17/07/2025
শাজাহানপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ও শিশুসন্তানকে উদ্ধার, পাঠানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।
— বগুড়া প্রতিদিন
🗓️ ১৭ জুলাই ২০২৫ইং
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জালশুকা বাজার এলাকা থেকে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ও তার শিশুপুত্রকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ১৬ জুলাই ২০২৫ ইং তারিখ, রাত আনুমানিক ১০টার দিকে।
জানা যায়, শাজাহানপুর থানাধীন ৭নং খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা বাজার এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারী শিশুসন্তানসহ ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের নজরে আসলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। এরপর শাজাহানপুর থানার নারী ও শিশু ডেস্কের ইনচার্জ এসআই নুরুল, মোবাইল-১২ ডিউটি পার্টির সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও তার শিশুসন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
উদ্ধারকৃত নারীর নাম মোছাঃ কল্পনা খাতুন (২০)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বেলতৈল গ্রামের মৃত মজিবুর রহমান ও মুসলিমা বেগমের কন্যা। জানা গেছে, কল্পনা খাতুন একজন এতিম ও বুদ্ধিপ্রতিবন্ধী। তার স্বামী, পিতা ও মাতা সবাই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে তার একমাত্র শিশুপুত্র মোঃ ছামী, যার বয়স ১ বছর ১ মাস।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় কল্পনা খাতুন বারবার ভিন্ন ভিন্ন তথ্য দেন। স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করা হলেও কেউ তাকে চিনতে পারেননি। পরে বিষয়টি সমাজসেবা অধিদপ্তর শাজাহানপুর, বগুড়ার সাথে আলোচনা করে মা ও ছেলেকে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হয়। তাদের দুজনকে ঠেঙ্গামারায় অবস্থিত টিএমএসএস রিলেজিয়ান্সে কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কল্পনা খাতুনের বিবরণ:
* নাম: মোছাঃ কল্পনা খাতুন
* বয়স: আনুমানিক ২০ বছর
* পিতা: মৃত মজিবুর রহমান
* মাতা: মুসলিমা বেগম
* ঠিকানা: বেলতৈল, থানা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইল
* উচ্চতা: আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি
* গায়ের রং: ফর্সা
* গড়ন: হালকা-পাতলা
* পরনে জামা-পায়জামা, মাথায় কালো চুল
শিশুর বিবরণ:
* নাম: মোঃ ছামী
* বয়স: ১ বছর ১ মাস
* গায়ের রং: শ্যামবর্ণ
* মাথার চুল: কালো
আপনারা কেউ যদি এই নারী ও শিশুটিকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ অথবা সমাজসেবা অধিদপ্তর, শাজাহানপুর, বগুড়ার সাথে যোগাযোগ করুন।