20/10/2025
এই মানুষগুলো অনেক ঢং করতে জানে, অনেক অভিনয় করতে জানে, অনেক নাটক করতে জানে,কারণটা কি জানেন? কারণ এই মানুষগুলা বাবার জাত। সন্তান আর পরিবারের খুশির জন্য এই মানুষদের এত এত অভিনয় করতে হয়, নাটক করতে হয়। এই চাচাকে দেখুন, চশমা বিক্রি করার জন্য কিরকম ঢং ধরতে হয়েছে। এটা কিন্তু চাচার ব্যবসায়িক একটা কৌশল। পুরুষ মানুষ পরিবারের জন্য, সন্তানদের জন্য, কতভাবে টাকা উপার্জন করে। এই চাচা তার প্রমাণ। চাচা সহ পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক।
(নিজের কথা)