
13/07/2025
✅আজ (১৪ জুলাই ২০২৫) অনুষ্ঠিত চেলসি বনাম পিএসজি ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে চেলসি ৩–০ গোলে দুর্দান্ত জয় নিশ্চিত করেছে।
⚽ খেলার মূল ঘটনাপ্রবাহ:
কোল পামার প্রথমার্ধে দুটি গোল করেন — ২২ ও ৩০তম মিনিটে ।
এরপর জোয়াও পেদ্রো ৪৩তম মিনিটে একটি চমৎকার গোল করে ৩–০ লিড নিশ্চিত করেন ।
পিএসজির জোয়াও নেভেস ৮৫তম মিনিটে হেয়ার পুলিংয়ের কারণে লাল কার্ড পান ।
🏆 ফলাফল সারসংক্ষেপ:
🔹 চেলসি — ৩ (পামার ২, পেদ্রো ১)
🔹 পিএসজি — ০
📝এর ফলে চেলসি ইতিহাস সৃষ্টি করে — প্রথমবারের মতো এই নতুন ফরম্যাটের ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে ।