Kamrul EditZ

Kamrul EditZ ✅সফলতার কোন শর্টকাট নেই!✅পরিশ্রম,পরিশ্রম,পরিশ্রম =সফলতা 🤟

22/08/2025

হুদাই _

আসসালামু আলাইকুম _আপনাদের দোয়া ও ভালোবাসা আমি সাহস করে নতুন একটা অনলাইন ব্যবসার সাথে যুক্ত হয়েছি।আশা করছি আপনাদের সাপোর্...
22/08/2025

আসসালামু আলাইকুম _

আপনাদের দোয়া ও ভালোবাসা আমি সাহস করে নতুন একটা অনলাইন ব্যবসার সাথে যুক্ত হয়েছি।

আশা করছি আপনাদের সাপোর্ট পাবো। Rayyan Online Shop আমার একান্ত নিজের প্রতিষ্ঠান। এখানে আপনারা পাবেন শাড়ী,থ্রী পিচ।

রাতের মধ্যে পেজে সকল কালেকশনের পোস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।

আপনাদের জন্য সব সময় ১০% ছাড় থাকবেই যেকোন পন্যে।

আশা করি সবাই পেজটি ফলো দিয়ে রাখবেন।

Fomh একটি মিউজিক লেবেল ফেসলেস ইউটিউব চ্যানেল যা নিয়মিতভাবে প্রতি মাসে $500 উপার্জন করছে এবং এখন পর্যন্ত $40,000+ আয় করেছ...
21/08/2025

Fomh একটি মিউজিক লেবেল ফেসলেস ইউটিউব চ্যানেল যা নিয়মিতভাবে প্রতি মাসে $500 উপার্জন করছে এবং এখন পর্যন্ত $40,000+ আয় করেছে।

🔹 বিস্তারিতঃ
-> সাবস্ক্রাইবার: ২,২৩,০০০+
-> নিশ: মিউজিক
-> মোট ভিউ: ৮৫ মিলিয়ন+
-> ভিডিও সংখ্যা: ৪৫৮টি
-> মনিটাইজড: হ্যাঁ
-> আয়: প্রতি মাসে $৫০০+ এবং বছরে $১০,০০০+
🔸 হাইলাইটসঃ
-> সক্রিয় ও আগ্রহী সাবস্ক্রাইবার
-> দ্রুত বাড়ছে এমন একটি লাভজনক নিস
-> খুব ভালো RPM (Revenue Per Mille)

🔍 ডিসক্লেইমার: এটি একটি সচল ইউটিউব চ্যানেল যা একটি বিশ্বস্ত মার্কেটপ্লেসে বিক্রির জন্য তালিকাভুক্ত।

আমরা এটি তৈরি করিনি, তবে ইউটিউব অটোমেশন দিয়ে কী ধরনের সাফল্য অর্জন সম্ভব – এটি তারই এক বাস্তব উদাহরণ।

👉

শুভ রাত্রী__
20/08/2025

শুভ রাত্রী__

বাটুন মোবাইল দিয়ে কপিরাইট মুভি ক্লিপ ফেসবুকে আপলোড করে ইনকাম।
20/08/2025

বাটুন মোবাইল দিয়ে কপিরাইট মুভি ক্লিপ ফেসবুকে আপলোড করে ইনকাম।

পেজে কনটেন্ট মনিটাইজেশন পেতে চাইলে যা করবেন_১। এই পোস্টে কমেন্ট করুন।২।অন্যরা যে কমেন্ট করবে সেগুলো রিপ্লাই করুন।এতে আপন...
19/08/2025

পেজে কনটেন্ট মনিটাইজেশন পেতে চাইলে যা করবেন_

১। এই পোস্টে কমেন্ট করুন।
২।অন্যরা যে কমেন্ট করবে সেগুলো রিপ্লাই করুন।

এতে আপনার একাউন্টের এনগেজমেন্ট বাড়বে এবং কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভবনা বেশি হবে।

