
29/06/2025
প্রথম পয়েন্টটা হচ্ছে- সম্প্রতি একটা ভিডিও দেখলাম যেটাতে দেখলাম, এক সমন্বয়ক দাবি করা ব্যক্তি পুলিশকে হেনস্তা করছে, কারণ পুলিশের মাথায় হেলমেট নাই যদিও পুলিশ বলছে আমি এই পুলিশ বক্সেই ডিউটিরত আছি এবং হেলমেট আমার পুলিশ বক্সের ভিতরে, তারপরও কেন ওই স্পটে অন্য একজন সার্জেন সেই সমন্বয়কের মাথায় হেলমেট না থাকার দায়ে তার ছয় হাজার টাকা জরিমানা করলো এর প্রতিশোধ নিতে সে ঐ পুলিশের উপর চড়াও হয়ে তাকেও মামলা দিতে হবে এই মর্মে পূর্বের সার্জেন্ট কে ডেকে একটা মব তৈরির চেষ্টা করে এটা কি ঠিক, এরাও কি দেশটাকে অন্যদের মতো বাপ দাদার সম্পত্তির ভাবা শুরু করেছে তাহলে? দেশটা কারো বাপের না গানটা এত তাড়াতাড়ি ভুলে গেলা বাবুরা..... এই গানটা ভুলে গেলে তোমাদের কপালেও দুঃখ আছে সোনামণি।
দ্বিতীয় পয়েন্টে আসি- এখানে আমার কথা হচ্ছে হেলমেট কি আসলে পুলিশের মামলা দেওয়ার জন্য পরতে হয় নাকি নিজের সেফটির জন্য পরতে হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রতিদিন যতগুলো যায় জীবন যায় সেই জীবন গুলোর কিছুটা হলেও যাতে বাঁচানো যায় এজন্যই সরকার হেলমেটের উপর সর্বোচ্চ করাকরি আরোপ করেছে এবং জরিমানার বিধান তৈরি করেছে। এটা আদায় করার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে এটা আদায় করে পুলিশের অপরাধ? আপনি নিজের সেফটি নিয়ে নিজে হেলমেট পড়ে নিলেই তো পুলিশ মামলা দিতে পারেনা। আপনার জীবনও বাঁচলো পুলিশের ঝামেলা করতে পারল না এটা কি সহজ সমাধান নয়। আর আপনার জীবন বাঁচাতে যেহেতু পুলিশ আপনাকে সাহায্য করছে বা ধরুন বাধ্য করছে তাহলে তো পুলিশকে আপনার ধন্যবাদ দেয়ার কথা। তা না করে উল্টো পুলিশের প্রতি মার মুখী আচরণ.....
তৃতীয় পয়েন্ট-- এখানে আবার অনেকেই জ্ঞান দিতে আসবেন পুলিশ তো ঘুষ খায়, ৩০০ টাকার মামলা ভাঙাতে থানায় না যেয়ে আপনি যখন গোপনে ভাঁজ করে ৫০০ টাকা পুলিশের হাতে ধরা দেন, তখন পুলিশ কি ঘুষটা জোর করে নেয় নাকি আপনি জোর করে দেন। আর আপনি যেহেতু পুলিশকে ঘুষ খাওয়া শিখাইছেন এবং আপনার হেলমেট না পরলে আইন যেহেতু তাকে মামলা দেওয়ার অধিকার দিয়েছে সুতরাং পুলিশ তো হেলমেটের 6000 টাকার মামলা দিয়ে তার কমিশন বুঝে নেয়ার চেষ্টা করবেই তাই না। পুলিশ আসলে ঘুষ খায়না, আমরা পুলিশকে ঘুষ খাওয়াই, আমরা সোজা পথে কোন কাজ না করে পুলিশকে ঘুষ দিয়ে কাজটা উল্টো পথে উদ্ধার করি, আর উদ্ধার হয়ে গেলেই তারপর বলি পুলিশ ঘুষখোর।
নিচের কমেন্টের লিংকে পুরো ভিডিওটি পাবেন অথবা আপনি চাইলে ছবিতে যে পেজের নাম দেখা যাচ্ছে সে পেজে গিয়েও দেখে আসতে পারেন। যেহেতু এই পেজ থেকেই ভিডিওটি তৈরি করে ছাড়া হয়েছে তাই আপনি চাইলে একটা রিপোর্টও দিয়ে আসতে পারেন।