Motivation - অনুপ্রেরণা

Motivation - অনুপ্রেরণা
(42)

04/09/2025

নিশ্চয় দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; মুমীন নারী মুমীন পুরুষের জন্য, মুমীন পুরুষ মুমীন নারীর জন্য..!

--- [সূরা আন নূর- ২৬]

14/08/2025

নেতিবাচকতার পাশাপাশি নেতিবাচক মানুষকে এড়িয়ে চললে জীবন অনেক সহজ হয়ে যায়!🖤

13/08/2025

জীবন সহজও নয় জটিলও নয়। জীবন জীবনের মতো। আমরাই একে জটিল করি, আমরাই সহজ করি!

—হুমায়ূন আহমেদ

28/07/2025

“আমি জীবন দেই, আমিই মৃত্যু দেই,
আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে।”

— সূরা ক্বাফ; আয়াত ৪৩

17/07/2025

কখনোই কারো উপর পুরোপুরি নির্ভরশীল হবেন না।
অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটতে হাঁটতে একদিন হয়তো নিজের পায়ে হাঁটতে ভুলে যাবেন।
তখন জীবনটা অগোছালো হয়ে যাবে, নিজেকে হারিয়ে ফেলবেন। প্রয়োজনে একা থাকুন, নিজের ভারটুকু নিজে বহন করতে শিখুন।
নির্ভরতার চেয়ে স্বাধীনতা অনেক বেশি সুন্দর।❤️

28/06/2025

তুমি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে একদিন না একদিন তুমি সমপরিমাণ কষ্ট ফেরত পাবাই! হয়তো ভিন্ন কারণে, ভিন্ন সময়ে, ভিন্ন কোন মানুষের কাছ থেকে ভিন্ন রকমের কষ্ট পাবা! কিন্তু পাবা!! এই ব্যাপারে কোন সন্দেহ নাই !!তুমি হয়তো বেমালুম ভুলে যাবা যে অনেক বছর আগে তুমি কারো সাথে একটা অন্যায় করেছিলে! কিন্তু উপরে একজন আছে, তিনি ভুলবেন না! তিনি কিচ্ছু ভুলেন না !!এটা কোন অভিশাপ না! এটা সরল অংক! একদম সোজাসাপ্টা হিসাব! তোমার দেয়া কষ্ট আর তোমার ফেরত পাওয়া কষ্ট - এই দুই কষ্টে কষ্টে কাটাকাটি হয়ে যাবে! হতেই হবে! যতদিন না কাটাকাটি হবে, ততদিন হিসেব মিলবে না !!সব হিসেব না মিলিয়ে কাউকে যেতে দেয়া হবে না! হিসেব মেলানোর আগ পর্যন্ত কারো কোন ছুটি নেই !!" ❤️

01/06/2025

অল্পতেই যে সন্তুষ্ট হতে পারে
সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।❤️‍🩹

26/05/2025

আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে, কিন্তু তাতে কখনও ভুল নেই।" অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই, যেখানে কিছুই ঠিকঠাক মনে হয় না মনে হয়, কেন সবকিছু এত কঠিন? কিন্তু সত্য হলো,

আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে হলেও, তাতে কোনো ভুল নেই। তিনি আমাদের কল্যাণের জন্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ঘটতে দেন। তাই ধৈর্য ধরো, আল্লাহ কখনো তোমাকে হতাশ করবেন না।

19/05/2025

কখনো কি মনে হয়েছে, সব কিছু ঠিক থাকলেও কিছু একটা যেন ঠিক নেই?
মন খারাপের একটা ছায়া সারাদিন পেছনে পেছনে হাঁটে।
কখনো নিজের জন্য, কখনো পরিবারের, আবার কখনো এমন কিছু নিয়ে যেটার ওপর আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই।

জীবনটা আসলে এমনই।
আমরা চাইলেও সব কিছু আমাদের মতো করে চলে না।
অনেক সময় ভীষণ চেষ্টা করেও ফল পাই না।
কখনো কাছের মানুষগুলো এমন আচরণ করে, যেটা আমরা কল্পনাও করিনি।
আবার কখনো নিজের ভেতরের ক্লান্তিটা এত বেশি হয়ে যায়, মনে হয় — “একটু থেমে যাই, একটু নিজেকে ছাড় দিই।”

সেই জায়গাটাতেই হয়তো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা লুকিয়ে থাকে।
থেমে যাব, নাকি আবার একটু হাঁটা শুরু করব?

