AHSAN 2.0

AHSAN 2.0 আলহামদুলিল্লাহ

23/07/2025

আল্লাহ সুস্থতা দান করুন 🤲

22/07/2025

তোমার পিতা মাতা, নিকট আত্মীয়, ইয়াতিম, দরিদ্র, প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথিক এবং যারা তোমাদের অধিকার এসেছে, সবার সাথে সুন্দর আচরণ করো। (নিসা:৩৬)

"অন্ধা রাইতে লাইট নিয়া গ্যাছি, মাছেরাও বুইঝা গেল—আজ ভাগ্য খারাপ
20/07/2025

"অন্ধা রাইতে লাইট নিয়া গ্যাছি, মাছেরাও বুইঝা গেল—আজ ভাগ্য খারাপ

আমরা আসছি
18/07/2025

আমরা আসছি

রাত ১১টা। চারপাশে নিস্তব্ধতা।একটা মেসেজ করলাম—"ভাই, রক্ত দরকার…"প্রিয় মোহাম্মদ আলী ভাইএকটুও চিন্তা না করে, একটুও দেরি না...
12/07/2025

রাত ১১টা। চারপাশে নিস্তব্ধতা।
একটা মেসেজ করলাম—
"ভাই, রক্ত দরকার…"
প্রিয় মোহাম্মদ আলী ভাই
একটুও চিন্তা না করে, একটুও দেরি না করে
হাজার ব্যস্ততার মাঝেও ছুটে এলেন।
না, আমার আত্মীয় নন।
তবু যেন ভাইয়ের চেয়েও বড় কিছু।

মানবতা এখনো বেঁচে আছে — আজ আমি সেটা দেখেছি।
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম প্রতিদান দিন, প্রিয় ভাই।
আপনার এই রক্ত শুধু রক্ত নয়—এটা একজন জীবনের আশা।

#রাতেরনায়ক #রক্তদান_জীবনদান #মানবতা_বেঁচে_আছে #ধন্যবাদ_মোহাম্মদআলীভাই

প্রকৃতির বুকে ঐতিহ্যের ছোঁয়া 🌳✨
06/07/2025

প্রকৃতির বুকে ঐতিহ্যের ছোঁয়া 🌳✨

05/07/2025

❝পাপ যখন সীমা অতিক্রম করে, তখন আল্লাহর শাস্তিও আর অপেক্ষা করে না। কিছু শাস্তি নির্ধারিত থাকে আখিরাতের কঠিন দিনের জন্য, আর কিছু শাস্তি তিনি দুনিয়াতেই প্রকাশ করে দেন — যেন মানুষ সতর্ক হয়, ফিরে আসে নিজের রবের দিকে।❞

05/07/2025

আলহামদুলিল্লাহ
জুলাই শহীদ স্মৃতি আন্তঃ উপশাখা ফুটবল টুর্নামেন্ট ২০২৫
প্রথম রাউন্ডের খেলাসমূহ সফলভাবে সম্পন্ন হয়েছে।

26/06/2025

যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না হয়তোবা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে
(আলী ইবনে আবু তালিব রা:)

25/06/2025

দুনিয়ার জীবনকে আখেরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই জয়ী হবেন। আখিরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনে পরাজিত হবেন।

(হাসান আল বাসরি)

Address

Sherpur
Puran Bogra
5841

Website

Alerts

Be the first to know and let us send you an email when AHSAN 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share