Oddly satisfying video

Oddly satisfying video মজার মজার সব নিত্য নতুন ভিডিও পাবেন আমার এই পেজে তাই লাইক দিয়ে সঙ্গে থাকুন আমাদের সাথে।

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে ।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ ক...
22/03/2024

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে ।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। থানায় যারা কাজ করছেন সবাই নতুন।
তিনি নিজেকে সাবেক ডি আইজি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”
সাবেক ডি আইজি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”
সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়!

আপনি যদি ইউ,এস,এ ইউ,কে ভারত এবং বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য পরিষেবা সহ  ডাক্তারের নাম এবং চেম্বারের ঠিকানা চান তবে ভিজিট ...
06/02/2024

আপনি যদি ইউ,এস,এ ইউ,কে ভারত এবং বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য পরিষেবা সহ ডাক্তারের নাম এবং চেম্বারের ঠিকানা চান তবে ভিজিট করুন এখানে।
If you want to know the name of the doctor and the address of the chamber along with all the health services in usa uk India and Bangladesh, visit This Site.

Are you in need of medical assistance? Look no further! Our comprehensive directory includes a list of all doctors in your area, providing you with...

নির্বাচন পরবর্তি দেশের অবস্থা কেমন হবে?তিনটি অপশন দিলাম, দেখে আপনার মতামত টি দিন।
29/12/2023

নির্বাচন পরবর্তি দেশের অবস্থা কেমন হবে?
তিনটি অপশন দিলাম, দেখে আপনার মতামত টি দিন।

নির্বাচন পরবর্তি দেশের অবস্থা কেমন হবে? তিনটি অপশন দিলাম, দেখে আপনার মতামত টি দিন।

https://shorturl.at/amxUY
29/12/2023

https://shorturl.at/amxUY

নির্বাচন পরবর্তি দেশের অবস্থা কেমন হবে? তিনটি অপশন দিলাম, দেখে আপনার মতামত টি দিন।

15/12/2023

জীবনে একটা সময় আসবে, যখন আপনার তেমন কোনও চাওয়া থাকবে না।
প্রচণ্ড দুঃখেও কান্না পাবে না, ভীষণ আনন্দেও হাসি আসবে না।
নতুন প্রাপ্তিতে আগ্রহ জন্মাবে না, নতুন কোনও হারানোতে বেদনা জাগবে না।
একটা জলজ্যান্ত রোবটের মতন জীবনটা হয়ে যাবে এক বহতা রেললাইন; চলছে জীবন...চলুক না... এরকম!
মানুষ ছোটো ছোটো দুঃখ পেতে পেতে পাথর হয়ে যায়, হারাতে হারাতে অনুভূতিহীন হয়ে যায়, ভেঙে টুকরো হতে হতে মানুষ একদিন কণার মতন এতই ক্ষুদ্র হয়ে যায় যে, সেই ভাঙা টুকরোগুলোকে আর ভাঙা যায় না। মানুষ একসময় নিজে চাইলেও আরও ভেঙে যেতে পারে না।
তারপর? তারপর থেকেই মানুষ অনন্য শক্তির অধিকারী হয়ে যায়। চাইলেই তাকে আর ভাঙা যায় না, চাইলেই তাকে আর গড়াও যায় না।
প্রচণ্ড দুঃখ, গভীর আনন্দ কিংবা নিখুঁত প্রতারণা...কোনোটাতেই মানুষ আর খুব একটা টলে না।
এভাবেই জীবন বয়ে যাবে ঢেউহীন নদীর মতন, যে নদীতে জোয়ার আসে না, ভাটাও পড়ে না।

13/12/2023

Address

Bogra
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Oddly satisfying video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oddly satisfying video:

Share