NRS TV

NRS TV সত্যের ডাকে জীবন হোক পরিচালিত।

31/05/2025

মুসাদ্দাদ (র)……সাহল (রা) থেকে বর্ণিত যে, লোকেরা বাচাদের মত নিজেদের তহবন্দ কাঁধে বেঁধে নবী (সঃ) –এর সাথে সালাত আদায় করতেন। আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল যে, তাঁরা যেন পুরুষদের ঠিকমত বসে যাওয়ার পূর্বে সিজদা থেকে মাথা না উঠায়।

সহীহ বুখারী হাদিস নং ৩৫৫

16/05/2025

ইয়াহইয়া ইবন সালিহ (র)……সা’ঈদ ইবন হারিস (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা জাবির ইবন ‘আবদুল্লাহ (রা) –কে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ আমি নবী (সঃ) –এর সঙ্গে কোন সফরে বের হয়েছিলাম। এক রাতে আমি কোন প্রয়োজনে তাঁর কাছে গেলাম। দেখলাম, তিনি সালাতে রত আছেন। তখন আমার শরীরে মাত্র একখানা কাপড় ছিল। আমি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলাম আর তাঁর পার্শ্বে সালাতে দাঁড়ালাম। তিনি সালাত শেষ করে জিজ্ঞাসা করলেনঃ জাবির! রাতের বেলা আসার কারণ কি? তখন আমি তাঁকে আমার প্রয়োজনের কথা জানালাম। আমার কাজ শেষ হলে তিনি বললেনঃ এ কিরুপ জড়ান অবস্থায় তোমকে দেখলাম? আমি বল্লামঃ একটিই ছিল (তাই এভাবে করেছি) । তিনি বললেনঃ কাপড় যদি বড় হয়, তাহলে শরীরে জড়িয়ে পরবে। আর যদি ছোট হয়, তাহলে তহবন্দরুপে ব্যাবহার করবে।

সহীহ বুখারী হাদিস নং ৩৫৪:

14/05/2025

আবূ নু’আয়ম (র)……আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসূলিল্লাহ –কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এক কাপড়ে সালাত আদায় করে, সে যেন কাপড়ের দু’প্রান্ত বিপরীত পার্শ্বে রাখে।

সহীহ বুখারী হাদিস নং ৩৫৩

07/05/2025

আবূ ‘আসিম (র)……আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমাদের কেউ এক কাপড়ে পরে এমনভাবে যেন সালাত আদায় না করে যে, তার উভয় কাঁধে এর কোন অংশ নেই।

সহীহ বুখারী হাদিস নং ৩৫২

06/05/2025

আবদুল্লাহ ইবন ইউসুফ (র)……আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ) –কে এক কাপড়ে সালাত আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বললেনঃ তোমাদের প্রত্যেকের কি দু’টি করে কাপড় আছে?

সহীহ বুখারী হাদিস নং ৩৫১

04/05/2025

ইসমা’ঈল ইবন আবূ উওয়ায়স (র)……উম্মে হানী বিনত আবূ তালিব (রা) বলেনঃ আমি বিজয়ের বছর রাসূলুল্লাহ (সঃ) –এর কাছে গিয়ে দেখলাম যে, তিনি গোসল করছেন আর তাঁর মেয়ে ফাতিমা (রা) তাঁকে পর্দা করে রখেছেন। তিনি বলেনঃ আমি তাঁকে সালাম করলাম। তিনি জিজ্ঞাসা করলেনঃ এ কে? আমি উত্তর দিলামঃ আমি উম্মে হানী বিনত আবূ তালিব। তিনি বললেনঃ মারহাবা, হে উম্মে হানী! গোসল করার পরে তিনি এক কাপড় জড়িয়ে আঁট রাক’আত সালাত আদায় করলেন। সালাত শেষ করলে তাঁকে আমি বল্লামঃ ইয়া রাসূলুল্লাহ (সঃ)! আমার সহোদর ভাই [‘আলী ইবন আবূ তালিব (রা)] এক লোককে হত্যা করতে চায়, অথচ আমি সে লোকটিকে আশ্রয় দিলাম। সে লোকটি হুবায়রার ছেলে অমুক। তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ হে উম্মে হানী! তুমি যাকে আশ্রয় দিয়েছ, আমিও তাঁকে আশ্রয় দিলাম। উম্মে হানী (রা) বলেনঃ তখন ছিল চাশতের সময়।

সহীহ বুখারী হাদিস নং ৩৫০

03/05/2025

উবায়দ ইবন ইসমা’ঈল (র)……’উমর ইবন আবূ সালামা থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সঃ) –কে এক কাপড় জড়িয়ে উম্মে সালামা (রা)-এর ঘরে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, যার উভয় প্রান্ত তাঁর উভয় কাঁধঁর উপর রেখেছিলেন।

সহীহ বুখারী হাদিস নং ৩৪৯

02/05/2025

মুহাম্মদ ইবনুল মুসান্না (র)……’উমর ইবন আবূ সালামা থেকে বর্ণিত যে, তিনি নবী (সঃ) –কে উম্মে সালামা (রা)-এর ঘরে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছেন। তিনি (নবী (সঃ)) সে কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন।

সহীহ বুখারী হাদিস নং ৩৪৮:

রাসূল (সাঃ) বলেছেন: কায়িক পরিশ্রমের মাধ্যমে স্বহস্তে উপার্জিত জীবিকার চেয়ে শ্রেষ্ঠ জীবিকা আর নেই”।
01/05/2025

রাসূল (সাঃ) বলেছেন: কায়িক পরিশ্রমের মাধ্যমে স্বহস্তে উপার্জিত জীবিকার চেয়ে শ্রেষ্ঠ জীবিকা আর নেই”।

01/05/2025

আলহামদুলিল্লাহ।

01/05/2025

উবায়দুল্লাহ ইবন মূসা (র)……’উমর ইবন আবূ সালামা (রা) থেকে বর্ণিত যে, নবী (সঃ) এক কাপড় পরে সালাত আদায় করলেন, আর তাঁর উভয় প্রান্ত বিপরীত দিকে রাখলেন।

সহীহ বুখারী হাদিস নং ৩৪৭

01/05/2025

I got 10 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Dhaka
Puran Bogra
5200

Telephone

+8801710517054

Website

Alerts

Be the first to know and let us send you an email when NRS TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NRS TV:

Share