Hello Bangladesh

Hello Bangladesh International travel Vlogger .

25/07/2025

রড বিহীন মসজিদ। হিন্দা শাহী জামে মসজিদ, জয়পুরহাট।

#মসজিদ #জয়পুরহাট #হিন্দা #শাহী

"২ লিটার পানির দাম ৬০০ টাকা,১০ টাকার রিকশা ভাড়া ১০০ টাকা,১০০ টাকার সিএনজি ভাড়া ১০০০ টাকা।বিপদের সময় যেখানে মানুষকে এগ...
22/07/2025

"২ লিটার পানির দাম ৬০০ টাকা,
১০ টাকার রিকশা ভাড়া ১০০ টাকা,
১০০ টাকার সিএনজি ভাড়া ১০০০ টাকা।

বিপদের সময় যেখানে মানুষকে এগিয়ে আসার কথা ছিল,
সেখানে বাড়িয়ে দেয়া হয়েছে দাম,
চাপিয়ে দেয়া হয়েছে লোভ,
আর শ্বাসরুদ্ধ করেছে মানবতা।

মানুষ মরছে, আর মানুষই তাকে সুযোগ বানাচ্ছে!
এই দেশে দুর্যোগ মানেই যেন বেঁচে যাওয়া মানুষের জন্য আরেকটা শাস্তি।
যেখানে দয়া করার কথা ছিল,
সেখানে চলছে দাম হাঁকানোর প্রতিযোগিতা।

এই কি সেই বাংলাদেশ,
যেখানে মানুষের পাশে দাঁড়ানো ছিল সংস্কৃতি?
যেখানে দুর্যোগে হৃদয় কাঁদত, হাত বাড়তো?

এখন সাহায্যের চেয়ে বেশি দেখা যায় হিসেব…
মানবতা যেন বিলীন, আর মানুষ পরিণত হয়েছে কেবল হিসাবের ক্যালকুলেটরে।

চাই না এমন এক সমাজ, যেখানে লাভই ধর্ম,
আর মানুষের কান্না শুধু ব্যবসার সুযোগ।

মানবতা ফিরে আসুক…
বাংলা আবার মানুষ হয়ে উঠুক।

#জাতীয়শোক #শিশুমৃত্যু

22/07/2025

আজ সারা দেশ শোকে নুয়ে পড়েছে।
শতাধিক নিষ্পাপ শিশু আর নেই… তারা কেউ স্কুলের ইউনিফর্ম পরে ছিল, কেউ বই-খাতা হাতে বসে ছিল শ্রেণিকক্ষে। কে জানতো, এ দিনটাই হবে তাদের জীবনের শেষ দিন? এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুদের প্রাণ চলে গেছে—স্কুল ভবনেই ঘটেছে মরণঘটনা।

স্কুল, যেখানে জীবন শুরু হবার কথা ছিল, সেখানেই শেষ হলো শত শত ভবিষ্যতের সম্ভাবনা। মাটির নিচে চাপা পড়ে আছে খাতার পাতা, রঙিন পেনসিল, ছোট ছোট জুতো আর হাজারো কান্না।

আজ ঢাকা শহর থেকে গ্রামবাংলা—সারা বাংলাদেশ কাঁদছে।
জুলাই যেন এখন শুধু একটি মাস নয়, এটি বেদনার এক স্থায়ী স্মৃতি। প্রতিবছর ফিরে এসে মনে করিয়ে দেবে সেই কালো দিনটি, যেদিন শিশুদের স্বপ্ন আকাশে উড়ার আগেই ধুলায় মিশে গেল।

শিশুর মৃত্যু কোনো সংখ্যা নয়, এটা একটি জাতির হৃদয়ভাঙা গল্প।

#জাতীয়শোক


#শিশুমৃত্যু
#স্কুলেই_শেষ_হলো_ভবিষ্যৎ

"ছোট যমুনার তীরে অবস্থিত বারোশী বলায় মন্দির — জয়পুরহাটের ঐতিহ্য, ভিডিও আসছে শীঘ্রই।" #জয়পুরহাট  #ভাইরালছবি  #মন্দির
17/07/2025

"ছোট যমুনার তীরে অবস্থিত বারোশী বলায় মন্দির — জয়পুরহাটের ঐতিহ্য, ভিডিও আসছে শীঘ্রই।"

#জয়পুরহাট #ভাইরালছবি #মন্দির

হিন্দা শাহী জামে মসজিদ, জয়পুরহাট — ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। 🎥 ভিডিও আসছে শীঘ্রই!" #জয়পুরহাট    #ভাইরালছবি
13/07/2025

হিন্দা শাহী জামে মসজিদ, জয়পুরহাট — ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। 🎥 ভিডিও আসছে শীঘ্রই!"

#জয়পুরহাট #ভাইরালছবি

10/07/2025

The Friends Island | জয়পুরহাটের সবচেয়ে সুন্দর রিসোর্ট।

#জয়পুরহাট #রিসোর্ট

"জয়পুরহাটের পথে পথে হেঁটেছি আজ সারাদিন, ইতিহাস, সৌন্দর্য আর মানুষ—সবকিছুই হৃদয়ে গেঁথে গেল। কিছু স্মৃতি ছবিতে, বাকিটা থাক...
02/07/2025

"জয়পুরহাটের পথে পথে হেঁটেছি আজ সারাদিন, ইতিহাস, সৌন্দর্য আর মানুষ—সবকিছুই হৃদয়ে গেঁথে গেল। কিছু স্মৃতি ছবিতে, বাকিটা থাকবে ভিডিওতে… আসছে শিগগিরই!"

#জয়পুরহাট #ভাইরালছবি

"সব গ্যাজেট চার্জে, মনের ব্যাটারিও ফুল — কারণ কাল থেকে শুরু আমার অ্যাডভেঞ্চারের নতুন পর্ব!"দেখা হচ্ছে জয়পুরহাট বন্ধুদের...
01/07/2025

"সব গ্যাজেট চার্জে, মনের ব্যাটারিও ফুল — কারণ কাল থেকে শুরু আমার অ্যাডভেঞ্চারের নতুন পর্ব!"দেখা হচ্ছে জয়পুরহাট বন্ধুদের সাথে,,,

গ্রামীণ মেঠো পথ। বগুড়া মিনি ঘুঘুডাঙ্গা।    #ঘুঘুডাঙ্গা  #বগুড়া  #গ্রামীণ
25/06/2025

গ্রামীণ মেঠো পথ। বগুড়া মিনি ঘুঘুডাঙ্গা।

#ঘুঘুডাঙ্গা #বগুড়া #গ্রামীণ

21/06/2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর।



#রংপুর #বিশ্ববিদ্যালয় #রোকেয়া #শিক্ষা #জ্ঞান

এ কোন সাধারণ রাস্তা নয়, রে পাগলা । বগুড়বাসী শুধু বলতে পারবে,,,,
17/06/2025

এ কোন সাধারণ রাস্তা নয়, রে পাগলা । বগুড়বাসী শুধু বলতে পারবে,,,,

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share