22/09/2025
আওয়ামীলীগের নেতা, কর্মী এবং বুদ্ধিজীবিদের প্রতি:
১। শেখ হাসিনার ৫ টি ভালো কাজের উদাহরণ দেন।
২। ৫ টি মন্দ বা খারাপ কাজের উদাহরন দেন। ( যদি শেখ হাসিনা ফিরিস্তা না হয়ে থাকে। মানুষ মাত্রই ভুল আছে। যার ভুল নেই সে ফিরিস্তা।)
৩। খালেদা জিয়ার ৫ টি ভালো কাজের উদাহরণ দেন। (একজন মানুষ অবশ্যই ১০০ ভুল নয়। সেজন্যই বিএনপি বা খালেদা জিয়ার কিছু সমর্থক আছে।)
৪। খালেদা জিয়ার ৫ টি খারাপ কাজের উদাহরণ দেন।
৫। ১/১১ এর সরকার কতটা সঠিক ছিলো? যদি ১০০ ভাগ সঠিক ছিলো; তবে হাসিনার উপর যে ১৫ বা ২৬টি মামলা করেছিলো শুধু সেগুলো কি ভুল ছিলো? (যদি মামলাগুলো ভুল বা মিথ্যা ছিলো; তবে মামলাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলার জন্য কেন পদক্ষেপ নেয়নি? নাকি খালেদা জিয়ার বা তারেক জিয়ার উপর করা মামলাগুলোই শুধু সঠিক ছিলো?( কিন্তু একটিও তো প্রমাণিত হলোনা। প্রশ্ন থাকে আদালতের উপর প্রভাব খাঁটিয়ে রায় দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি সমর্থকরা তো উল্টোটা বলছে: হাসিনা আদালতের উপর প্রভাব খাটিয়ে নিজের সবগুলো মামলা বন্ধ করে খালেদা জিয়ার মামলাগুলোতে প্রতিহিংসা মুলক রায় করিয়েছিলো।)
৬। কখনও যদি হাসিনা বিরোধী কেউ দেশের ক্ষমতায় আছে; সে বা তারা যদি হাসিনার সকল আইন ব্যবহার করে এবং হাসিনার সংবিধান মেনে হাসিনা স্টাইলে দেশ চালায় (যেমন: ডিজিটাল নিরাপত্তা আইন, বিরোধী দল দমন, গুম, খুন এবং মামলা, আয়না ঘর, বাক স্বাধীনতা হরণ, হাসিনা স্টাইলে নির্বাচন এবং ১ টাকার উন্নয়ন করে ১০ টাকা পাচার বা লুট করে! অর্থাৎ হাসিনাকে কপি করা) সেক্ষেত্রে হাসিনা সমর্থকদের কি কোন আপত্তি থাকবে?
৭। হাসিনা বা শেখ পরিবারের বিরুদ্ধে কথা না বলার আইন থাকলেও কখনও কখনও ছার পাওয়া যেতো। কিন্তু কেউ ভারত বা মোদীর বিরুদ্ধে বললে তার জীবনে সর্বনাশ নেমে আসতো। একই ভাবে যদি হাসিনা বিরোধী সরকার আইনটির প্রয়োগ করে এবং সেই সরকারকে একতরফা সহযোগীতা প্রদানকারী কোন দেশ বা দেশের প্রধানমন্ত্রীর জন্য বিরুদ্ধ মত দমন করে তা কতটা যুক্তিসংগত হবে?
৮। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যদি সকাল বেলা ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত হাসিনা, জয়, রেহানা, টিউলিপ সহ শেখ মুজিব বন্দনা করে তবে কি ঠিক হবে?(যেমনটি হাসিনা করতো!)
৯। হাসিনা বিগত ১৬ বছর দমন, আর্থিক প্রলোভন এবং ক্ষমতার লোভ দেখিয়ে বিএনপিকে ভাংতে পারেনি বা বিএনপির ক্ষতি করতে পারেনি (বিএনপির মুল নেতা পলাতক থাকার পরেও)। কিন্ত আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলছি; আমি মাত্