13/03/2025
"আশিয়া, তুমি ক্ষমা করো..."🙏🙏🙏
তোমার স্বপ্ন, তোমার হাসি, তোমার জীবন—সবকিছু অকালে থেমে গেল নিষ্ঠুরতার হাতে। সমাজ তোমাকে রক্ষা করতে পারেনি, আইন তোমার ন্যায় নিশ্চিত করতে পারেনি😭😭😭। তবু তোমার কান্না বাতাসে গুঞ্জন তোলে, তোমার যন্ত্রণা আমাদের বিবেককে নাড়া দেয়।😭
এই অন্যায়ের শেষ কোথায়? কবে থামবে নারীদের প্রতি এই বর্বরতা? আমরা কি শুধু শোক জানিয়ে দায় এড়িয়ে যাব? নাকি সত্যিকার পরিবর্তনের জন্য লড়ব?
তোমার জন্য বিচার চাই, তোমার জন্য ন্যায় চাই। তোমার আত্মা শান্তি পাক।