ZIM's WORLD

ZIM's WORLD Cooking,Outing entertainment, fabric paint and painting

13/03/2025

"আশিয়া, তুমি ক্ষমা করো..."🙏🙏🙏

তোমার স্বপ্ন, তোমার হাসি, তোমার জীবন—সবকিছু অকালে থেমে গেল নিষ্ঠুরতার হাতে। সমাজ তোমাকে রক্ষা করতে পারেনি, আইন তোমার ন্যায় নিশ্চিত করতে পারেনি😭😭😭। তবু তোমার কান্না বাতাসে গুঞ্জন তোলে, তোমার যন্ত্রণা আমাদের বিবেককে নাড়া দেয়।😭

এই অন্যায়ের শেষ কোথায়? কবে থামবে নারীদের প্রতি এই বর্বরতা? আমরা কি শুধু শোক জানিয়ে দায় এড়িয়ে যাব? নাকি সত্যিকার পরিবর্তনের জন্য লড়ব?

তোমার জন্য বিচার চাই, তোমার জন্য ন্যায় চাই। তোমার আত্মা শান্তি পাক।

22/02/2025

"রাগ তো নিজেরই, কিন্তু ভাঙাবে কে? অভিমান জমতে দিলে সম্পর্কগুলো ভারী হয়ে যায়, তাই নিজেকেই হাসি ফিরিয়ে আনতে হয়। কিছু কষ্ট ভুলে যেতে হয়, কিছু অভিমান গিলে নিতে হয়—শুধু প্রিয় মানুষগুলোকে ধরে রাখার জন্য। কারণ দিনশেষে শান্তিটাই আসল! ❤️"

18/02/2025

কেউ বলে, "স্বপ্ন বড় হওয়ার জন্য দেখা হয়।" আমি বলি, "স্বপ্ন ঘুমানোর জন্য দেখা হয়!"😁😁

01/02/2025
With MD Ahad Sarker – I just got recognised as one of their top fans! 🎉
01/02/2025

With MD Ahad Sarker – I just got recognised as one of their top fans! 🎉

01/02/2025

゚ @@

28/01/2025

゚ #

27/01/2025

01/01/2025

নতুন বছর, নতুন সকাল,
নতুন আশায় ভরে উঠুক মনোরম কাল।
ভুলে যাই পুরনো দিনের ব্যথা আর বেদনা,
সামনে এগিয়ে যাই নতুন স্বপ্নের সোপানে।

জীবনের প্রতিটি মুহূর্ত হোক আনন্দে ভরা,
পরিবার-প্রিয়জনের ভালোবাসায় ভরে উঠুক ধরা।
কাজের মাঝে আসুক সাফল্যের বারতা,
মনের আকাশে জ্বলুক সুখের তারা।

নতুন বছর হোক প্রেরণার উৎস,
যেখানে প্রতিটি দিনই হবে বিজয়ের স্পন্দন।
সবার জীবনে বয়ে আসুক শান্তি, স্বাস্থ্য, আর সমৃদ্ধি।
শুভ নববর্ষ ২০২৫!

31/12/2024

"জীবন একটি উপহার, আর প্রতিটি নতুন বছর সেই উপহারের একটি নতুন অধ্যায়। আমাদের সকলের জীবন যেন সুখ এবং সাফল্যে ভরে ওঠে। ❤️❤️❤️❤️

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when ZIM's WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZIM's WORLD:

Share