S K Sagor Mirza

S K Sagor Mirza What'app ☎️ 01326950117
(14)

আমি সত্যের পথপ্রদর্শক নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকার নিয়ে "বগুড়া প্রতিদিন"—জনগণের আস্থার প্রতীক হিসাবে কাজ করে যাচ্ছি !

জনস্বার্থে যোগাযোগ করুন
..S.K.Sagor Mirza..

18/07/2025

🔴 Live বগুড়া থেকে সরাসরি -

বগুড়া জেলা বিএনপির আয়োজিত মৌন মিছিল অনুষ্ঠিত।

18/07/2025

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে -১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ডাটা ফ্রি!
18/07/2025

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে -
১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ডাটা ফ্রি!

18/07/2025
17/07/2025

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিল।
১৭ জুলাই ২০২৫ ইং

#বগুড়াপ্রতিদিন #নির্বাচন২০২৫

জিডি মূলে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন শাজাহানপুর থানার এ এস আই/মো: শামসুজ্জামান।
17/07/2025

জিডি মূলে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন শাজাহানপুর থানার এ এস আই/মো: শামসুজ্জামান।

শাজাহানপুরে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মানবতার হাত বাড়ালেন বিএনপি নেতা শাহীন!— বগুড়া প্রতিদিন🗓️ ১৭ জুলাই ২০২৫ইংশাজাহ...
17/07/2025

শাজাহানপুরে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মানবতার হাত বাড়ালেন বিএনপি নেতা শাহীন!

— বগুড়া প্রতিদিন
🗓️ ১৭ জুলাই ২০২৫ইং
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে ক্যান্সারে আক্রান্ত এক অসহায় শিশুর খোঁজ নিতে ছুটে গেলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তিনি পাঁচ বছর বয়সী শাফায়াত হোসেনের গ্রামের বাড়িতে যান।

তবে গিয়ে জানতে পারেন, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার টঙ্গীর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শাফায়াতের বাবা মামুনুর রশিদ একজন হতদরিদ্র ব্যক্তি। পরিবারের ব্যয়ভার বহন করা তার পক্ষে এখন অসম্ভব হয়ে পড়েছে। শিশুটির দাদা আব্দুল কাদের একজন মাদ্রাসার নাইটগার্ড হিসেবে ডুমুরপুকুর এলাকায় কর্মরত।

শাফায়াতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার সময় এনামুল হক শাহীন বলেন, "একজন শিশু যখন জীবনের সঙ্গে লড়ছে, তখন রাজনীতি নয়—প্রয়োজন মানবতা। আমরা তার পাশে আছি এবং থাকবো। দলমত ভুলে, এই শিশুর সুস্থতা কামনা করি।"

এই মানবিক সফরে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, মাঝিয়ার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার মোশাররফ হোসেন, উপজেলা সমবায় সমিতির সভাপতি মোঃ আবু বক্কর রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান,"রাজনীতি যদি মানবিক হয়, তখনই তা জনগণের কল্যাণে আসে। এমন সহানুভূতিশীলতা সমাজে বিরল।"
তারা শিশুটির চিকিৎসার জন্য আরও অর্থ সহায়তা ও সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এই মানবিক কর্মকাণ্ডে এলাকায় প্রশংসার জোয়ার বইছে। অনেকেই বলছেন, রাজনীতি শুধু বক্তব্য আর ব্যানারে সীমাবদ্ধ থাকলে চলে না—প্রয়োজন এমন বাস্তব সহমর্মিতার।

17/07/2025

শাজাহানপুরে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ফাইমের মরদেহ উদ্ধার: শোকাহত পরিবারের পাশে বিএনপি নেতা শাহীন!

— বগুড়া প্রতিদিন
🗓️ ১৭ জুলাই ২০২৫ইং
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু মো. ফাইম বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত সোমবার (১৫ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে শিশু ফাইম বাবু তার এক প্রতিবেশী শিশুর সঙ্গে গ্রামের একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। খেলার এক পর্যায়ে সে পা পিছলে একটি খোলা ড্রেনের পাইপে পড়ে গিয়ে মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়।

পরিবার ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দলকে ডাকা হয়। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টার পর রাত ৯টার দিকে ফাইমের নিথর দেহ ড্রেনের পাইপ থেকে উদ্ধার করা হয়।

শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে ছুটে যান বিএনপি নেতা এনামুল হক শাহীন। তিনি পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। শিশুটির প্রাণহানি যেন আমাদের ভবিষ্যতে সচেতন করে, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সেই উদ্যোগ নিতে হবে প্রশাসনকে।"

এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শাজাহানপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ও শিশুসন্তানকে উদ্ধার, পাঠানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।— বগুড়া প্রতিদিন🗓️ ১৭ জুলাই ২০২৫ই...
17/07/2025

শাজাহানপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ও শিশুসন্তানকে উদ্ধার, পাঠানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।

— বগুড়া প্রতিদিন
🗓️ ১৭ জুলাই ২০২৫ইং

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জালশুকা বাজার এলাকা থেকে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ও তার শিশুপুত্রকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ১৬ জুলাই ২০২৫ ইং তারিখ, রাত আনুমানিক ১০টার দিকে।

জানা যায়, শাজাহানপুর থানাধীন ৭নং খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা বাজার এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারী শিশুসন্তানসহ ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের নজরে আসলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। এরপর শাজাহানপুর থানার নারী ও শিশু ডেস্কের ইনচার্জ এসআই নুরুল, মোবাইল-১২ ডিউটি পার্টির সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও তার শিশুসন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উদ্ধারকৃত নারীর নাম মোছাঃ কল্পনা খাতুন (২০)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বেলতৈল গ্রামের মৃত মজিবুর রহমান ও মুসলিমা বেগমের কন্যা। জানা গেছে, কল্পনা খাতুন একজন এতিম ও বুদ্ধিপ্রতিবন্ধী। তার স্বামী, পিতা ও মাতা সবাই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে তার একমাত্র শিশুপুত্র মোঃ ছামী, যার বয়স ১ বছর ১ মাস।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় কল্পনা খাতুন বারবার ভিন্ন ভিন্ন তথ্য দেন। স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করা হলেও কেউ তাকে চিনতে পারেননি। পরে বিষয়টি সমাজসেবা অধিদপ্তর শাজাহানপুর, বগুড়ার সাথে আলোচনা করে মা ও ছেলেকে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হয়। তাদের দুজনকে ঠেঙ্গামারায় অবস্থিত টিএমএসএস রিলেজিয়ান্সে কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কল্পনা খাতুনের বিবরণ:

* নাম: মোছাঃ কল্পনা খাতুন
* বয়স: আনুমানিক ২০ বছর
* পিতা: মৃত মজিবুর রহমান
* মাতা: মুসলিমা বেগম
* ঠিকানা: বেলতৈল, থানা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইল
* উচ্চতা: আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি
* গায়ের রং: ফর্সা
* গড়ন: হালকা-পাতলা
* পরনে জামা-পায়জামা, মাথায় কালো চুল

শিশুর বিবরণ:

* নাম: মোঃ ছামী
* বয়স: ১ বছর ১ মাস
* গায়ের রং: শ্যামবর্ণ
* মাথার চুল: কালো

আপনারা কেউ যদি এই নারী ও শিশুটিকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ অথবা সমাজসেবা অধিদপ্তর, শাজাহানপুর, বগুড়ার সাথে যোগাযোগ করুন।

গণহত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে — গোলাম রব্বানী!— বগুড়া প্রতিদিন🗓️ ১৭ জুলাই ২০২৫ইংশাজাহানপুর (বগুড়া) প্রতিনি...
17/07/2025

গণহত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে — গোলাম রব্বানী!

— বগুড়া প্রতিদিন
🗓️ ১৭ জুলাই ২০২৫ইং
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, “জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে।”

তিনি বলেন, “গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রব্বানী আরও বলেন, “এ দেশে যেন আর কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে, সে জন্য আগামী জাতীয় নির্বাচন ‘পিআরপি পদ্ধতিতে’ অনুষ্ঠিত হতে হবে। প্রবাসীদের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের পূর্বে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মোমিন, ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মো. কাওছার আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মো. আনোয়ারুজ্জামান আনোয়ার, তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, কর্মপরিষদ সদস্য অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা মো. আব্দুর রউফ খাঁন, আব্দুল মান্নান, ও মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার প্রমুখ।

17/07/2025

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা।
..বিস্তারিত কমেন্টে...

17/07/2025

বগুড়ায় জোড়া খুনের ঘটনায় আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার || Bogura Protidin News

#বগুড়াপ্রতিদিন

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when S K Sagor Mirza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share