02/10/2025
অন্তর্দর্শন
আমি নিজের ভিতরে একা,
একটাঅচেনা ঘরে।
দেয়ালেঝুলছে মুখোশ কত,
পুরোনোসব আয়না ভাঙা জমে আছে মেঝে'তে।
কার মুখ আমি খুঁজি আয়নায়?
কার সুর শুনিনিজের কণ্ঠস্বরেই?
একটাছায়া লেপ্টে আছে সর্বদা,
নিজেরই অস্তিত্বের গহীন গহ্বরে।
হাত বাড়ালেই মিলিয়ে যায় সে,
স্পর্শ করলেশুধু ধোঁয়া হয়।
আমারই প্রতিধ্বনিশুনি দূর থেকে,
অনেক প্রশ্নের উত্তর হারিয়েযায়।
তবুও খুঁজে ফিরি প্রতিদিন,
এই আঁধারের মধ্যেএক টুকরো আলো।
নিজের ভুলগুলোকেজড়িয়ে ধরি,
আর ভাঙাআয়নায় দেখি এক নতুন ছবি।
#কবিতা #মনস্তত্ত্ব #আত্মানুসন্ধান #গভীর_চিন্তা