আর যারা স্টার সেন্ট করবে তাদের ফলো করবেন👍

Lets Start ⚠️

বহুদিন পর ধারকরা স্ক্রীন শর্টস দিলাম গাইচ__কেমন হইলো জানাবেন😀
19/08/2025

বহুদিন পর ধারকরা স্ক্রীন শর্টস দিলাম গাইচ__
কেমন হইলো জানাবেন😀

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আ...
18/08/2025

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি যেন আর না ছড়ায় সেই অনুযায়ী প্রিভেন্টেশন করে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যাপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা দল কে জানান, তাদের কাছে কেইস করে দিলে তাৎক্ষণিক ব্যবস্হা নিতে পারবে।

ধন্যবাদ

#পোস্ট - #সংগৃহীত

16/08/2025

পৃথিবীর যত কোর্স করেন,যত ভালো মেন্টর রাখেন জীবনে ১ পয়সা ইনকাম করতে পারবেন না,

যতক্ষণ পর্যন্ত নিজে পরিশ্রম না করেন। মেন্টর আর কোর্স ১০% আর আপনার পরিশ্রম ৯০% তাইলে সম্ভব।

কোর্স কিনে পরিশ্রম না করে গালি দিয়ে কিছুই হবেনা,শুধু মেন্টরের ইনকাম হবে।

কোর্স জাস্ট আপনাকে ধারণা দিবে,আপনার রিসার্চের পথ সহজ করবে। এবং এইটুকু অবশ্যই দরকার।

বাট কোর্স করে পরিশ্রম না করলে সেই কোর্স কোন কাজে আসবেনা।

কোর্স কেনার আগে যদি ১ ঘন্টা পরিশ্রম করে থাকেন দিনে,কোর্স কেনার পর ৫/৭ ঘন্টা পরিশ্রম করুন দিনে তাইলে কিছু করা সম্ভব জীবনে।

রিসার্চ করার জন্য YOUTUBE AND GOOGLE তো আছেই__

সুতরাং
পরিশ্রম করেন_ পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না। যত কোর্সই করেন।

🔹 YouTube ভিডিও বা অন্য কনটেন্টের জন্য   কীভাবে সংগ্রহ করবেন🔹   কেন গুরুত্বপূর্ণ🔹 কীভাবে সঠিক   ভিডিওর র‍্যাংক ও রিচ বাড়...
16/08/2025

🔹 YouTube ভিডিও বা অন্য কনটেন্টের জন্য কীভাবে সংগ্রহ করবেন
🔹 কেন গুরুত্বপূর্ণ
🔹 কীভাবে সঠিক ভিডিওর র‍্যাংক ও রিচ বাড়ায়

এই পোস্টটি তুমি চাইলে ফেসবুক, ব্লগ, কিংবা নিজের কোর্স বা ভিডিও স্ক্রিপ্টেও ব্যবহার করতে পারো।



🎯 – আপনার ভিডিও বা পোস্টের গোপন SEO অস্ত্র! 💥 | কীভাবে সঠিক Hashtag সংগ্রহ করবেন ও কেন তা জরুরি?

আপনি হয়তো লক্ষ্য করেছেন—অনেক ভিডিও বা পোস্টে কিছু ব্যবহার করা হয়।
কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট শব্দগুলোই পারে আপনার কনটেন্টকে হাজার হাজার নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে? 😮

আজকে জানুন —
🔹 Hashtag কীভাবে কাজ করে?
🔹 কেন এটা জরুরি?
🔹 কোথা থেকে সংগ্রহ করবেন সঠিক ও ট্রেন্ডিং ?



📌 Hashtag কী?

Hashtag হচ্ছে একটা কীওয়ার্ড বা শব্দ, যার আগে # চিহ্ন ব্যবহার করা হয়।
উদাহরণ: , ,

📍 Hashtag মূলত YouTube, Facebook, Instagram, TikTok - সব জায়গায় কনটেন্টকে সার্চ করার উপযোগী করে তোলে।



⚡ Hashtag কেন গুরুত্বপূর্ণ?

✅ ভিডিও বা পোস্টকে দ্রুত খুঁজে পেতে সাহায্য করে (Searchability বাড়ায়)
✅ নতুন দর্শকের কাছে পৌঁছে দেয় (Reach & Discovery বাড়ে)
✅ সংশ্লিষ্ট টপিকের ট্রেন্ডিং কনটেন্টের সঙ্গে আপনার ভিডিও দেখায় (Related Exposure)
✅ আপনার কনটেন্টের SEO বাড়ায়
✅ ভিডিও র‍্যাংকে সহায়তা করে, বিশেষ করে YouTube Shorts বা Instagram Reels-এর ক্ষেত্রে



🔍 কোথা থেকে সঠিক সংগ্রহ করবেন?

✅ ১. YouTube Search Bar (Free & Easy)

YouTube-এ গিয়ে আপনার টপিক লিখে দেখুন। নিচে সাজেস্টেড সার্চ আসবে।
👉 যেমন: টাইপ করুন “IELTS” → দেখবেন:




✅ ২. TubeBuddy / vidIQ (Chrome Extension)

এই টুলগুলো ইউজ করলে আপনি দেখতে পারবেন কোন ভিডিওতে কোন ট্যাগ বা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, এবং সেই ট্যাগের সার্চ ভলিউম কেমন।

✅ ৩. Keywordtool.io – Hashtag Finder

সরাসরি YouTube বা Instagram বেছে নিয়ে কিওয়ার্ড দিন।
Example: “motivation” → দেখাবে related hashtags
👉 , ,

✅ ৪. Top Competitor Analysis

আপনার নিসে যেসব বড় YouTuber বা Instagrammer আছেন, তাদের ভিডিও বা পোস্ট চেক করুন। তারা কোন ট্যাগ বা হ্যাশট্যাগ ব্যবহার করছে?
👉 সেই ট্যাগগুলোর ৪-৫টা নিজের মতো করে ব্যবহার করুন।

✅ ৫. MetaHashtags.com / All-Hashtag.com (Instagram + YouTube Friendly)

এখানে কিওয়ার্ড দিলেই আপনি পাবেন ২০-৫০টা রিলেটেড হ্যাশট্যাগ, যা SEO ও রিচের জন্য উপকারী।



✍️ Hashtag ব্যবহার করার নিয়ম:

✅ ভিডিওর Description বা Caption-এর মধ্যে ৩-৫টা প্রাসঙ্গিক হ্যাশট্যাগ দিন
✅ ভিডিওর শেষ লাইনে দিতে পারেন আলাদা করে:
➡️
✅ YouTube-এ ১৫টির বেশি হ্যাশট্যাগ দিলে অ্যালগরিদম এড়িয়ে যেতে পারে — তাই ৫-৭টাই যথেষ্ট



🚫 যে ভুলগুলো করবেন না:

❌ ট্রেন্ডিং হলেও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন না
❌ এক ভিডিওতে সব সময় একরকম হ্যাশট্যাগ ব্যবহার করবেন না—variation আনুন
❌ “Like4Like”, “FollowMe” এসব স্প্যামি হ্যাশট্যাগ এড়িয়ে চলুন



✅ উদাহরণ (Motivational ভিডিওর জন্য):

Title: Success Story of Elon Musk in Bangla
Hashtags:





🎯 YouTube ভিডিওর Keywords এবং Description লিখার সঠিক কৌশল 💡 | Grow Your Channel Faster!আপনি কি জানেন, শুধু ভালো ভিডিও বা...
15/08/2025

🎯 YouTube ভিডিওর Keywords এবং Description লিখার সঠিক কৌশল 💡 | Grow Your Channel Faster!

আপনি কি জানেন, শুধু ভালো ভিডিও বানালেই হয় না—সঠিক কিওয়ার্ড ও Description লিখতে না পারলে আপনার ভিডিও কেউ খুঁজে পাবে না!
YouTube SEO-তে টাইটেল, কিওয়ার্ড এবং ডিসক্রিপশন—এই তিনটি জিনিস ভিউ বাড়ানোর গেটওয়ে।

👉 আজকের পোস্টে শিখে নিন:
🔹 কীভাবে ভিডিওর জন্য উপযুক্ত keywords খুঁজবেন
🔹 কেমনভাবে লিখবেন SEO-friendly description
🔹 কোন ভুলগুলো এড়িয়ে চলবেন



🔍 1. কীভাবে কিওয়ার্ড (Keywords) খুঁজবেন?

