Md. Ripon - Digital Entrepreneur

Md. Ripon - Digital Entrepreneur Be action taker, then action maker
I am default Action Taker
Never Give UP Help each other,
Go together.....

23/09/2025

ব্যবসা এমনটা একটা জিনিষ এইটা ভাই তুমি, কোনো একটা কোর্স কইরা, আর একটা বই পইড়া শিখতে ফেলতে পারবা না!

It's a Never Ending Learning Process.

প্রতিদিন নতুন ঝামেলা, নতুন শেখা, নতুন সিদ্ধান্ত।
আজ টিম ম্যানেজমেন্ট, কাল কাস্টমার হ্যান্ডলিং, পরশুদিন ফাইন্যান্স।
কোনো কিছুই আলাদা ভাবে শিখে শেষ করা যায় না।

কত কিছু যে শিখতে হবে, You have no idea!!

যদি ব্যবসা করতে চান, তাহলে একটা কথা মাথায় রাইখেন,
ব্যবসা মানে ম্যারাথন, স্প্রিন্ট না! যতদিন চালাবেন, ততদিন শিখতে হবে।

20/09/2025

✅ জীবনে সফল হওয়ার সহজ উপায় (যা সত্যিই কাজে লাগে)

১. সকালের রুটিন:
সকাল ৬টায় ঘুম থেকে উঠুন (অন্তত ৭ ঘণ্টা ঘুম নিন)
১ গ্লাস গরম পানি পান করুন
১৫ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন
দিনের গুরুত্বপূর্ণ ৩টি কাজ লিখে নিন

২. টাকা সঞ্চয় ও বিনিয়োগ:
আয়ের ২০% অবশ্যই সঞ্চয় করুন
ছোটখাটো বিনিয়োগ শুরু করুন (মাসিক ৫০০ টাকা দিয়ে শুরু করতে পারেন)
অনলাইন ইনকামের উপায় শিখুন (ফ্রিল্যান্সিং, ই-কমার্স)

৩. সময় ব্যবস্থাপনা:
ফোনের স্ক্রিন টাইম কমিয়ে দিন
দিনে ২ ঘণ্টা নতুন কিছু শিখুন
সপ্তাহে ১ দিন ডিজিটাল ডিটক্স করুন (মোবাইল, ল্যাপটপ বন্ধ রাখুন)

৪. স্বাস্থ্য সচেতনতা:
দিনে ৮ গ্লাস পানি পান করুন
সপ্তাহে ৩ দিন ৩০ মিনিট ব্যায়াম করুন
জাঙ্ক ফুড এড়িয়ে চলুন

৫. মানসিক উন্নয়ন:
দিনে ১০ মিনিট মেডিটেশন করুন
সপ্তাহে ১টি বই পড়ুন
নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন

Important tips:
সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ। নতুন দক্ষতা শিখুন, কোর্স করুন, অভিজ্ঞতা অর্জন করুন। প্রতিদিন ১% উন্নতি করলে এক বছরে আপনি ৩৭ গুণ উন্নত হবেন!

How to start?
আজই একটি নোটবুক নিয়ে লিখুন:
আমি কী হতে চাই?
তার জন্য আমাকে কী কী শিখতে হবে?
আজ থেকে কী শুরু করব?
সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি নিয়মিত ভালো অভ্যাসের ফলাফল। ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্য নিয়ে আসে।

আমি চেষ্টা করছি এই অভ্যাস গুলো করতে আপনারাও করতে পারেন🙂

Be Positive 😊
Believe in Yourself 😎
Never Give Up 🔥

03/04/2025
🚫 গরিব মানুষদের লক্ষণ:✅ সারা দিন ফোন ব্যবহার করা। ✅ সকালে ঘুম থেকে না ওঠা। ✅ কাজ না করে শুধু ভাবতে থাকা।✅ নিজের ভাগ্যের ...
29/03/2025

🚫 গরিব মানুষদের লক্ষণ:

