23/09/2025
ব্যবসা এমনটা একটা জিনিষ এইটা ভাই তুমি, কোনো একটা কোর্স কইরা, আর একটা বই পইড়া শিখতে ফেলতে পারবা না!
It's a Never Ending Learning Process.
প্রতিদিন নতুন ঝামেলা, নতুন শেখা, নতুন সিদ্ধান্ত।
আজ টিম ম্যানেজমেন্ট, কাল কাস্টমার হ্যান্ডলিং, পরশুদিন ফাইন্যান্স।
কোনো কিছুই আলাদা ভাবে শিখে শেষ করা যায় না।
কত কিছু যে শিখতে হবে, You have no idea!!
যদি ব্যবসা করতে চান, তাহলে একটা কথা মাথায় রাইখেন,
ব্যবসা মানে ম্যারাথন, স্প্রিন্ট না! যতদিন চালাবেন, ততদিন শিখতে হবে।