07/07/2025
MS WORD এর শর্টকার্ট জেনে রাখুন — কাজ হবে অনেক সহজ! ⌨️✨
আপনি কি Microsoft Word এ কাজ করেন? ডকুমেন্ট বানানো, লিখা-পরিবর্তন করা মাঝে মাঝে ঝামেলার মতো লাগে?
দেখুন, কিছু শর্টকার্ট কীবোর্ডে শিখে নিলে আপনার কাজ হবে অনেক সহজ আর দ্রুত! আর সময়ও বাঁচবে।
আজকে শিখুন সবচেয়ে দরকারি ১০টা MS Word শর্টকার্ট:
Ctrl + C = কপি
Ctrl + V = পেস্ট
Ctrl + X = কাট
Ctrl + Z = ভুল হলে Undo (আগের অবস্থায় ফিরে যান)
Ctrl + Y = Undo কে আবার Re-do করুন
Ctrl + B = লেখাকে গাঢ় করুন (Bold)
Ctrl + I = লেখাকে তির্যক করুন (Italic)
Ctrl + U = লেখার নিচে লাইন দিন (Underline)
Ctrl + S = কাজ সেভ করুন
Ctrl + P = প্রিন্ট করুন
একটু বেশি শিখতে চান?
Ctrl + A = পুরো লেখা সিলেক্ট করুন
Ctrl + F = ডকুমেন্টে কোনো শব্দ খুঁজুন
Ctrl + H = শব্দ বদলান
Ctrl + N = নতুন ফাইল খুলুন
শর্টকার্ট শিখলে কি হবে?
কাজ হবে দ্রুত
মাউস কম ব্যবহার করতে হবে
টাইপ করার সময় ভুল হলে সহজেই ঠিক করতে পারবেন
অফিস বা পড়াশুনায় কাজের মান বাড়বে
আপনি কোন শর্টকার্টটা সবচেয়ে বেশি ব্যবহার করেন? নিচে কমেন্টে লিখে জানান!
আর পোস্টটা শেয়ার করে আপনার বন্ধুরাও শিখতে পারে! 📲