বগুড়ার দর্পণ

বগুড়ার দর্পণ সত্যের সন্ধানে অবিচল....

গাধা জানে না সে কী টানছে, আর উট ও জানে না সে কোথায় যাচ্ছে। আজকের বাংলাদেশের  অবস্থা এরকম
26/07/2025

গাধা জানে না সে কী টানছে, আর উট ও জানে না সে কোথায় যাচ্ছে। আজকের বাংলাদেশের অবস্থা এরকম

21/07/2025

Pray for milestone, Pray for Bangladesh.🤲

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা পজিটিভ রোগী ভর্তিবগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাস...
16/06/2025

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা পজিটিভ রোগী ভর্তি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো করোনা পজিটিভ একজন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীর নাম মোছাঃ শেফালী (৫০), স্বামী: মোঃ আজগর। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মহিপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী মোছাঃ শেফালী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন এবং পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখযোগ্য যে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এটিই প্রথম কোনো করোনা পজিটিভ রোগী ভর্তি হওয়ার ঘটনা, যা স্বাস্থ্য বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

29/05/2025

একবিংশ শতাব্দীর সেরা স্পিচ।

এযাত্রায় ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে জিতে গেলে শুধু বুরকিনা ফাসো নয় পুরো আফ্রিকা জিতে যাবে।

পৃথিবীর মোট প্লাটিনামের ৯০%, হিরার ৬৫% আর সোনার ৩০%, কোবাল্টের ৭০% শুধু আফ্রিকাতেই পাওয়া যায় অথচ আফ্রিকার ৬১% মানুষ ২ বেলা খেতে পায় না। এরচেয়ে নিষ্ঠুর নিয়তি আর কী হতে পারে!

সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মালি, বুরকিনা ফাসো, নাইজার শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারলে একদিন আফ্রিকার অন্য দেশগুলোও এই আন্দোলনে যুক্ত হবে। আফ্রিকার সম্পদের অধিকার এমহাদেশের মানুষ পেলে ফ্রান্সের মত লুটেরারা না খেয়ে মরবে, সেদিনের অপেক্ষায় থাকলাম।

ক্যাপ্টেন ট্রাওরের জন্য মন থেকে দোয়া।

27/05/2025

বগুড়ার ধুনটে ফেসবুক লাইভে এসে যুবকের আত্ম হ ত্যা

23/05/2025

বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে ২১৪৭২ জন ভোটারের মধ্যে ১৬৮৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন
প্রায় ৭৯% ভোটার

ভোটারদের ভোট চাই ও সকলের দোয়া চাই।
21/05/2025

ভোটারদের ভোট চাই ও সকলের দোয়া চাই।

কেমন????
21/05/2025

কেমন????

20/05/2025

বগুড়া জেলা বাস মিনি বাস ও কোচ মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি স্থগিত করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশন

20/05/2025

ইট ভাটার কেমিক্যাল দ্বারা ২০ বিঘা জমির ধান নষ্ট বালুয়াহাট সোনাতলা বগুড়া

20/05/2025

মানবতা এখনও বেঁচে আছে..!🫡💗

29/09/2024

তাহসানের ওয়াইফ থাকা অবস্থায় মিথিলা ক্যারিয়ারের জন্য প*র*কী*য়া করে তাহসানকে ছেড়ে যায়!'অথচ ক্যারিয়ার তো হলোই না,কিছু বদনাম রটালো নিজের নাম খারাপ করলো!'
আর সেই তাহসান কোথায় পৌঁছে গেছে,কোটি ভক্তের প্রান!'তাহসানের ধারে কাছেও এখন মিথিলা নেই!' একেই ব'লে দু*শ্চ*রিত্র মানুষ কখনো সুখী হতে পারে না!'????💔💔💔🙂

Address

Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when বগুড়ার দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share