কিওয়ার্ড হচ্ছে এমন কিছু শব্দ বা ফ্রেইজ, যা মানুষ YouTube-এ সার্চ করে।
যেমন:
• “weight loss tips in Bangla”
• “how to study effectively”
• “top 10 business ideas”

📌 কীভাবে খুঁজবেন?
✅ TubeBuddy / vidIQ (Chrome Extension)
✅ Keywordtool.io (YouTube অপশন)
✅ Google Trends → Search → YouTube Filter
✅ YouTube Search Bar Auto Suggestion (খালি টাইপ করুন এবং দেখুন কী সাজেস্ট করছে)

🔧 উদাহরণ:
আপনার ভিডিও যদি হয় “IELTS Preparation Tips”, তাহলে আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেনঃ
🔹 ielts tips bangla
🔹 how to prepare for ielts 2025
🔹 ielts exam preparation in bengali
🔹 speaking test tips



✍️ 2. কিভাবে SEO Friendly Description লিখবেন?

ডিসক্রিপশন শুধু কনটেন্ট বর্ণনা নয়, এটা আপনার ভিডিওকে সার্চে তুলতে বড় ভূমিকা রাখে।

✅ একটা আদর্শ Description এর কাঠামো:

🔹 লাইন ১-২ (Focus Keywords)

“এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে IELTS পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন খুব সহজে। IELTS preparation Bangla guide.”

🔹 লাইন ৩-৫ (ভিডিওর ব্যাখ্যা)

“ভিডিওতে রয়েছে IELTS speaking, reading, writing এবং listening সেকশনের গাইডলাইন, কৌশল এবং গুরুত্বপূর্ণ টিপস।”

🔹 লাইন ৬-৮ (Keyword-rich বিস্তারিত)

“IELTS preparation tips Bangla ভাষায়, IELTS 2025 exam এর জন্য সেরা কৌশল। Beginner দের জন্য 100% হেল্পফুল।”

🔹 সামাজিক লিংক / সাবস্ক্রিপশন রিকোয়েস্ট

“আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও ভিডিওর জন্য। page: fb.com/yourpage”

🔹 Hashtags ( #)





📌 3. Keywords ও Description লেখার কিছু গুরুত্বপূর্ণ টিপস:

✅ প্রথম ২৫০ শব্দের মধ্যে কিওয়ার্ড রাখুন
✅ টাইটেল, ট্যাগ, ও ডিসক্রিপশনে যেন একই/সম্পর্কিত কিওয়ার্ড থাকে
✅ Keyword Stuffing করবেন না (একই কিওয়ার্ড ১০ বার দিলে YouTube বুঝে ফেলে এবং বিপরীত প্রভাব ফেলতে পারে)
✅ User-friendly ভাষায় লিখুন — যেন বট নয়, মানুষ বুঝতে পারে
✅ Description-এ প্রশ্নবোধক লাইন দিন → যেমনঃ “আপনি কি IELTS-এ ভালো করতে চান?”



📌 উদাহরণ (IELTS ভিডিওর জন্য):

Title:
✅ IELTS Preparation Tips in Bangla | How to Prepare for IELTS 2025

Tags/Keywords:
✅ ielts preparation
✅ ielts tips bangla
✅ how to study for ielts
✅ ielts exam tricks

Description (সংক্ষিপ্ত):

“IELTS পরীক্ষা দিচ্ছেন? এই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে খুব সহজে প্রস্তুতি নিতে পারবেন IELTS 2025 পরীক্ষার জন্য। ভিডিওতে পাবেন Speaking, Reading, Writing এবং Listening সেকশনের সম্পূর্ণ গাইডলাইন। IELTS preparation in Bangla – একদম বিগিনার দের জন্য উপযোগী।”

Subscribe করুন – নতুন টিপস পেতে!

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul EditZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category