Rakib Mahmud

Rakib Mahmud একজন সৎ সত্যবাদী প্রকৃত মানুষ!
একজন ভালোবাসা বিরোধী 💔
কম্পিউটার প্রকৌশলী

সবার জন্য ডাব সাবান, চকোলেট, লোশন, ক্রিম আছে 🥹
25/12/2025

সবার জন্য ডাব সাবান, চকোলেট, লোশন, ক্রিম আছে 🥹

একটা অদ্ভুত এবং মজার ঘটনা শেয়ার করি–'দুই বান্ধবী আসছে আমার চেম্বারে, দুজনেরই বয়স ২০ বা ২১ বছরের মধ্যে। ধরা যাক, একজনের ন...
07/11/2025

একটা অদ্ভুত এবং মজার ঘটনা শেয়ার করি–
'দুই বান্ধবী আসছে আমার চেম্বারে, দুজনেরই বয়স ২০ বা ২১ বছরের মধ্যে। ধরা যাক, একজনের নাম "X"
আরেক জনের নাম "Y"!
X হচ্ছে আমার রোগী। Y তাকে নিয়ে এসেছে। দুজনেই অ-বিবাহিতা।

তাদের সমস্যাট হল- "তল-পে/টে ব্য/থা, জ্ব''র জ্ব''র লাগে, মুখে রুচি নাই, শ''রী''র দু''র্ব''ল! মাথাও চক্কর দেয় মাঝে মাঝে।''

পি/রি''য়ডের হিস্ট্রি নিলাম। সে ঠিকমত বলতেই পারলো না।

যেহেতু অবিবাহিতা সেহেতু সরাসরি কিছু জিজ্ঞেস করাও অশোভন। একটা আল্ট্রাসাউন্ড আর একটা প্র/সা''ব পরীক্ষা দিলাম।

আল্ট্রাসাউন্ডে দেখি ৩ মাসের প্রে/গ''ন্যান্ট। অবাক হইনি। কারণ এটা আমাদের জন্য নতুন কিছু না। সব সনোলজিষ্টই এমন ঘটনা অহরহ ফেস করেন।

মেয়েটি যতটুকু নাটক করা দরকার, সব করল। কিভাবে কি হলো সে জানেই না!

এতেও অবাক হইনি। অনেকের তো আজকাল 'বাতাসেই' পে/টে বা/চ্চা চলে আসে! এ ঘটনাও আমরা জানি। এসব ক্ষেত্রে আমি একদম নিশ্চুপ থাকি। আমরা ডায়াগনোসিস বলে- ''আমি চুপ, যত বড় পূর্ণদৈর্ঘ‍্য বাংলা ছায়াছবিই হোক, আমি চুপ তো চুপ।''

যা-ই হোক, একটা অ-বিবাহিতা মেয়ে
প্রে/গ''ন্যান্ট এটা কিন্তু মূল বিষয় না।

মূল বিষয়ে আসি এবার -
''বাচ্চা যেভাবেই আসুক (বাতাসে, স্বপ্নে, আ''গুনে, অথবা পানিতে ভে/সে ভে/সে) যেহেতু মেয়েটি আনম্যারিড সেহেতু সে বা''চ্চা রাখবে না।

আমি যেহেতু টারমিনেশন করি না এবং এ রিলেটেড অ্যাডভাইসও দেই না সেজন্য আমি পেশেন্টকে ছেড়ে দিছি!

কিন্তু পেশেন্ট এম আর (বা/চ্চা ন/ষ্ট করার পদ্ধতি ) এখানেই করবে। রীতিমত হাতে পায়ে ধরাধরি। কান্না-কা/টি। -''ম্যাডাম কি হবে আমার? আমাকে দয়া করে বাচাঁন।''

পরে পেশেন্টকে বুঝিয়ে কাউন্টারে পাঠাইছি।

কাউন্টার আর আমার চেম্বার পাশাপাশি। উপরে খোলা। মাঝখানে থাইগ্লাস দিয়ে পার্টিশন করা। কথা বার্তা সব শোনা যায়।
যেহেতু কৃ/মি''নাল অ্যা/ব''র''শন, হসপিটাল কর্তৃপক্ষও মুখিয়ে থাকে। টাকার পরিমাণ নিয়ে দর কষা-কষি হচ্ছিলো।

টাকার পরিমাণ শুনে রোগীর বান্ধবী উ''ত্তে''জিত হয়ে উচ্চস্বরে বলে উঠল– "এখানে এত বেশি চান কেন? গতমাসে তো আমিও করাইছি মাত্র ৩০০০ টাকা দিয়ে!''

