08/10/2024
আসসালামু আলাইকুম। আমি মহিনুর, পড়াশোনার পাশাপাশি ওয়েডিং সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করতাম। কিন্তু হটাৎ কেন ওয়েডিং সিনেমাটোগ্রাফি ছেড়ে দিচ্ছি?
হিন্দু-মুসলিম, বিয়ে-গায়ে হলুদের সময় বেপর্দা নারীর ছবি-ভিডিও ধারণ করতে হয়, অবাধ মেলামেশা-নাচানাচি হয়, যেগুলো ইসলাম সমর্থন করেনা। ইসলাম সমর্থন করেনা এমন কাজ থেকে উপার্জিত অর্থ সম্পূর্ণ হারাম। হারাম পথে অর্থ উপার্জন করতে চাইনা, আল্লাহ মাফ করুক।
নিশ্চয়ই আল্লাহপাক আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। কারণ উত্তম ও হালাল রিজিকের ফয়সালাকারী একমাত্র তিনিই। এতদিনের শ্রম, স্বপ্ন, নিজের ডেডিকেশন সব মাটি চাপা দেয়ার মুহুর্ত কতটা কষ্টের সেটা সবাই জানে। কিন্তু এর পরেও খারাপ লাগা সেভাবে কাজ করছেনা কারণ আমি বিশ্বাস করি সামনের পথটা অবশ্যই আল্লাহপাক সহজ করে দিবেন।
প্রিয় ওয়েডিং সিনেমাটোগ্রাফার-ফটোগ্রাফার ভাইয়েরা, আজ থেকে আমি ওয়েডিং সেক্টরের কাজ ছেড়ে দিচ্ছি। যেসব টিমের সাথে আমার কোলাবরেট ছিলো, তাদের সাথে সকল চুক্তি আজ থেকে শেষ। আপনাদের সাথে আমার কোনো দেনাপাওনা থাকলে ইনবক্সে এসে যোগাযোগ করবেন।
ওয়েডিং সিনেমাটোগ্রাফি-ফটোগ্রাফি ছেড়ে দিলেও বিজনেস, বিজ্ঞাপন, প্রোডাক্ট ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ইসলামিক প্রোগ্রাম, কর্পোরেট ইভেন্ট করতে চাই (শর্ত সাপেক্ষে)। তবে আজ থেকে কেউ ওয়েডিং রিলেটেড বুকিং নেওয়ার জন্য কল করবেন না।
আমার আইডি-পেজ থেকে পূর্বের ওয়েডিং ছবি-ভিডিও আস্তে আস্তে ডিলেট করা শুরু করেছি, পূর্বের ভূলগুলো আল্লাহ মাফ করুক। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন
[বিঃদ্রঃ বর্তমানে আমি পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি কাজ করতে চাই। আপনাদের মধ্যে কেউ অনলাইন রিলেটেড কাজের ব্যবস্থা করে দিলে আমার জন্য উপকার হতো ]