✅ সারা দিন ফোন ব্যবহার করা।
✅ সকালে ঘুম থেকে না ওঠা।
✅ কাজ না করে শুধু ভাবতে থাকা।
✅ নিজের ভাগ্যের দোষ দেয়া।
✅ পারফেক্ট সময়ের অপেক্ষা করা।
✅ এখনো অনেক সময় আছে ভাবা।

29/03/2025

✅একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি—মাইন্ডসেট😎

অনেকে ভাবে উদ্যোক্তা হতে হলে প্রথমে টাকা থাকতে হয়, ভালো প্রোডাক্ট থাকতে হয়, বা অনেক কিছু জানতে হয়।

কিন্তু আসলে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি হলো তার মাইন্ডসেট।
হ্যাঁ, ঠিক শুনেছেন—মাইন্ডসেট!

যার মাইন্ডসেট স্ট্রং:
• সে সমস্যাকে ভয় না পেয়ে সমাধান খোঁজে,
• ব্যর্থ হলে হাল না ছেড়ে আবার চেষ্টা করে,
• আজ না হলেও একদিন সফল হবো—এই বিশ্বাস নিয়ে এগিয়ে যায়,
• আর প্রতিদিন নিজেকে আরও ভালো করে গড়ে তোলে।

স্কিল শিখে ফেলা যায়, প্রোডাক্ট বানানো যায়, কিন্তু মাইন্ডসেট না থাকলে আপনি মাঝপথেই হার মানবেন।

সফল উদ্যোক্তারা আলাদা কিছু না—তাদের চিন্তা আর মনোভাব আলাদা।

তাই যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন—
সবার আগে নিজের মাইন্ডসেট গড়তে শুরু করুন।

৮০% সফলতা আসে মনে, ২০% আসে কাজে।
আগে বিশ্বাস করুন—“আমি পারবো।”
তারপর শুরু করুন—ছোট করে, সাহস নিয়ে।

- Md Rashedu Iislam

Be Positive 😊
Believe in Yourself 😎
Never Give Up 🔥

Think big, Start Small, But act consistently
06/03/2025

Think big, Start Small,
But act consistently


✅OTA North Bengal Meetup 2025🔥( সাথে ছিল অসাধারণ আলু ঘাঁটি😋)আলহামদুলিল্লাহ প্রায় ৩০০+ উদ্যোক্তাদের সাথে নেটওয়ার্কিং ও ...
15/02/2025

✅OTA North Bengal Meetup 2025🔥
( সাথে ছিল অসাধারণ আলু ঘাঁটি😋)

আলহামদুলিল্লাহ প্রায় ৩০০+ উদ্যোক্তাদের সাথে নেটওয়ার্কিং ও মাস্টারমাইন্ড করার সুযোগ পেয়ে আমি অনেক হ্যাপি এবং সুপার ফোকাস 🥰

আমার মেন্টর Mojtahidul Islam অসাধারন কিছু গাইডলাইন দিয়েছেন

যেটি আমি আমার লাইফে ও বিজনেস ডেভেলপমেন্ট এর জন্য অনেক কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ।

এই মিটআপ এ আমার অনেক বেশি লার্নিং এবং হেল্প হয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় একটি হেল্প হয়েছে আজ থেকে ডিফল্ট এ্যাকশন টেকার হতে পেরে।

আমি যতই লার্নিং করি না কেন যদি এ্যাকশন না নেই তাহলে দিন শেষে কোন কিছুই কাজে আসবে না।
তাই মিটআপের ভ্যালু নিজের জিবনে বাস্তবে রুপ দিতে ডিফল্ট এ্যাকশনের বিকল্প নেই।

২০২৫ সাল এটা বিজয়ের সাল ইনশাআল্লাহ

I am Default Action Taker❤️‍🔥
Never Give Up ✊

It's my promise fromNorth Bengal metupBogura
13/02/2025

It's my promise from
North Bengal metup
Bogura

25/01/2025

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি
মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া✊

Address

Puran Bogra
5800

Telephone

+8801678320165

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Ripon - Digital Entrepreneur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Ripon - Digital Entrepreneur:

Share