Make Money Eazy

Make Money Eazy Live in Dubai

ডাকসু কেলেংকারী।
26/09/2025

ডাকসু কেলেংকারী।

নীলক্ষেতে দায়সারাভাবে ছাপা হয়েছে ডাকসুর ব্যালট পেপার! ...........................About Bangladesh Pratidin-বা...

যে দলের ১% সমর্থন নাই। কোন আসনে জামানত রক্ষা করতে পারেনা; তাদের সমালোচনা করা মানে তাদেরকে হাইলাইট করা। চর্মনাইকে হাইলাইট...
23/09/2025

যে দলের ১% সমর্থন নাই। কোন আসনে জামানত রক্ষা করতে পারেনা; তাদের সমালোচনা করা মানে তাদেরকে হাইলাইট করা। চর্মনাইকে হাইলাইট করার চেয়ে ভারতের টয়লেট ব্যাবস্থা নিয়ে আলোচনা করা ভালো।

ইসলামী আন্দোলন ও বিএনপি নেতার টক শোতে তুমুল বিতর্ক! | Talk Show | SATV Watch More SATV Program & New...

22/09/2025

আওয়ামীলীগের নেতা, কর্মী এবং বুদ্ধিজীবিদের প্রতি:
১। শেখ হাসিনার ৫ টি ভালো কাজের উদাহরণ দেন।
২। ৫ টি মন্দ বা খারাপ কাজের উদাহরন দেন। ( যদি শেখ হাসিনা ফিরিস্তা না হয়ে থাকে। মানুষ মাত্রই ভুল আছে। যার ভুল নেই সে ফিরিস্তা।)
৩। খালেদা জিয়ার ৫ টি ভালো কাজের উদাহরণ দেন। (একজন মানুষ অবশ্যই ১০০ ভুল নয়। সেজন্যই বিএনপি বা খালেদা জিয়ার কিছু সমর্থক আছে।)
৪। খালেদা জিয়ার ৫ টি খারাপ কাজের উদাহরণ দেন।
৫। ১/১১ এর সরকার কতটা সঠিক ছিলো? যদি ১০০ ভাগ সঠিক ছিলো; তবে হাসিনার উপর যে ১৫ বা ২৬টি মামলা করেছিলো শুধু সেগুলো কি ভুল ছিলো? (যদি মামলাগুলো ভুল বা মিথ্যা ছিলো; তবে মামলাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলার জন্য কেন পদক্ষেপ নেয়নি? নাকি খালেদা জিয়ার বা তারেক জিয়ার উপর করা মামলাগুলোই শুধু সঠিক ছিলো?( কিন্তু একটিও তো প্রমাণিত হলোনা। প্রশ্ন থাকে আদালতের উপর প্রভাব খাঁটিয়ে রায় দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি সমর্থকরা তো উল্টোটা বলছে: হাসিনা আদালতের উপর প্রভাব খাটিয়ে নিজের সবগুলো মামলা বন্ধ করে খালেদা জিয়ার মামলাগুলোতে প্রতিহিংসা মুলক রায় করিয়েছিলো।)
৬। কখনও যদি হাসিনা বিরোধী কেউ দেশের ক্ষমতায় আছে; সে বা তারা যদি হাসিনার সকল আইন ব্যবহার করে এবং হাসিনার সংবিধান মেনে হাসিনা স্টাইলে দেশ চালায় (যেমন: ডিজিটাল নিরাপত্তা আইন, বিরোধী দল দমন, গুম, খুন এবং মামলা, আয়না ঘর, বাক স্বাধীনতা হরণ, হাসিনা স্টাইলে নির্বাচন এবং ১ টাকার উন্নয়ন করে ১০ টাকা পাচার বা লুট করে! অর্থাৎ হাসিনাকে কপি করা) সেক্ষেত্রে হাসিনা সমর্থকদের কি কোন আপত্তি থাকবে?
৭। হাসিনা বা শেখ পরিবারের বিরুদ্ধে কথা না বলার আইন থাকলেও কখনও কখনও ছার পাওয়া যেতো। কিন্তু কেউ ভারত বা মোদীর বিরুদ্ধে বললে তার জীবনে সর্বনাশ নেমে আসতো। একই ভাবে যদি হাসিনা বিরোধী সরকার আইনটির প্রয়োগ করে এবং সেই সরকারকে একতরফা সহযোগীতা প্রদানকারী কোন দেশ বা দেশের প্রধানমন্ত্রীর জন্য বিরুদ্ধ মত দমন করে তা কতটা যুক্তিসংগত হবে?
৮। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যদি সকাল বেলা ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত হাসিনা, জয়, রেহানা, টিউলিপ সহ শেখ মুজিব বন্দনা করে তবে কি ঠিক হবে?(যেমনটি হাসিনা করতো!)
৯। হাসিনা বিগত ১৬ বছর দমন, আর্থিক প্রলোভন এবং ক্ষমতার লোভ দেখিয়ে বিএনপিকে ভাংতে পারেনি বা বিএনপির ক্ষতি করতে পারেনি (বিএনপির মুল নেতা পলাতক থাকার পরেও)। কিন্ত আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলছি; আমি মাত্

