Bangla Gopper Thek

Bangla Gopper Thek Feel The New Generation Bangla Self-help, Motivational, Business Premium Quality Audiobooks Audifeel The VOICE OF ENLIGHTENMENT.

Feel The New Generation Bangla Self-help, Motivational, Business Premium Quality Audiobooks. Bangla Pdf and Animated Bangla Book Summary Only On Bangla Gopper Thek . Thank You by Team Bangla Gopper Thek

ভারতের মাত্র সামান্য জায়গায় বন্যা আর বাংলাদেশের কি অবস্থাকুমিল্লার গোমতি বর্তমান এক্সট্রিম ফেনী চট্রগ্রাম তো আগে থেকেই...
22/08/2024

ভারতের মাত্র সামান্য জায়গায় বন্যা আর বাংলাদেশের কি অবস্থা
কুমিল্লার গোমতি বর্তমান এক্সট্রিম
ফেনী চট্রগ্রাম তো আগে থেকেই এক্সট্রিম

দান করে কখনোই প্রকাশ করতে নেই। দান গোপন ইবাদত। তবে পোস্ট করলাম এই কারণে, আস সুন্নাহ্ ফাউন্ডেশনে আপনি চাইলেই খুব সহজে আপন...
22/08/2024

দান করে কখনোই প্রকাশ করতে নেই। দান গোপন ইবাদত।
তবে পোস্ট করলাম এই কারণে,
আস সুন্নাহ্ ফাউন্ডেশনে আপনি চাইলেই খুব সহজে আপনার যা সামর্থ্য(১০ টাকা থেকে শুরু), বন্যার্ত মানুষ দের দান করতে পারবেন।এটা হয়ত অনেকেই জানে না।তারা হয়ত তাদের সামর্থ্য অনুযায়ী অল্প কিছু টাকা হলেও এখানে দান করতে চান কিন্তু তারা ওয়ে জানে না।এখানে নাম্বার সহ উল্লেখ করা আছে!
আমিও আমার সামর্থ্য অনুযায়ী খুব সহজে বিকাশের মাধ্যমে অল্প কিছু টাকা দান করেছি।আপনিও করতে পারেন, কত টাকা কত ভাবে নষ্ট হয়। পরম করুণাময় মহা পরাক্রমশালী আল্লাহ্ তায়ালা হয়ত আপনার এই দানের উত্তম প্রতিদান দেবেন যেটা আপনি কল্পনাও করেন নি।১০ টাকা হলেও দিয়ে প্রয়োজনে পাশে থাকুন অসহায় বন্যার্ত মানুষদের

21/08/2024

হ ওই সেভেন সিস্টার আমাদের লাগবই।সবচেয়ে সুন্দর জায়গা গুলোতে ট্যুর দিতে পারব।সিলেট যাইয়া যখন জাফলং থাইকা মেঘালয় দেখি বুক টা ফাইড্ডা যায়, তহন মুঞ্চায় লাগা ১০ ট্রাক!🤣🤣

ইন্ডিয়া নিজের প্যারা সামলায়াই কুল পাচ্ছে না!অনেকে ইন্ডিয়ার র দিয়া ভয় দেখে!মজার ব্যপার দেখলাম কেনিয়াতেও ধর্মঘটের ডা...
13/08/2024

ইন্ডিয়া নিজের প্যারা সামলায়াই কুল পাচ্ছে না!
অনেকে ইন্ডিয়ার র দিয়া ভয় দেখে!
মজার ব্যপার দেখলাম কেনিয়াতেও ধর্মঘটের ডাকে বলা হয়েছে,কেনিয়া সরকার জেকেআইএ বিমানবন্দরকে বেআইনিভাবে বেচে দিতে চাইছে।
ভারতে এবার মোদীর পতনের পালা! ভারত সারা পৃথিবীতে স্বৈরচার সাপোর্ট দিতে দিতে জনগণের শত্রু তে পরিণত হয়েছে!
https://www.dhakapost.com/author/deutsche-welle?sfnsn=mo

06/08/2024

কালকে রাতের গুজবের পর বুঝতে পারলাম, আওয়ামীলীগ সরকার গুজব ছড়িয়ে জনগণ কে ভয় দেখিয়ে রাখত!আবার অন্য দিকে সব রকমের ইস্যু পরিবর্তন করত যেকোন সময়!

