∫Ad-verb

∫Ad-verb হৃদয়ের কিছু অব্যক্ত কথা এখানে ব্যক্ত হয়ে থাকুক🥀

আমি ,,চাঁদের আলো হয়ে,,,🌙তোমার কালো ঘরে।....🌸জেগে রই সারা নিশি 🌕
07/09/2025

আমি ,,চাঁদের আলো হয়ে,,,🌙
তোমার কালো ঘরে।....🌸
জেগে রই সারা নিশি 🌕

খোলা জানালা ......দখিনের বাতাসে..... ঢেকে যায় পর্দার আড়ালে....🍃⛅
02/09/2025

খোলা জানালা ......
দখিনের বাতাসে.....
ঢেকে যায় পর্দার আড়ালে....🍃⛅

30/08/2025

জীবনের সমীকরণ কত অদ্ভুত জটিল!!

হিসাব মিলাতে মিলাতেও অ্যাকাউন্টিং এর
রেওয়ামিলের মতো একপাশ কেমন গড়মিল
রয়ে যায়!! 😪

27/08/2025

নার্সের শখ জাগে ডাক্তার হওয়ার, আর ওই দিকে টেকনিশিয়ানদের শখ জাগে ইঞ্জিনিয়ার হওয়ার 😂 কথা হইলো,, 'যোগ্যতা' বলেও তো একটা বিষয় আছে।।🐸
বামনেরও তো শখ জাগে চাঁদে যাওয়ার,, তাই বলে কি সে চাঁদে যেতে পারে নাকি,!!

24/08/2025

-আমাকে দুঃখী করে হলেও,
আমার সাথেই থাকো অনন্তকাল। 🫰

Cutie pie 😍🥰
07/08/2025

Cutie pie 😍🥰

চা'য়ের ধোয়ার উড়ে যাক জীবনের সমস্ত সুপ্ত আকাঙ্খা,ধ্বসে যাক সমস্ত বিষণ্ণতার পাহাড়, মুছে যাক সেই সব স্মৃতি,যে স্মৃতিগুলো রা...
28/07/2025

চা'য়ের ধোয়ার উড়ে যাক জীবনের সমস্ত সুপ্ত আকাঙ্খা,ধ্বসে যাক সমস্ত বিষণ্ণতার পাহাড়, মুছে যাক সেই সব স্মৃতি,যে স্মৃতিগুলো রাতের পর রাত মস্তিষ্ককে তাড়া করে বেড়ায়। আর পূর্ণ হোক চা'য়ের আধাকাপ শূন্যতা। 🤍
__নিঝুম।

26/07/2025

কষ্টের কথা কি বলিব?
কষ্ট কাকে বলে?
কষ্ট হইলো মনের আগুন,
বুকের মধ্যে জ্বলে।🥀

__ নক্ষত্রের রাত।

I can't bear losing you.😪
26/07/2025

I can't bear losing you.😪

20/07/2025

কারো অভাবে ঘুমহীন রাতের পর রাত কাটানোর কষ্টটা শুধু সেই জানে,যে সেই কষ্টটা পোহায়।
কারো অভাবে বুকের বা'পাশে যে প্রচন্ড ব্যাথা হয় সেই ব্যাথার গভীরতা শুধু সেই জানে যে এই তীব্র ব্যাথাটা অনুভব করে।
কারো অভাবে বুকের ভেতরটা প্রতিনিয়ত কাঁপতে থাকার অনুভূতিটা ভয়ংকর। কাউকে বহুদিন দেখতে না পারার যে তীব্র আকাঙ্খা মানুষ বুকের ভেতর লালন করে, সেই অসহায়ত্বটা বোধ হয় পৃথিবীর সব কিছুকে থমকে দিতে পারে। কিন্তু বাস্তবতা হলো, এতকিছুর পরেও কিছুই বদলায় না। কারও খারাপ লাগা, ভালো লাগায় প্রকৃতির কিছু যায় আসে না। প্রকৃতি সবসময় তার নিজের গতিতেই চলে।

__নিঝুম 🤍

শুভ্রতা 🤍🌸
20/07/2025

শুভ্রতা 🤍🌸



20/07/2025

সবচেয়ে দীর্ঘ অপেক্ষাগুলো আসলে কারো জন্য নয়,
একটা অভ্যাসের জন্য,একটা স্মৃতির জন্য,
যার আসার কথা ছিলনা কখনোই!

#উপসংহার

Address

Bogura
Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when ∫Ad-verb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share