কি বুঝলেন? না বুঝলে জাতীয় ও''ষু''ধ নাপা খান!

© ডা.ফাহমিদা মাহবুবা

নিশ্চয়ই নারীর চ/ক্রা/ন্ত মহা" ভ/য়া/ন/ক (সুরা ইউসুফ :২৮)রাসুল (সা.)বলেন.......আমি আমার পরের পুরুষ দের জন্য নারীর চেয়ে বড় ...
23/10/2025

নিশ্চয়ই নারীর চ/ক্রা/ন্ত মহা" ভ/য়া/ন/ক (সুরা ইউসুফ :২৮)
রাসুল (সা.)বলেন.......
আমি আমার পরের পুরুষ দের জন্য নারীর চেয়ে বড় কোনো
ফি/ত/না রেখে যাচ্ছি না।🙂

[বুখারী:৫০৯৬)[মুসলিম :২৭৪০]

এই নেন আপনাদের নায়ক 🤗🐸
23/10/2025

এই নেন আপনাদের নায়ক 🤗🐸

23/10/2025

যে ছেলেগুলোকে এক সময় ক্যাম্পাসের মেয়েরা পাত্তা দিতো না৷ হঠাৎ করেই তারা স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে দেশের বাহিরে চলে যায়। তখন মেয়েগুলোর আফসোসের সীমা থাকেনা।

মেয়ে নিজ থেকে মেসেজ দেয়- "ভাইয়া আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার নীলপরী নীলাঞ্জনা?"
ভাইয়া তখন একটা পৈশাচিক আনন্দ নিয়ে রিপ্লাই দেয়- "তুই আবার কোন ক্ষেতের মূলা?"

বাঙালি ছেলেটা এরপর গবেষণা করতে গিয়ে কোন এক বিদেশিনীকে বিয়ে করে ফেলে। বিয়ের পরই তাদের প্রথম কাজ হলো ব্লগ করা। লাইভে এসে সে আর বিদেশিনী মিলে পুটি মাছের ঝোল রান্না করে। আর বিদেশিনী সেই ঝোল টেস্ট করতে গিয়ে আধো আধো বাংলা ভাষায় বলে "কুব মসা হইসে।" :)

আমি ব্য'র্থ, আমি ধ্বং'স, আমি জীবিত থাকতেও মৃ*ত.!🙃💔
23/10/2025

আমি ব্য'র্থ, আমি ধ্বং'স,
আমি জীবিত থাকতেও মৃ*ত.!🙃💔

Mention your gold🎀 ❤️🫶🤗
21/10/2025

Mention your gold🎀 ❤️🫶🤗

ধৈর্য ধরতে ধরতে মৃ*ত্যুকে দেখতে পাচ্ছি, তাহলে কি শেষ পর্যন্ত এটাই সুদিন.?💔🥺
21/10/2025

ধৈর্য ধরতে ধরতে মৃ*ত্যুকে দেখতে পাচ্ছি, তাহলে কি শেষ পর্যন্ত এটাই সুদিন.?💔🥺

এরাই ভবিষ্যৎ প্রজন্মের কুলাঙ্গার সন্তান
21/10/2025

এরাই ভবিষ্যৎ প্রজন্মের কুলাঙ্গার সন্তান

এমন একটা সময়ে এসে দাড়িয়েছি, কি করলাম? কেন করলাম? সামনে কি হবে? কিছুই বুঝতেছি না!😔💔
21/10/2025

এমন একটা সময়ে এসে দাড়িয়েছি, কি করলাম? কেন করলাম? সামনে কি হবে? কিছুই বুঝতেছি না!😔💔

১১ জন ফুটবল খেলেও বাংলাদেশের অবস্থান ১৮৪ তম অথচ তারা দুজনে খেলে বাংলাদেশকে ৮ নাম্বার অবস্থানে নিয়ে গিয়েছিল, কিন্তু আজ কট...
20/10/2025

১১ জন ফুটবল খেলেও বাংলাদেশের অবস্থান ১৮৪ তম অথচ তারা দুজনে খেলে বাংলাদেশকে ৮ নাম্বার অবস্থানে নিয়ে গিয়েছিল, কিন্তু আজ কট! আর একজন রেমিট্যান্স যোদ্ধা হারালো বাংলাদেশ! 🤐😒

Address

Puran Bogra
BOGURA5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Mahmud:

Share