Rumi Alam

Rumi Alam Assalamulaikum.. Be positive
Be Honest &
Be happy keep happy ♥️
Always Alhamdulillah 🫶♥️
(17)

শুভ সকাল সবাইকে।  pic. Collected
01/09/2025

শুভ সকাল সবাইকে।
pic. Collected

ঘৃনা অনেক ভারী একটা শব্দ!এই পৃথিবীতে আমি সহজে কাউকে ঘৃণা করি না।কিন্তু ভীষণ অন্যায় করে, স্বেচ্ছায় কষ্ট দিয়ে যারা দিনশেষে...
25/08/2025

ঘৃনা অনেক ভারী একটা শব্দ!
এই পৃথিবীতে আমি সহজে কাউকে ঘৃণা করি না।
কিন্তু ভীষণ অন্যায় করে, স্বেচ্ছায় কষ্ট দিয়ে যারা দিনশেষে ভিকটিম সেজে সবার সহমর্মিতা কুড়ায়
-আমি তাদের মন থেকে ঘৃণা করি..!

পিঁপড়াদের মাঝে আপনি শৃঙ্খলার অনন্ত দৃষ্টান্ত দেখতে পাবেন, কাকেদের মধ্যে দেখতে পাবেন একতা ও দলগত শক্তির নিখুঁত উদাহরণ, কু...
24/08/2025

পিঁপড়াদের মাঝে আপনি শৃঙ্খলার অনন্ত দৃষ্টান্ত দেখতে পাবেন, কাকেদের মধ্যে দেখতে পাবেন একতা ও দলগত শক্তির নিখুঁত উদাহরণ, কুকুরের মধ্যে খুঁজে পাবেন বিশ্বস্ততা,
পায়রার মধ্যে প্রকাশ পায় নির্মল স্বচ্ছতা ও শান্তির প্রতিচ্ছবি, ঘোড়ার মধ্যে দেখতে পাবেন অক্লান্ত পরিশ্রম এর প্রতিক ,
আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা ও অহংকার সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যায়,
সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে।💔🥀

⚠️🚫গুরুত্বপূর্ণ তথ্য📣শরীরে প্রচুর টক্সিন জমে গেলে শরীর ফুলে মোটা লাগে।তাই বডিকে ডিটক্স করতে ডিটক্স ওয়াটার বা ডিটক্স ড্রি...
23/08/2025

⚠️🚫গুরুত্বপূর্ণ তথ্য📣
শরীরে প্রচুর টক্সিন জমে গেলে শরীর ফুলে মোটা লাগে।তাই বডিকে ডিটক্স করতে ডিটক্স ওয়াটার বা ডিটক্স ড্রিংকস দুটোই রাখবেন।
👉ডিটক্স ড্রিংকস হলো কুসুম গরম পানি যেটা আদা,দারচিনি,জিরা,মৌরি,কাচাহলুদ এসব দিয়ে বানাবেন।
👉আর ডিটক্স ওয়াটার হলো নরমাল পানিতে যেকোন ভেজিটেবল বা ফ্রুটস দিয়ে ২ ঘন্টা ভিজিয়ে রেখে খাবেন সারাদিন।যা ফ্যাট কাটার প্রক্রিয়াকে সহজ করে।বডিকে ডিটক্স করে।
©

জুম্মা মুবারক সবাইকে
22/08/2025

জুম্মা মুবারক সবাইকে

অনুভূতিকে নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় ম্যাচুরিটি🙂শুভ দুপুর
21/08/2025

অনুভূতিকে নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় ম্যাচুরিটি🙂
শুভ দুপুর

ভাব সম্প্রসারণের একটা লাইনের ব্যাখ্যা সহজেই অসংখ্য লাইনে লেখা যায়,কিন্তু সারাংশে অসংখ্য লাইনের ব্যাখ্যা সারমর্ম রুপে লেখ...
21/08/2025

ভাব সম্প্রসারণের একটা লাইনের ব্যাখ্যা সহজেই অসংখ্য লাইনে লেখা যায়,কিন্তু সারাংশে অসংখ্য লাইনের ব্যাখ্যা সারমর্ম রুপে লেখা বেশ কঠিন,জীবনটা ও ঠিক একইরকম 🥀🙂💔

'দুনিয়ার প্রতিটি কাছের মানুষের সম্পর্কের আসল রুপ দেখিয়ে' ,আল্লাহ বলেন "বল কে আছে তোর আমি ছাড়া,, 🌺শুভ রাত্রি
20/08/2025

'দুনিয়ার প্রতিটি কাছের মানুষের সম্পর্কের আসল রুপ দেখিয়ে' ,আল্লাহ বলেন "বল কে আছে তোর আমি ছাড়া,, 🌺
শুভ রাত্রি

প্রত্যাশার হতাশা দূর হোক,যেখানে যার শান্তি মিলে সেখানেইতার ঠাই হোক...!🖤
20/08/2025

প্রত্যাশার হতাশা দূর হোক,
যেখানে যার শান্তি মিলে সেখানেই
তার ঠাই হোক...!🖤

শুভ জন্মদিন ছোট্ট পরি❤️🥰🤲
19/08/2025

শুভ জন্মদিন ছোট্ট পরি❤️🥰🤲

খোঁজ না নিলে কারো খোঁজ নেওয়ার টাইম হয় না অথচ খোঁজ নিলে বলে এতদিন পর মনে পড়লো🙂শুভ দুপুর সবাইকে
19/08/2025

খোঁজ না নিলে কারো খোঁজ নেওয়ার টাইম হয় না অথচ খোঁজ নিলে বলে এতদিন পর মনে পড়লো🙂
শুভ দুপুর সবাইকে

Jumma mubarak 💞🎀
04/07/2025

Jumma mubarak 💞🎀

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumi Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rumi Alam:

Share