Afrin's Mirror

  • Home
  • Afrin's Mirror

Afrin's Mirror আসসালামু আলাইকুম।

চলেন একবার সায়িদ্যুল ইস্তেগফার পড়া যাক। আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাকতানী ওয়া আনা আব্দুকা ওয়া আনা...
31/05/2025

চলেন একবার সায়িদ্যুল ইস্তেগফার পড়া যাক।

আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাকতানী ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা তু ও আউজুবিকা মিন শাররি মা সানা'তু আবুউলাকা বিনি'মাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিজাম্বি ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা🌸

পড়া শেষে আলহামদুলিল্লাহ।

28/05/2025

📌সুখে থাকতে চান?
যার ম্যাসেজ দেখে মুচকি হাসেন তাকে বিসমিল্লাহ বলে ব্লক করে দেন 💁‍♀️

আহা এক ঝুড়ি প্রেম😍চুড়ি ফ্রম : তাঁতনী- Tatoni ❤️
26/05/2025

আহা এক ঝুড়ি প্রেম😍

চুড়ি ফ্রম : তাঁতনী- Tatoni ❤️

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস...তবু, উড়েছিনু এই মোর উল্লাস...--- সঞ্চয়িতা
24/05/2025

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস...
তবু, উড়েছিনু এই মোর উল্লাস...

--- সঞ্চয়িতা

23/05/2025

বিয়ে করতে গিয়ে দেখবো আমার বয়স্কভাতায় নাম দেওয়ার সময় হয়ে গেছে 🤷‍♀️🤦‍♀️

©

22/05/2025

“কেউ যখন আপনার কাছে সাহায্যের জন্য আসে, মনে রাখবেন —
আল্লাহ তার মনে আপনার নাম দিয়েছেন।
আপনি সমাধান নন,
আপনি শুধু একজন যারইয়া।
আসলে সাহায্য করেন একমাত্র আল্লাহ।
তাই কারো উপকার করে কখনো অহংকার করবেন না।
বরং বলুন —
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তাঁর রহমতের জন্য ব্যবহার করেছেন।”

21/05/2025

আজকাল আমার জ্বরকেও মহামারির মতো মনে হয়। কয়েক বছর আগেও জ্বর হলে আব্বু ওষুধ, আমার পছন্দের খাবার নিয়ে এসে হাজির হতো। আম্মু,আপু বার বার জিজ্ঞেস করতো কিছু খাবো কিনা। আম্মু মাথা ধুয়ে দিতো, কোলের মধ্যে রেখে মাথায় হাত বুলিয়ে দিতো। আসলে তখন ওষুধ পথ্য থেকেও তাদের যত্ন,আমাকে নিয়ে ব্যস্ততাই মূলত জ্বর ভালো হওয়ার প্রধান কারণ ছিলো। অথচ এখন বড়জোড় একটা নাপা জ্বর সারায়। জ্বর তো নাটকীয়তা মাত্র, আব্বু আম্মুকে মনে পড়ার অজুহাত । যদিও আমার শৈশব অতটাও সুমধুর ছিলোনা তবুও আমি আমার কিছু কিছু স্মৃতি অনেক মিস করি। আমি কেন জানি আমার এই সময়টাকে মেনে নিতে পারি না। কি অদ্ভুত তাই না?

ছোট বেলায় চাইতাম বড় হব। অথচ এখন মনে হয়,"আল্লাহ এত বড় হইতে চাইনি তো..! যতটা বড় হইলে নিজেকে নিজেরই ট্রিট করতে হয়। না জানি আরো কত বড় হতে হবে। এখনও অবধি আব্বু-আম্মুর জন্য কিছু করতে পারিনি। অনেকটা সময় পার হয়ে গেছে।"
কেন জানি না চিরকাল মায়ের ছায়ায় ছায়ায় থাকা যায় না। আল্লাহ সে নিয়ম করে রাখেনি। কিন্তু এক জীবনের এই আফসোস হয়তো সবারই থেকে যায়। এভাবেই হয়তো আজন্মকাল কেটে যায়.....

📜🖊️: Sabiha Islam Mim

শেষ থেকেও শুরু হয় আলহামদুলিল্লাহ ❤️ছবির এই পুর্তলিকার চারা লাগানোর পর একদম পচে গিয়েছিল। আমি ভেবেছিলাম এটার আর কোনো আশা ন...
21/05/2025

শেষ থেকেও শুরু হয় আলহামদুলিল্লাহ ❤️
ছবির এই পুর্তলিকার চারা লাগানোর পর একদম পচে গিয়েছিল। আমি ভেবেছিলাম এটার আর কোনো আশা নেই।কিছুদিন পর আমাকে অবাক করে দিয়ে ম*রা গাছে নতুন ডাল,পাতা বের হলো আলহামদুলিল্লাহ।

আমরা যারা অল্পতেই হতাশ হয়ে যাই তাদের জন্য এটা থেকে শিক্ষা নেওয়া উচিত।ধৈর্য্য ধারণ করলে আল্লাহ কাউকে নিরাশ করেন না।আল্লাহ চাইলে ধ্বং*সা*বশেষ থেকেও নতুন প্রাণের জন্ম হয়🌱🍀
Afrin's Mirror

21/09/2023

অনেকদিন পর.....

Address


Telephone

+8801843174033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin's Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share