02/08/2025
❗❕অফিসিয়াল ঘোষণা ❗❕– Bogura Crush and Confession 🖋️
এই পেজের যেসব অ্যাডমিন অতীতে দায়িত্বে ছিলেন, তারা কেউ আর পেজের সঙ্গে যুক্ত নন। সকলকে চূড়ান্তভাবে দায়িত্বমুক্ত করা হয়েছে। অর্থাৎ কেউ আর দায়িত্বে নেই। অ্যাডমিন ১ বলে আর কেউ নেই।
সম্প্রতি আমাদের পেজের নাম ও অ্যাডমিন পরিচয়ে ইনবক্সে বিভ্রান্তিকর বার্তা পাঠাচ্ছে। এ ধরনের যে কোনো যোগাযোগ সম্পূর্ণ ভুয়া। কেউ এমন কিছু করলে, দয়া করে তাদের আইডি লিংকসহ প্রমাণ আমাদের ইনবক্সে জমা দিন।
আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
পেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের পেজ কোনো অর্থ লেনদেন, চাঁদাবাজি বা প্রতারণার সঙ্গে জড়িত নয়।
আজ, ২ আগস্ট ২০২৫ থেকে কঠোরভাবে জানানো হচ্ছে—এই পেজে আর কোনো ব্যক্তিগত ইস্যু পোস্ট হবে না। শুধুমাত্র বগুড়ার সার্বিক অবস্থা এবং প্রয়োজনীয় তথ্যভিত্তিক মিমস প্রকাশিত হবে।
আপনাদের যেকোনো সমস্যার ন্যায়সংগত সমাধানের জন্য পেজ সবসময় সচেষ্ট থাকবে।
— Bogura Crush and Confession (Official Statement)