আমার বিশ্বাস, আমাদের প্রতিটা মানুষের জীবনে এমন সময় এসেছে — যখন চারপাশের সব কিছু একটা ভার হয়ে আসে। কিন্তু আমরা সবাই কি থেমে গেছি?
না।
আমরা ঠিকই উঠেছি। মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়েছি।
বাইরের সেই চেনা মুখটার পেছনে ক্লান্তি, অভিমান, কষ্ট লুকিয়ে রেখে আমরা কাজে বের হয়েছি।

হ্যাঁ, হয়তো গতি খুব একটা ছিল না, কিন্তু চলাটা ছিল।
সেই চলাটাই আসলে সবচেয়ে বড় শক্তি।

আমার এক শিক্ষক বলতেন, “তুমি যত দুর্বলই হও, যত কষ্টেই থাকো, শুধু থেমে যেয়ো না। একটু একটু করে এগোলে একদিন ঠিক পৌঁছাবে।”
এ কথাটা আমি সব সময় মনে রাখি।

একদিন যদি মনে হয় আর পারছি না — তখন নিজেকে একটু সময় দাও, কিন্তু পুরোপুরি থেমে যেও না।
আজ যদি তুমি শুধু একটা কাজ করো — তাও কিন্তু এক ধাপ এগোনো।
আজ যদি কারো না শুনেও নিজের স্বপ্ন আঁকড়ে থাকো — সেটাও অনেক বড় সাহস।

আমরা যারা সাধারণ মানুষ, আমাদের নায়কোচিত কোনো জীবন হয় না।
কিন্তু আমাদের প্রতিদিনের ছোট ছোট সাহসী চলাই আমাদের জীবনের নায়ক করে তোলে।

তাই বলি —
জীবনে যা কিছুই হোক, থেমে থাকা যাবে না।
একটু ধীরে হাঁটব, দরকার হলে থেমে একটু কাঁদব,
কিন্তু আবার দাঁড়াব, আবার হাঁটব।
এই জীবন আমাদের, এই পথটাও আমাদের —
আর হাঁটার নামই তো বেঁচে থাকা।

04/05/2025

আমি শিখেছি... নিজের জন্য বাঁচতে হয়

আমি জীবনে অনেককিছুর ভিড়ে হেঁটেছি।
অনেক মুখ চিনেছি।
অনেক কথা কানে এসেছে—কিছু সরাসরি, কিছু ফিসফাসে।
প্রথম প্রথম খুব লাগতো।
ভেতরটা যেন কেউ কুচিকুচি করে ছিঁড়ে দিত।
চোখের সামনে হাসি, পিছনে বিষ—এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করতো।

আমি ভাবতাম, কেন?
আমি তো কারো ক্ষতি করিনি।
আমি তো সবাইকে আপন ভেবেছিলাম।

তারপর একদিন বুঝলাম—সবাই আপন হয় না।
সবাই আপনার ভালো চায় না।
অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে।

আমি তখন সিদ্ধান্ত নিলাম—আর নয়।
নিজের শান্তি, নিজের সম্মান—এবার নিজের হাতে রাখবো।
কারও কথায় কান দেব না, কারও ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না।

যখন কেউ বলেছে, "তুমি পারবে না," আমি আর পাল্টা জবাব দেইনি।
শুধু মন খুলে হাসছি।
কারণ আমি জানি, তারা আমার গল্পের লেখক নয়।
আমার গল্প আমি নিজেই লিখবো।
আমার ব্যর্থতারও মালিক আমি, আমার সাফল্যেরও মালিক আমি।

আমি শিখেছি—সব প্রশ্নের উত্তর দিতে নেই।
সব অপমানের প্রতিবাদ করতে নেই।
চুপচাপ নিজের কাজ করে যেতে হয়।
চুপ থাকা কোনো দুর্বলতা নয়; বরং ওটাই সবচেয়ে বড় শক্তি।

আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি।
যখন অন্যেরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি।
যখন ওরা আমাকে ছোট করে, আমি আরও উঁচুতে উঠি।
আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের।

এখন আমি জানি—কারও জন্য থেমে থাকবো না।
কারও ব্যর্থ আনন্দের উৎস হব না।
আমি এখন সময় বের করি নিজের জন্য—
এক কাপ চায়ে মুগ্ধ হই, নিজের প্রিয় বই পড়ি, ছাদে উঠে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই।
আমি বাঁচি।
নিজের জন্য বাঁচি।

আমি শিখেছি—কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়।
কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়।
সবাইকে সাথে নিয়ে চলা যায় না—এটা মেনে নিতে হয়।
কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়—নিজের ছায়া সাথে নিয়ে।

আজ আমি কৃতজ্ঞ—
সেই সব আঘাতের জন্য,
যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে।
সেই সব একাকীত্বের জন্য,
যা আমায় নিজেকে ভালবাসতে শিখিয়েছে।

আমি এখন জানি—
আমি কারো প্রমাণ নই, আমি কারো গল্প নই।
আমি নিজের গল্প।
নিজের সৃষ্টি।
নিজের শক্তি।।☺️🌸

Self Confidence

04/05/2025

অনিশ্চিত জীবন নিয়ে মানুষের কত স্বপ্ন!

29/04/2025

মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত।
- হযরত মুহাম্মদ (সাঃ)

Address

02
Puran Bogra
5881

Telephone

+8809613456671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motivation - অনুপ্রেরণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motivation - অনুপ্রেরণা:

Share