মায়াবী মন

মায়াবী মন I am a digital content creator

give me send star and support this page
(2)

27/07/2025

সৃষ্টির সবকিছু সুন্দর,
অসুন্দর তো মানুষের মন মানসিকতা।

27/07/2025

কথা লাগিয়ে সম্পর্ক নষ্ট না করে,
গাছ লাগান পরিবেশ বাঁচান...

27/07/2025

আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় রাতের ঘুমটাও পর হয়ে যায়

27/07/2025

দিনের শেষে রাত, রাতের শেষে দিন, দিন হচ্ছে কর্মের জন্য, রাত হচ্ছে বিশ্রামের জন্য।

27/07/2025

জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস,🥀
যার শেষ টা কেউ লিখে যেতে পারে না..!

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।❐ পুলিশ চায় আপনি বেআইনী কা...
27/07/2025

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-
❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার
বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন
নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার
সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।

🎇৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
🎇তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
🎇ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
🎇তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
🎇তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
🎇তিনটি জিনিস
জীবনে রাখতে নেইঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
🎇তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিতঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
🎇তিনটি জিনিস কে আয়ত্বে রাখা উচিতঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
🎇তিনটি জিনিস অভ্যাস করা উচিতঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
🎇তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিতঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
🎇তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিতঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম

নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",,
আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !!
🤔মানুষ বড়ই আজব প্রানী👉🤔

=================

27/07/2025

গানে গানে দুষ্টামি

27/07/2025

এক হাজার টাকা নিয়েছে
টাকা দেয় না ফুল দিয়ে স্বাগতম জানাইলাম

সূর্যমুখী ফুল
27/07/2025

সূর্যমুখী ফুল

21/07/2025

Address

Bogra
Puran Bogra
5350

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবী মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share