
04/06/2025
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ী ফিরতে নিজে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বগুড়া গামী এইসকে গাড়ীতে উঠেছিল সৌকত আহমেদ।
সিরাজগঞ্জ রোডপার হলে হাটিকুমরুলে ঢাকা-বগুড়া মহাসড়কে গাড়ী এইস.কে গাড়ীর সুপারভাইজারের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে সুপারভাইজার ও হেলপারের সজোরে ধাক্কা দিলে চলন্ত গাড়ী থেকে পরে গাড়ীর পিছন চাকার নিচে পরে তার মাথা থেঁতলে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
বুধবার দুপুর ১ ঘটিকার সময় হাটিকুমরুলের রাধনাগর ঢাকা বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত সৌকত আহম্মেদ (২৩) বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাজারকী বেগুনী পাড়া গ্রামের সোলেমান এর ছেলে।
এ ঘটনায় মরদেহ ও ঘাতক চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেলেও গাড়ীটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ।
হাটিকুমরুলে এইসকে গাড়ী সুপারভাইজারের বিরুদ্ধে তার যাত্রীকে ধক্কামেরে চাকার নিচে ফেলা হত্যার অভিযোগ।..