23/03/2025
আজকাল কিছু ট্রেন্ড দেখে মনে হয়, আমরা যেন অদ্ভুত রকমের বদলে যাচ্ছি—কিন্তু সব পরিবর্তন কি সত্যিই ইতিবাচক?
একজন মানুষ নিজের সামর্থ্যের মধ্যে থেকে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন। পাঁচ হাজার টাকা হয়তো তাঁর জন্য অনেক কিছু, কিন্তু কেউ যেন তাতে সন্তুষ্ট থাকতে দিল না! ‘ওনাদের ইনকাম বেশি, আমাদের কম’—এমন কথা শুনিয়ে, বারবার বাজেটটা ছোট মনে করিয়ে দিয়ে, শেষ পর্যন্ত মানুষটাকে কাঁদিয়ে দেওয়া হলো! কেন? শুধুই ভিউ বাড়ানোর জন্য? অন্যের আনন্দকে ছোট করার মধ্যেই কি এখন কন্টেন্টের সাফল্য?
আর একদল আছেন বয়ফ্রেন্ডের গল্প নিয়ে! কেউ যদি মাইক্রোফোন হাতে এসে জিজ্ঞেস করে, ‘ঈদের বাজেট কত?’—তখন আনন্দের সঙ্গেই শুরু হয় বয়ফ্রেন্ডের টাকার হিসাব! সত্যিই কি কারো বয়ফ্রেন্ড চার-পাঁচ লাখ টাকা দেয়, আর সেই টাকা দিয়ে পুরো পরিবারের শপিং হয়? নাকি এসব শুধু প্র্যাংক ভিডিও?
আরেকজন নির্দ্বিধায় বলে দিলেন, ‘আমার অনেক বয়ফ্রেন্ড, কারও সাথেই এক সপ্তাহের বেশি থাকি না!’—এটা কি সত্যিই বাস্তবতা, নাকি শুধুই কন্টেন্টের জন্য নাটক?
আমাদের সময়ে তো বাবা-মায়েরা কখনোই অন্যের টাকায় ঈদের কেনাকাটা মেনে নিতেন না! একটা ছোট উপহার আনলেও কৈফিয়ত দিতে হতো। তাহলে এখনকার এই মানসিকতা এলো কোথা থেকে?
বাংলাদেশ কি সত্যিই এতটা বদলে গেছে? আমি যদি ফিরে যাই, এই পরিবর্তিত বাস্তবতায় নিজেকে সম্পূর্ণ বেমানান মনে হবে—এই ভেবেই যেন মনটা খারাপ হয়ে যায়!
Courtesy: Sincerely, Zana