সাফওয়ান আহমেদ আনাফ

সাফওয়ান আহমেদ আনাফ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাফওয়ান আহমেদ আনাফ, Digital creator, kursha uttarpara, Puran Bogra.

05/08/2025

Alhamdulilliah ❤️
إذاعة القرآن الكريم نابلس Holy QURAN Radio Nablus

Shaheed Ziaur Rahman Medical College,/Hospital 🏥 Bogura (Bengali: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
01/05/2025

Shaheed Ziaur Rahman Medical College,/Hospital 🏥 Bogura (Bengali: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া

Popular Diagnostic Center, Bogura
01/05/2025

Popular Diagnostic Center, Bogura

খেরুয়া মসজিদবাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন খেরুয়া মসজিদ বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকার টোলা এলাকায় অবস্...
01/05/2025

খেরুয়া মসজিদ

বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন খেরুয়া মসজিদ বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকার টোলা এলাকায় অবস্থিত। ১৫৮২ সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল খেরুয়া মসজিদটি নির্মাণ করেন। তবে মসজিদের নামকরণ নিয়ে সঠিক কোনো ইতিহাস জানা যায়নি। প্রায় ৪৩০ বছর পুরোনো সুলতানি ও মোগল স্থাপত্যশৈলীর মিশেলে নির্মিত খেরুয়া মসজিদটি চওড়া দেয়াল এবং মিনারের ভিতের কারণে আজও টিকে রয়েছে। চুন-সুরকির ব্যবহারে তৈরি এই মসজিদের পূর্বদিকের দেয়ালে তিনটি এবং উত্তর-দক্ষিণ দিকের দেয়ালে একটি করে খিলানযুক্ত দরজা রয়েছে। আর পশ্চিম দেয়ালে আছে তিনটি কারুকার্যখচিত মেহরাব। ঐতিহ্যবাহী এই মসজিদে এখনো নিয়মিতভাবে নামাজ আদায় হয় এবং খেরুয়া মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত রয়েছে।

মহাস্থানগড় জাদুঘরমহাস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ১৯৬৭ সালে করতোয়া নদীর তীরে প্রতিষ্ঠা করা হয় একটি জাদুঘর। পরবর...
01/05/2025

মহাস্থানগড় জাদুঘর

মহাস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ১৯৬৭ সালে করতোয়া নদীর তীরে প্রতিষ্ঠা করা হয় একটি জাদুঘর। পরবর্তী সময়ে সংস্কৃতি মন্ত্রণালয় সেটি দেখাশোনার উদ্যোগ নেয়। সেখানে আছে পুরোনো মাটির মূর্তি, বাসনপত্র, স্বর্ণবস্তু, ব্রোঞ্জের সামগ্রী, কালো পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি, বিভিন্ন শিলালিপি, মাটি, মূল্যবান পাথর, মার্বেল, পোড়া মাটির পুতুল, নানা ধরনের প্রাচীন অলংকারসহ প্রাচীন ও মূল্যবান নিদর্শন।

সার্চ    হোমজাতীয়বাণিজ্যরাজনীতিখেলাবিনোদনসারাবাংলাআন্তর্জাতিকশিক্ষা-চাকরিফিচারভিডিওই-পেপারঅন্যান্য ফিচারইতিহাস - ঐতিহ্যে...
01/05/2025

সার্চ

হোম
জাতীয়
বাণিজ্য
রাজনীতি
খেলা
বিনোদন
সারাবাংলা
আন্তর্জাতিক
শিক্ষা-চাকরি
ফিচার
ভিডিও
ই-পেপার
অন্যান্য
ফিচার
ইতিহাস - ঐতিহ্যের বগুড়া

গোকুল মেধ বা বেহুলা-লখিন্দরের বাসর ঘর
মইনুল হক
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২২ ১৫:৫০

