দিগন্ত মানবকল্যাণ ফাউন্ডেশন -DMF

দিগন্ত মানবকল্যাণ ফাউন্ডেশন -DMF DMF সামাজিক, অরাজনৈতিক, অলাভজনক, সহযোগীতা, সহমর্মিতা ও সেবামূলক একটি সংগঠন

দিগন্ত মানবকল্যাণ ফাউন্ডেশন সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক এবং সামাজিক স্বেচ্ছাসেবা মূলক সংগঠন। সমাজের এক ঝাঁক তরুণের মহৎ কাজ করার অদম্য ইচ্ছা এবং সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে এই মানব কল্যাণ সংগঠন মাইলের মাথার যাত্রা শুরু। সমাজের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল শ্রেণী পেশার মানুষের মিশেলে এগিয়ে চলছে এই সংগঠন। মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে হাঁটা শুরু করা এই সংগঠনটি আজ আপন

াদের নিকটে উপস্থিত! সমাজের মানুষের কল্যাণে মানুষদের পাশে দাঁড়ানের লক্ষ্যে আমরা রয়েছি সদা জাগ্রত।
মানুষের সেবা করার স্বার্থে অনুগ্রহপূর্বক নিচে উল্লেখিত নিয়মগুলো অনুসরণ করবেন-
১। এই সংগঠনের ফেসবুক পেইজে বা মেসেঞ্জার অপশনে সামাজিক কর্মসূচীর বাইরের কোন কিছু পোস্ট করবেন না বা আলোচনা করবেন না। তবে সমাজ উপকৃত হয়/হবে এমন বিষয় নিয়ে মুক্ত আলোচনা হতে পারে; যেকোনো তথ্যগত জ্ঞানের উপস্থাপনা হতে পারে এবং ধর্মীয় জ্ঞান উপস্থাপন হতে পারে।
২। ফেসবুক পেইজে বা মেসেঞ্জার অপশনে ব্যক্তিগত/রাজনৈতিক/ধর্ম বিরোধী কোন পোস্ট করবেন না বা আলোচনা করবেন না।
৩। মানব কল্যাণ সম্পর্কে কোন মতামত বা নতুন কোন ধারনা/অভিজ্ঞতা থাকলে অবশ্যই আলোচনায় আনতে পারবেন। ভবিষ্যৎ যে কোন কর্মসূচী প্রস্তাব করতে পারেন।
৪। এই সংগঠনের প্রত্যেক সম্মানিত সদস্যকে সমান সম্মান প্রদর্শন করতে হবে; কাউকে ছোট বা খাটো করে মূল্যায়ন করা যাবে না। কাউকে ব্যক্তিগত ভাবে আঘাত/ইঙ্গিত করা যাবে না।
৫। পিছনের যে কোন কাজের ভুল ভ্রান্তি বা গ্যাপ তুলে ধরতে পারেন। যাতে করে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না হয়।
৬। মানব কল্যাণ সম্পর্কিত নতুন নতুন যে কোন উদ্ভাবনী কর্মসূচী প্রস্তাব করতে পারবেন।
৭। মানব কল্যাণ সংগঠনের নিয়মিত কার্যক্রমে সাহায্য/সহযোগিতা করতে চাইলে পেইজে বা মেসেঞ্জারে জানাতে পারেন। অথবা, আমাদের যে কোন সম্মানিত সদস্য এর সাথে যোগাযোগ বা আলোচনা করতে পারে।
#মানব_কল্যাণ_সংগঠন_মাইলের_মাথা’র পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Address

Puran Bogra
5801

Opening Hours

Monday 08:00 - 13:00
14:00 - 20:00
Tuesday 08:00 - 13:00
14:00 - 20:00
Wednesday 08:00 - 13:00
14:00 - 20:00
Thursday 08:00 - 13:00
14:00 - 20:00
Friday 09:00 - 12:00
16:00 - 21:00
Saturday 08:00 - 13:00
14:00 - 20:00
Sunday 08:00 - 13:00
14:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিগন্ত মানবকল্যাণ ফাউন্ডেশন -DMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share