বগুড়ার দর্পণ

বগুড়ার দর্পণ সত্যের সন্ধানে অবিচল....

20/03/2025
29/09/2024

তাহসানের ওয়াইফ থাকা অবস্থায় মিথিলা ক্যারিয়ারের জন্য প*র*কী*য়া করে তাহসানকে ছেড়ে যায়!'অথচ ক্যারিয়ার তো হলোই না,কিছু বদনাম রটালো নিজের নাম খারাপ করলো!'
আর সেই তাহসান কোথায় পৌঁছে গেছে,কোটি ভক্তের প্রান!'তাহসানের ধারে কাছেও এখন মিথিলা নেই!' একেই ব'লে দু*শ্চ*রিত্র মানুষ কখনো সুখী হতে পারে না!'????💔💔💔🙂

বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আবেগের জায়গা, আমাদের গৌরবের জায়গা, আমাদের সম্মানের জায়গা, অভিযানে শহীদ জাতীয় বীর চৌকস সেনা অফ...
24/09/2024

বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আবেগের জায়গা, আমাদের গৌরবের জায়গা, আমাদের সম্মানের জায়গা, অভিযানে শহীদ জাতীয় বীর চৌকস সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সারওয়ারকে আল্লাহ জান্নাতের উচ্চ স্থানে অধিষ্ঠিত করুন।

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?  তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।তোমার ...
22/09/2024

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?
তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।

তোমার বৌ'মা বলছিল তোমার বয়স হয়েছে। এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি! তোমার কাশিটাও বেড়ে গেছে। আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা..... আরো কতো কি!"

হ্যাঁ রে, মনে হয় আর বেশিদিন....!
আহ্ থামো তো মা। তোমার সব সময় দেখা শোনার জন্য কাউকে রাখতে হবে।
আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে...।
না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌ'মা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌ'মা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল।
আচ্ছা তুই চাইলে তাই হবে।
থ্যাংকস মা......।
আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।
পরের দিন, অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে। নীরবতা ভাঙলেন মা.......!
বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে।
--- মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো।
কিছুক্ষন পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নিরব থেকে এবার ছেলে বলে উঠলো।

-নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতালার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি।

টিং ডং টিং ডং (দরজা খুললো)
- হ্যাপি বার্থ ডে টু ইউ ! হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! !

দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌ'মা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি। এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে।ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।

হ্যাপি বার্থ ডে মা।
--- তুই অনেক বড় হয়ে গেছিস (মা কান্না ভেজা কন্ঠে)। কিন্তু, এটা কার ঘর?

--- বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।

--- তুই না ! এমন কি কেউ করে? (কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)

আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।

--- নে এটার আর দরকার হবে না। (ইঁদুর বিষ)
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।

--- ধুর মা কি যে বলো ! এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।

মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ঔষুধ খেতে হবে না।

প্রত্যেক সন্তানই যেন মা-বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা-বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।tou❤️

সংগৃহিত....

বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে।এটাই শেষ যাত্রা আর কখনোই হয়তো আসা হবে না। ২০ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ...
21/09/2024

বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে।
এটাই শেষ যাত্রা আর কখনোই হয়তো আসা হবে না। ২০ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য জার্মানিতে পারি জমিয়ে ছিলাম। ১৫ বছর আগে। ঢাকায় দুটি ফ্ল্যাট কিনেছিলাম আমার নিজের টাকায়। একটা আমার মায়ের নামে আরেকটা আমার স্ত্রীর নামে। আমার মা আবার ফ্ল্যাট আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। দেশে আসার পর আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নেই তাকে আমার টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি সে এখন ভালো জব করছে। আর আমার স্ত্রী আমার কেনা টাকা দিয়ে ফ্ল্যাটে আমাকে ঢুকতে দেয়নি আমাকে নিষিদ্ধ করেছে। সে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে।

ঠিক বিনা কারণে বলা যাবেনা সে অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। বাংলাদেশের ২০ দিনের মতো হোটেলে ছিলাম।আর আপন মানুষের প্রতারণা গুলো মুখ বুজে সহ্য করলাম। টাকার কাছে সবকিছু অসহায়। নিজের রক্তের বেইমানি তারপর আপন স্ত্রী বেইমানি সবকিছু আমাকে বিপর্যস্ত করে ফেলেছে। Mentally ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে।Disruptive behaviour and dissocial disorders...!

যে মানুষগুলোর জন্য জীবনে এতগুলো বছর নষ্ট করলাম বিদেশে থেকে এত কিছু করলাম সেই মানুষগুলো আমাকে টিস্যু পেপারের মত ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে।।।

এমনটাই হওয়ার ছিল এটাই হয়তো ভাগ্যের লেখা।।।
আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কিছু শিখেছি-তারমানে এই না আমি শেষ হয়ে গেছি আমি নিঃস্ব হয়ে গিয়েছি।

এরকম ফ্ল্যাট আরো দশটা কেনার ক্ষমতা সৃষ্টি কর্তা আমাকে দিয়েছে কিন্তু কোন লোভ দেয়নি কোন অহংকার দেইনি।

কারো প্রতি কোনো অভিযোগ নেই কোথাও কোন বিচার দিব না বিচার এক জায়গায় দিয়ে রেখেছি তিনি নিশ্চয়ই সবকিছুর ঊর্ধ্বে নিরপেক্ষ বিচারক।।।

-পোষ্টি সংগৃহীত :-

বগুড়া জেলা পুলিশ সুপারের দায়িত্ব পেলেন জেদান আল মুসা। বগুড়া বাসীর পক্ষ থেকে উনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই৷৷  ইনশাআল...
03/09/2024

বগুড়া জেলা পুলিশ সুপারের দায়িত্ব পেলেন জেদান আল মুসা। বগুড়া বাসীর পক্ষ থেকে উনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই৷৷ ইনশাআল্লাহ উনি ভালো কিছু উপহার দিবেন বগুড়া বাসিকে। ♥️♥️♥️♥️♥️

17/08/2024

পালাতে পারেনি আওয়ামী লীগের অনেক নেতা, আছেন সেনা হেফাজতে

আশিক ইকবাল নবাগত ইনচার্জ, স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি, বগুড়া।অত্র এলাকায় বসবাসকারী, রাজনীতিবিদ, ব্যবসায়ীমহল,  আলেম-ওলামাগ...
25/06/2024

আশিক ইকবাল
নবাগত ইনচার্জ, স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি, বগুড়া।
অত্র এলাকায় বসবাসকারী, রাজনীতিবিদ, ব্যবসায়ীমহল, আলেম-ওলামাগণ ও যুব সমাজের কাছে সার্বিক সহযোগিতার আশা ও দোয়া, কামনা করেন, নবাগত ফাঁড়ি ইনচার্জ।

অভিনন্দন ও শুভেচ্ছা রইল,,,,,, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কৃতি সন্তান মোঃ জাকির হাসান ভাইনবনিযুক্ত পুলিশ সুপার, বগুড়া।
23/06/2024

অভিনন্দন ও শুভেচ্ছা রইল,,,,,,
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কৃতি সন্তান মোঃ জাকির হাসান ভাই
নবনিযুক্ত পুলিশ সুপার, বগুড়া।

Address

Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when বগুড়ার দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share