17/06/2025
সব চুপ,,ঝি ঝি পোকারাও ডাকছে না আজ;
ঘন কালো আঁধার মাখা ক্লান্ত রাত।
নিস্তব্ধতার ওপারে ঝম ঝম শব্দের বৃষ্টি, সাথে
বিকট আওয়াজের বজ্রপাত!
শুনতে কি পাচ্ছো? মেঘের গর্জন যা ঢেকে রেখেছে চাঁদ।
এ সকলই আমার অন্তরগৃহের অবক্ত আর্তনাদ ।
ধূসর কালো মেঘ যেমন ঢেকেছে সোনালী রঙের চাঁদ ,
তেমনি ভাবে সাধের এ পৃথিবীতে ফুরিয়া আসিতেছে আমার বাচিবার সাধ।