05/12/2020
ফেসবুক ডাইনামিক ক্রিয়েটিভ এড
মাল্টিপল এড কম্পোনেন্ট সমন্বয় করে তৈরি করা হয় ফেসবুক ডাইনামিক ক্রিয়েটিভ এড। যে সব উপাদান সমন্বয় করা হয় তা হলো ইমেজ, ভিডিও, শিরোনাম, বিবরণ, কল-টু-একশন টেক্সট ইত্যাদি। এই এডের মাধ্যমে ১০ টা পর্যন্ত ইমেজ/ভিডিও এবং ৫ টা পর্যন্ত টেক্সট এসেট ব্যবহার করা যায়। যেমন - বডি টেক্সট, টাইটেল, বিবরণ এবং কল-টু-একশন টেক্সট।
এই এডের কম্পোনেন্ট গুলো অটোমেটিকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে অপ্টিমাইজ হয়ে অডিয়ান্সের কাছে ডেলিভারি হয়। এটার জন্য আপনাকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। যেমন ধরুন, একটা এডে ১০ ইমেজ/ভিডিও দিলেন, ৫ রকম টাইটেল দিলেন, সেটার একটা হতে পারে বাংলায়, আবার একটা ইংরেজিতে। আবার ভিন্ন ভিন্ন ভাবেও হতে পারে। তেমনিভাবে এডের অন্য উপাদানগুলো ৫ ধরণের দিতে পারেন। ফেসবুক অডিয়ান্সের পছন্দ, ডেমগ্রাফিক ইনফো, আচরণ অনুযায়ী যার কাছে যে এড উপাদান উপযোগী হতে পারে তার কাছে সেটাই দেখাবে। ১ নম্বর অডিয়ান্স কে দেখাতে পারে ৩ নম্বর ইমেজ, ২ নম্বর টাইটেল, ৪ নম্বর বিবরণ, ১ নম্বর কল-টু-একশন টেক্সট। তেমনিভাবে ২ নম্বর অডিয়ান্স কে তার পছন্দের ধরণ অনুযায়ী দেখাতে পারে ১ নম্বর ইমেজ, ৪ নম্বর টাইটেল, ২ নম্বর বিবরণ, ৩ নম্বর কল টু একশন টেক্সট।
মার্কেটিং অবজেক্টিভ
যে সব মার্কেটিং অবজেক্টিভ এই এডের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তা নিচে দেখান হল।
১। কনভার্সন
২। ট্রাফিক
৩। রিচ
৪। ব্রান্ড এওয়ারনেস
৫। অ্যাপ ইন্সটল
এডের ফলাফল
ফেসবুকের মার্কেটিং পার্টনার ROIHunter ডাইনামিক ক্রিয়েটিভ বেটা ভার্সনে অংশগ্রহণ করেছিলেন। তারা ওয়েবসাইট কনভার্সন এবং মোবাইল অ্যাপ ইন্সটলে উন্নতি দেখতে পেরেছেন। একইভাবে আরেকজন পার্টনার Aitarget বলেছে এই এড ব্যবহার সিপিআই (Cost Per Install) কমিয়েছে।
ডাইনামিক ক্রিয়েটিভ হলো একটা ভাল মানের অপটিমাইজেশন টুল। আপনি যখন অনিশ্চয়তার মধ্যে থাকবেন কোন ক্রিয়েটিভ দিলে ভাল হবে তখন এই ধরনের এড আপনাকে অনেক সাহায্য করবে। যদিও আপনি এড থেকে একটা টোটাল ফলাফল জানতে পারবেন। ফেসবুক এই এড কে স্প্লিট টেস্ট এর বিকপ্ল মনে করে না।