বগুড়া - নামটি শুনলেই প্রথমে মনে আসে লোভনীয় দই-মিষ্টির কথা। তবে এটাই বগুড়ার মূল পরিচয় নয়। বগুড়াকে বলা হয় ইতিহাস আর ঐতিহ্যের শহর। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী ও প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। বগুড়া তার ইতিহাস আর ঐতিহ্যে এতটাই সমৃদ্ধ যে, ২০১৬ সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছিল বগুড়ার মহাস্থানগড়। এখানে উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ‘সার্ক কালচারাল সেন্টার’ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো একটি দেশের প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চলকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে। তারই ধারাবাহিকতায় মহাস্থানগড় এই স্বীকৃতি অর্জন করে। বগুড়ায় যেসব অসাধারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, সেগুলোর অবস্থান কিন্তু প্রায় কাছাকাছি। তাই যে কেউ চাইলেই মোটামুটি দুই দিনের ভ্রমণ পরিকল্পনা করলেই এই স্পটগুলো ঘুরে আসতে পারেন সহজেই। এ ছাড়া মনোমুগ্ধকর যমুনার তীর তো আছেই। যারা এই ধরনের সংক্ষিপ্ত ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য তুলে ধরা হলো বগুড়ার উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দর্শনীয় স্থানগুলোর কথা। মইনুল হক রোজের সাথে লেখাটিতে সহযোগীতা করেছেন আতিক মোহাম্মদ শরীফ ।

শাহ সুলতান বলখির মাজার

মহাস্থানগড়ের ঠিক আগেই রয়েছে হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের মাজার। কথিত আছে এ অঞ্চলের জনগণকে রাজা পরশুরামের অত্যাচার থেকে মুক্ত করতে আফগানিস্তানের বলখ প্রদেশ থেকে মাছের পিঠে চড়ে এখানে এসেছিলেন তিনি। ১২০৫-১২২০ খ্রিষ্টাব্দে পরশুরামের সঙ্গে তার যুদ্ধ হয়। যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন।

গোকুল মেধ বা বেহুলা-লখিন্দরের বাসর ঘর

গোকুল মেধ বগুড়া সদরের গোকুল গ্রামে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মূলত ৮০৯ থেকে ৮৪৭ খ্রিষ্টাব্দে দেবপাল কর্তৃক নির্মিত একটি বৈদ্যমঠ। মূল স্তূপের পশ্চিমার্ধে প্রচলিত বাসর ঘরের স্মৃতিচিহ্ন রয়েছে। এ কারণে অনেকের কাছে এটি ‘বেহুলা-লখিন্দরের বাসর ঘর’ হিসাবেও পরিচিত। এ ছাড়া একে ‘লখিন্দরের মেধ’ নামেও চেনেন অনেকে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবস্থান মহাস্থানগড় থেকে দেড় কিলোমিটার দূরে।

বগুড়াবগুড়া জেলা (Bogura District) বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ অঞ্চল, যা মহাস...
01/05/2025

বগুড়া
বগুড়া জেলা (Bogura District) বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ অঞ্চল, যা মহাস্থানগড়, গোকুল মেধ, ভীমের জাঙ্গাল, খেরুয়া মসজিদ ও ভাসু বিহার এর জন্য বিখ্যাত। এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং ঐতিহ্যবাহী দই ও পিঠার জন্য বিশেষভাবে জনপ্রিয়। ইতিহাস, সংস্কৃতি ও খাবারের মিশ্রণে বগুড়া ভ্রমণপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসবেব বিবেচিত।

আলহামদুলিল্লাহ, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে DC Bogura  গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
01/05/2025

আলহামদুলিল্লাহ,
বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে DC Bogura গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বাংলাদেশের ছবি। বলতে হবে, কোন জেলার?
17/10/2024

বাংলাদেশের ছবি। বলতে হবে, কোন জেলার?

Address

Kursha Uttarpara
Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাফওয়ান আহমেদ আনাফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share