NR Hossain Story

NR Hossain Story আমি ঘুড়ি বাংলাদেশ

18/05/2023

৯তম ব্লাড ডোনেট সম্পন্ন করে বড় ভাইয়ের সাথে বগুড়ার বিখ্যাত চুন্নু চাপ খেয়ে আসলাম 😍

17/04/2023

আমরা খুব ভালো করে জানি, আজ হ্যাঁ বললে কাল বিয়ে করবে এমন মানুষ এক না, একাধিক আছে আমাদের জীবনে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনি যাকে পেলে খুশিতে কাঁদবেন, তাকে আপনি পাবেন না, আবার যে আপনাকে পেলে কাঁদবে আপনি তার হবেন না।
জগতের যোগসূত্রটা আসলে সবার ক্ষেত্রে মিলেনা, কিন্তু তবুও আমরা একে অন্যকে ভালোবাসি!!

23/03/2023

মনে আছে সেই শৈশবের কথা? সেহরিতে যখন মা ডাক দিতো না, সকালে উঠে কা'ন্নাকা'টি করতাম, মা সান্ত্বনা দিতো, তিন বেলা খাও তোমার দিনে ৩টা রো'জা হয়ে যাবে, সুন্দর ছিল সেই সময় টা।

07/03/2023

ছোট বেলায় শব-ই-বরাত ও শব-ই-কদর এই দুই রাতের জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম। এই দুই রাতে বাসার বাইরে থাকার জন্য কোন অনুমতির দরকার হতো না। কিছুক্ষণ মসজিদে থেকে বাকী পুরোটা রাত দল বেধে এলাকার আম, ডাব চুরি করতাম। মনে কোন ভয় ডর কিছুই ছিল না।

এখনো ওই বয়সী ছেলেগুলো হয়তো এই কাজটাই করে কিনা জানিনা। এখন তবে সারাবছর বাইরে থাকতে চাইলেও কেউ কিছু বলে না।

প্রতিবছর এই দুইটা রাত ঠিকই আসে, কিন্তু আর আগের মতো ঘুরতে ইচ্ছা করে না, সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আগের বন্ধুগুলো এখন আর নেই। ছোটবেলার সেই বন্ধুদের অনেক মিস করি। কখনোই সম্ভব না তোদের সাথে রাত জেগে আম, ডাব চুরি করা।

আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন। আমরা তখন অবুঝ ছিলাম, নাই অন্যায় বুঝিনি। আমি এবং আমার বন্ধুদেরকে আপনি ক্ষমা করবেন।

সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমি এখনও হয়তোবা শিখতে পারিনি। তবে উনি আমাদের মনের কথা জানেন।

#২০০৭
#২০০৮
#২০০৯
#২০১০

01/03/2023

কি ভাবছো ! নিঃশেষ হইয়া যামু 😏 আমি ভাই পুরান খেলোয়ার Come back করতে জানি 😎

10/02/2023

স্কুল জীবনের সেই শম্পাপুরী ওয়ালা কাকু

07/02/2023

দুপচাঁচিয়া টু তালোড়া রাত- 11.45 PM

07/02/2023

ব্লাড ডোনেট করার আগে ভিডিওটি অবশ্যই দেখা উচিত।



12/01/2023

When do people stand on one leg ?
মানুষ কখন এক পায়ে দাঁড়ায়।
Episode-01


#ভিলেজ_গুগলি

10/01/2023

বিসমিল্লাহ

Address

Bogura
Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when NR Hossain Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share