📢

আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF)-এর আমাদের পরিবারের সদস্য,
ক্যাপ্টেন ১ জান্নাতুল ফেরদৌসী আপু গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।

👉 সংগঠনের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং
সমস্ত সদস্য ও শুভানুধ্যায়ীদের নিকট আন্তরিকভাবে দোয়ার আহ্বান জানাচ্ছি—

🕋 মহান আল্লাহ্ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় সুস্থ-সবলভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

আমিন ইয়া রাব্বুল আলামিন 🤲

আলহামদুলিল্লাহ্‌বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন ০৮ সেপ্টেম্বর ২০২৫ইং আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ ...
08/09/2025

আলহামদুলিল্লাহ্‌

বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন

০৮ সেপ্টেম্বর ২০২৫ইং

আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ থেকে এক ব্যাগ ( O+ ) রক্তিম ভালোবাসা দান করলেন

প্রিয় রক্তযোদ্ধা #মোঃ_সালাউদ্দীন_সনি_ভাই 💝

ডোনার কালেকশন Zâhïd Hàsåñ

সর্বমোট ডোনেট হয়েছে : ১০৫৩ তম ব্যাগ

আল্লাহ তায়ালা যেন রক্তদাতা'কে উত্তম প্রতিদান দান করেন।
সবাই রোগী এবং ডোনারের জন্য দোয়া করবেন 🤲💝

আসুন নিজে রক্তদান করি, পাশাপাশি অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

কৃতজ্ঞতায় :- (ABDF) আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন বগুড়া ।

আলহামদুলিল্লাহ্‌বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন ০৫ সেপ্টেম্বর ২০২৫ইং আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ ...
08/09/2025

আলহামদুলিল্লাহ্‌

বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন

০৫ সেপ্টেম্বর ২০২৫ইং

আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ থেকে এক ব্যাগ ( A+ ) রক্তিম ভালোবাসা দান করলেন

প্রিয় রক্তযোদ্ধা #মোঃ_সিয়াম_ভাই 💝

ডোনার কালেকশন Marium Khatun

সর্বমোট ডোনেট হয়েছে : ১০৫২ তম ব্যাগ

আল্লাহ তায়ালা যেন রক্তদাতা'কে উত্তম প্রতিদান দান করেন।
সবাই রোগী এবং ডোনারের জন্য দোয়া করবেন 🤲💝

আসুন নিজে রক্তদান করি, পাশাপাশি অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

কৃতজ্ঞতায় :- (ABDF) আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন বগুড়া ।

আলহামদুলিল্লাহ্‌বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন ০৪ সেপ্টেম্বর ২০২৫ইং আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ ...
06/09/2025

আলহামদুলিল্লাহ্‌

বিনামূল্যে রক্তদিন মানবতায় অংশ নিন

০৪ সেপ্টেম্বর ২০২৫ইং

আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন ( ABDF ) এর পক্ষ থেকে এক ব্যাগ ( AB+ ) রক্তিম ভালোবাসা দান করলেন

প্রিয় রক্তযোদ্ধা #মোঃ_মিম_ভাই 💝

ডোনার কালেকশন Abdullah al Noman

সর্বমোট ডোনেট হয়েছে : ১০৫০ তম ব্যাগ

আল্লাহ তায়ালা যেন রক্তদাতা'কে উত্তম প্রতিদান দান করেন।
সবাই রোগী এবং ডোনারের জন্য দোয়া করবেন 🤲💝

আসুন নিজে রক্তদান করি, পাশাপাশি অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

কৃতজ্ঞতায় :- (ABDF) আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন বগুড়া ।

🌟 অভিনন্দন ও শুভকামনা 🌟আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF) পরিবারের পক্ষ থেকেনব-নির্বাচিত উপজেলা জোন লিডার (ক্যাপ্টেন ...
05/09/2025

🌟 অভিনন্দন ও শুভকামনা 🌟

আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF) পরিবারের পক্ষ থেকে
নব-নির্বাচিত উপজেলা জোন লিডার (ক্যাপ্টেন – ৩)
মোছাঃ জান্নাতি আক্তার
কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🎉

🟥 দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমূহঃ
🔸 গাবতলী
🔸 সোনাতলা
🔸 সারিয়াকান্দি

💬 আপনার নেতৃত্বে "ক্যাপ্টেন – ৩" এর সকল উপজেলা স্বেচ্ছাসেবীরা আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠুক। মানবতার এই মহৎ অভিযাত্রায় আপনার প্রতিটি পদক্ষেপ হোক আলোকিত।

“ক্যাপ্টেন মানে শুধু নেতৃত্ব নয়, সবার আগে এগিয়ে গিয়ে দায়িত্ব নেওয়া।”

“একজন ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দেয়, পেছনে থেকে সবাইকে আগলে রাখে।”

“ক্যাপ্টেন মানে দলের শক্তি, ঐক্যের প্রতীক আর আত্মত্যাগের নাম।”

“যে দলকে সঠিক পথে চালায়, সেই হলো প্রকৃত ক্যাপ্টেন।”

“ক্যাপ্টেন মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং নিজে করে দেখানো।”

“একজন ক্যাপ্টেনের সাফল্য তার নিজের নয়, পুরো দলের জয়।”

“ক্যাপ্টেন হলো সেই মানুষ, যার নেতৃত্বে অসম্ভবও সম্ভব হয়।”

“ক্যাপ্টেন মানে অনুপ্রেরণা – যে স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্ন পূরণে পাশে দাঁড়ায়।”

🩸 বিনামূল্যে রক্ত দিন, মানবতায় অংশ নিন

🌿 মানবতার সেবায় এগিয়ে আসুন, কারণ "রক্তই পারে নতুন জীবন উপহার দিতে।"

#মানবতার_সেবা #রক্তদাতা #জোনলিডার #ক্যাপ্টেন৩ #আকাশতারা_Blood_Donate_Foundation #মানবতার_যোদ্ধা

Address

আকাশতারা মধ্যপাড়া সাবগ্রাম বগুড়া ।
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share