05/08/2024

দেশের এই ক্রান্তি লগ্নে হিন্দু ভাইদের প্রতি অনুরোধ আপনারা সত্য কথা তুলে ধরুন।এমনি রিউমার ছড়িয়ে কেন নিজেদের বিপদ টেনে আনছেন।দেশে সাধারণ হিন্দুদের উপর কোন আক্রমণ করা হয়নি।সত্য টা তুলে ধরুন প্লীজ।বলীর পাঠা হইয়েন না,নিজেদের ভুলে।আমি যেমন কোন সম্প্রদায়ের মানুষকেই আলাদা করে দেখিনা।আমরা সবাই বাংলাদেশী। সম্প্রীতির দেশ বাংলাদেশ এখানে গুজব এ কান দেবেন না প্লীজ!

05/08/2024

গুজব কারীদের সবাই রিপোর্ট মারেন এরাই আসল র এর এজেন্ট। র কখনও মাঠে গোলাগুলি করে না তারা এভাবে গুজব ছড়িয়ে দাঙ্গা লাগায়

05/08/2024

প্লিজ! আর গুজব ছড়াবেন না, এবার থামুন--

১. সাভারে যাদের নিয়ে কথা হচ্ছে এরা সব পুলিশই ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের সাথে এপিবিএন পুলিশের বিশেষ ইউনিট মাঠে ছিলো। মানুষজন এদেরকেই বাইরের বাহিনী ভেবে উত্তেজিত হয়ে আছে। হাসিনার পালানোর পরে প্রাথমিকভাবে সবাই আত্মসমর্পণ করে এবং সব কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু অতি উৎসাহী জনতা গত কয়েক দিনের গুলাগুলি ও তাদের কর্মকান্ডের কারণে ঘেরাও করে রাখে। এদিকে পুলিশ নিজেদের জীবন বাঁচাতে ও নিরাপদ জায়গায় যেতে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এবং পরে সেনাবাহিনী এসে পুলিশকে উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়।

২. র এর গল্প কাহিনী কিচ্ছু সঠিক নয়। পুলিশ আজকে দুপুরের পর থেকে নিজেদের জীবন বাচাতেই গুলি ছুড়েছে। এটা হইছে আতঙ্ক থেকে বিভিন্ন জায়গায় থানা আক্রমণ এর কথা শুনে এমনিতেই পুলিশের মনোবল দূর্বল ছিল। সেজন্যই এ অবস্থা।

05/08/2024

গুজব ছড়াবেন না।সেনাবাহিনী দেশে শান্তির জন্য কাজ করছে তাদের সহযোগিতা করুন।আটকে পড়া পুলিশ উদ্ধার।তাদের যেন আক্রমণ না হয় e জন্য ফাঁকা ফায়ার।আর দুষ্কৃতী কারীদের উপর সেনাবাহিনী একশনে আছে!লুট বন্ধ করছে আর আপনারা গুজবে সয়লাব করছেন।এই যে এত লাশ এত মৃত্যু কোন মিডিয়া এখনও দেখালো না। ফেসবুকে দেখি যুদ্ধ হচ্ছে ।গুজব থেকে সাবধানে থাকুন।ভারতে এই গুজবে কিন্তু ডাঙ্গা লেগে গিয়েছিল।২০০০ সাধারণ মানুষ মারা গিয়েছিল

05/08/2024

বগুড়ার দায়িত্বে আছেন: ক্যাপ্টেন মাসনুর
মোবাইল: 0176911259
মন্দির, মসজিদ, গির্জা যেখানেই হামলা উপরের নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

হাটহাজারীর কালিবাড়ি রক্ষা করছেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। পুরো দেশ এভাবে  এগিয়ে আসুন।
05/08/2024

হাটহাজারীর কালিবাড়ি রক্ষা করছেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। পুরো দেশ এভাবে এগিয়ে আসুন।

05/08/2024

দয়া করে কেউ কারো বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আসবাবপত্র ক্ষতি করবেন না, কারণ এটা জুলুম আর জুলুমকারীকে আল্লাহ কখনো ক্ষমা করেন না,আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা রক্ষা আমাদেরই করতে হবে।

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Gopper Thek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share