
05/06/2025
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ২০২৫
“রক্তের গ্রুপ জানুন, জীবন বাঁচান”
প্রেস বিজ্ঞপ্তি : একটি জীবনবাঁচানো উদ্যোগ হিসেবে আগামী ৯ই জুন ২০২৫, সোমবার, সকাল ১০টা – বিকেল ৩টা পর্যন্ত আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF)-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজন — ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাহালু, বগুড়া।
আয়োজনে যা থাকছে :
✅ সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা
✅ রক্তদানের গুরুত্ব বিষয়ক সচেতনতামূলক সেশন
✅ আগ্রহী রক্তদাতাদের রেজিস্ট্রেশন সুবিধা
✅ স্বাস্থ্যপরামর্শ ও সহযোগিতা
✅ শিশু, কিশোর, যুবক ও বয়স্ক সবাই অংশ নিতে পারবেন
কেন অংশ নেবেন এই ক্যাম্পেইনে?
রক্তের গ্রুপ জানা একজন ব্যক্তির জন্য অত্যন্ত জরুরি। এটি শুধু নিজের জন্য নয়, বরং পরিবারের জন্যও প্রয়োজন হতে পারে জরুরি সময়ে।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে একজন সচেতন নাগরিক হিসেবে রক্তদানে উৎসাহিত হওয়ার পাশাপাশি মানবতার সেবায় প্রথম পদক্ষেপ রাখা যাবে।
বিশেষ অনুরোধ :
আপনি নিজে আসুন এবং সঙ্গে করে নিয়ে আসুন আপনার বন্ধু, প্রতিবেশী ও পরিবারের সদস্যদের।
কারণ, একটি ড্রপ রক্ত— হতে পারে কারো জীবনের পরম উপহার।
যোগাযোগ :
জাহিদ হাসান
প্রতিষ্ঠাতা – আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF)
০১৫৮০-৯১৪৫৫২
আয়োজনে :
আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF)
"বিনামূল্যে রক্তদিন, মানবতায় অংশ নিন"
সহযোগিতায় :
সুখের খামার – Farming Happiness
📞 ০১৯১১-০৪৬৩৮৩
আহবানে:
মোছাঃ আফরিন সুলতানা
ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক – ABDF