যেকারণে দেশের ৬৫_৭০% জনগণের কাছে ড: ইউনুস হিরো থেকে জিরোতে নেমে গেছেন। পক্ষপাতিত্ব বা কারো প্রতি বিশেষ নজর বা কাউকে বিশে...
21/09/2025

যেকারণে দেশের ৬৫_৭০% জনগণের কাছে ড: ইউনুস হিরো থেকে জিরোতে নেমে গেছেন। পক্ষপাতিত্ব বা কারো প্রতি বিশেষ নজর বা কাউকে বিশেষ সুবিধা দেওয়াটাও স্বৈরশাসক তুল্য। যেমনটি হাসিনা আওয়ামিলীগকে দিয়েছিলো। পরিনতি?????

সরকারের কাছে বেশি দামী বিএনপি নয়, এনসিপি জামাত, নতুন প্রমাণ সামনে | NCP | Jamaat | BNP বাংলা নাটক ও সিরিজ দেখতে সাবস্...

ভারতের সিংলার উদ্দেশ্যে: মাdar চোd তোর প্রতিবেশিদের যেমন আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই বলে তুই বা তোরা মনে করিস; তেমনি আম...
21/09/2025

ভারতের সিংলার উদ্দেশ্যে: মাdar চোd তোর প্রতিবেশিদের যেমন আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই বলে তুই বা তোরা মনে করিস; তেমনি আমি বা আমরাও তোদের আভ্যন্তরীণ বিষয় বলে মনে করিনা। সুয়োr ka বাচ্চা আমরা তোদেরকে গোমুত্র খোর বা গোবর ছাড়া কিছু ভাবিনা। গাঁয়ে মানেনা আপনি মোড়ল?? সবাইকে হাসিনা মাgiর মত ভাবলে ভুল হবে। আমারা মুসলমান। গোমুত্র পান করিনা। মানুষ কতটা বোকা চোda হলে অন্য একটা দেশ নিয়ে এমন মন্তব্য করতে পারে?

ির্বাচনের আগে বড় ধাক্কা! এবার একি চমক দেখালো ভারত? | BNP | NCP | masud kamal Talk Show ...

20/09/2025

আওয়ামিলীগের মিছিল সম্পর্কে:
আজ যদি বিএনপি আওয়ামীলীগকে বাঁধা দেয়; তবে তা হবে বিএনপির পরাজয়ের এবং জামাতের বিজয়ের কারণ। বিএনপি প্রকাশ্যে আওয়ামীলীগকে বাঁধা দেবে; জামাত গোপনে আওয়ামিলীগের সাথে আঁতাত করবে (বলবে দেখো আমরা কিন্তু তোমাদেরকে বাঁধা দিচ্ছিনা)। বিশ্ববিদ্যালয়ের ভোট তার জ্বলন্ত উদাহরণ।কিন্তু জামাত আওয়ামীলীগকে প্রতিক সহ নির্বাচনের মাঠে আসতে দেবেনা। রাজনীতির নোংরানীতিটাই এখানে। জামাত বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের চেতনাকে মেনে নেবেনা (ক্ষমতার লোভে মুখে যাই বলুক)। তারা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে মেনে নেয়; তাহলে ১। তারা ১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ কবে নেবে? ২। হাসিনা যে তাদের নেতাদের ফাঁসি বা জেল দিয়েছে তা সঠিক বলে প্রমাণিত হবে। ৩। হাসিনা তাদের দলের নিবন্ধন বাতিল করেছিলো। তার ক্ষোভ কি ভুলে যাবে? আওয়ামীলীগের ভোটারদের প্রতি: জামাত যখন মিথ্যা প্রলোভন দেখাবে তখন প্রশ্ন করতে হবে: এতই যদি মায়া তবে আওয়ামিলীগ, জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য এত সোচ্চার কেনো? ওরা বলবে: দেখো বিএনপি তোমাদের উপর মামলা করেছে। জবাব: এই মামলাগুলোর পরিমান কি বিগত ১৭ বছরে বিএনপির বিরুদ্ধে যা হয়েছে তার তুলনায় খুব বেশি। বিএনপির জায়গায় আওয়মীলীগ হলে কি করতো? ১৭ বছর কি করেছে? জামাত আওয়ামী ভোটারদের ভোটের আশায় এখন বুকে পাথর চাপা দিয়ে রেখেছে। যদি কোনক্রমে সরকার গঠন করতে পারে তখন আওয়ামীলীগকে বুঝাবে কত ধানে কত চা'ল? তবে তারা কখনোই নিরপেক্ষ নির্বাচনে সরকার গঠন করতে পারবেনা ইনশাআল্লাহ। যে জন্যই ঠ্যাং ছেড়ে লাঠি নিয়ে টানাটানি শুরু করেছে (অর্থাৎ পিআর) ১৫% ভোট পেয়ে ৪৫ টি আসন পেলে তাদের জোটগত দলের সমর্থন প্লাস হাজার কোটি টাকার বানিজ্য করে অন্যান্য ১/২/৩/৪/৫% আসন পাওয়া দলের সমর্থন কিনে সরকার গঠনের চেষ্টা করবে! যদিও জোড়া তালি দেওয়া সরকার হয়তো ৬ মাস থেকে ১ বছরের বেশি টিকবেনা। কিন্তু ততদিনে মুসলিম কিছু দেশের আর্থিক সহায়তায় দেশটাকে আবার পাকিস্থানের করদ রাজ্য (সিকিম বা ভুটানের মত) বানিয়ে ৭১ এর প্রতিশোধ নেবে। এখন তো পাকিস্থান সৌদীর মধ্যে চুক্তি হয়ে গেলো। প্লান বাস্তবায়ন অনেকটা সহজ হবে। যদিও বাস্তবায়ন অসম্ভব প্রায়। কিন্তু আবার একটা গণ অভ্যুত্থান করতে হবে। দেশটাতো আবার ১৫/২০ বছর পিছিয়ে যাবে! অতএব, সাবধান। একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের ভোগান্তি।

আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও ফিরতে পারবেনা। বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাক। তাই ছাড়। আমি তো বলেছি: বিএনপির কি ঠ্...
20/09/2025

আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও ফিরতে পারবেনা। বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাক। তাই ছাড়। আমি তো বলেছি: বিএনপির কি ঠ্যাকা আওয়ামী লীগকে বাধা দেবে? যেহেতু জামাত এবং এনসিপি জুলাই আন্দোলনের একক কৃতিত্ত্ব দাবি করছে এবং বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে সেহেতু তারাই আওয়ামী লীগকে প্রতিহত করুক। তাছাড়া জামাত ক্ষমতার লোভে পরে অযৌক্তিক দাবি নিয়ে ঘোলা পানিতে মাছ স্বিকার করতে চাইছে?

পিনাকী- ইলিয়াস হঠাৎ সুর বদলেছেন কেন?।। Nobonita Chowdhuryনবনীতা চৌধুরীর ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রত্যেকদিন দেখুন, শুনুন '.....

পিনাকী দাদা এখন বলছে। আমি বলেছিলাম ১বছর আগে।
20/09/2025

পিনাকী দাদা এখন বলছে। আমি বলেছিলাম ১বছর আগে।

পিনাকী- ইলিয়াস হঠাৎ সুর বদলেছেন কেন?।। Nobonita Chowdhuryনবনীতা চৌধুরীর ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রত্যেকদিন দেখুন, শুনুন '.....

তোমার হাতার ঐ বাতাসে, নৌকা আর লাংগলোর প্রাণটা জুরাইছে।
19/09/2025

তোমার হাতার ঐ বাতাসে,
নৌকা আর লাংগলোর প্রাণটা জুরাইছে।

আলোচনা :হাত পাখা দিয়ে যারা নৌকাকে বাতাস দিয়েছেন? চরমোনাই জামাতকে যা বললেন জুনায়েদ আল হাবিব জমিয়ত বিজ্ঞাপনের .....

18/09/2025

গৌতম দাসের কাছে প্রশ্ন: ১।বিএনপি যদি পিআরের বিরুদ্ধে একইভাবে জামাতের মত মাঠে নামে তখন কি হবে?
২। নির্বাচনে তো এনসিপি বা জামাত ক্ষমতায় আসবে (তাদের মতে)। সেক্ষেত্রে নির্বাচনের পর তারা জুলাই সনদ বা অন্যান্য সংস্কার করতে সমস্যা কোথায়?
৩। বিএনপি যদি বড় দলই না হয় তবে বিএনপিকে এত ভয় কেন? পিআর পদ্ধতির দরকার কি? প্রচলিত পদ্ধতিতে নির্বাচনে বিএনপি তো হারবে (আপনার বা জামাতের ধারনা)
৪। বিএনপিকে বাদ দিয়েই নির্বাচন করেনা কেন?

জামাতের ক্ষমতা লোভী হতে দোষ নেই। তবে তারা আমার দৃষ্টিতে তারা মুখে ইসলামের বুলি আউরালেও তাদের অন্তর মুনাফিকদের মত কুলশিত।...
16/09/2025

জামাতের ক্ষমতা লোভী হতে দোষ নেই। তবে তারা আমার দৃষ্টিতে তারা মুখে ইসলামের বুলি আউরালেও তাদের অন্তর মুনাফিকদের মত কুলশিত। আল্লাহ এবং জনগণের উপর তাদের আস্তা নেই। তাই তাদের পিআর জাদুর কাঠিতে ভঢ়ষা।

ইসলামী দলগুলোর আন্দোলনের ডাক - প্রতিহত করবে বিএনপি - অরাজকতা হলে ক্ষমতা নিবে সেনাবাহিনী || 1A News

Address

Mohuribari, Dighirpar (Khamarkandi)
Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Make Money Eazy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share