Abdur Rouf

Abdur Rouf Explainer for Inspire

প্রথম পয়েন্টটা হচ্ছে- সম্প্রতি একটা ভিডিও দেখলাম যেটাতে দেখলাম, এক সমন্বয়ক দাবি করা ব্যক্তি পুলিশকে হেনস্তা করছে, কারণ...
29/06/2025

প্রথম পয়েন্টটা হচ্ছে- সম্প্রতি একটা ভিডিও দেখলাম যেটাতে দেখলাম, এক সমন্বয়ক দাবি করা ব্যক্তি পুলিশকে হেনস্তা করছে, কারণ পুলিশের মাথায় হেলমেট নাই যদিও পুলিশ বলছে আমি এই পুলিশ বক্সেই ডিউটিরত আছি এবং হেলমেট আমার পুলিশ বক্সের ভিতরে, তারপরও কেন ওই স্পটে অন্য একজন সার্জেন সেই সমন্বয়কের মাথায় হেলমেট না থাকার দায়ে তার ছয় হাজার টাকা জরিমানা করলো এর প্রতিশোধ নিতে সে ঐ পুলিশের উপর চড়াও হয়ে তাকেও মামলা দিতে হবে এই মর্মে পূর্বের সার্জেন্ট কে ডেকে একটা মব তৈরির চেষ্টা করে এটা কি ঠিক, এরাও কি দেশটাকে অন্যদের মতো বাপ দাদার সম্পত্তির ভাবা শুরু করেছে তাহলে? দেশটা কারো বাপের না গানটা এত তাড়াতাড়ি ভুলে গেলা বাবুরা..... এই গানটা ভুলে গেলে তোমাদের কপালেও দুঃখ আছে সোনামণি।

দ্বিতীয় পয়েন্টে আসি- এখানে আমার কথা হচ্ছে হেলমেট কি আসলে পুলিশের মামলা দেওয়ার জন্য পরতে হয় নাকি নিজের সেফটির জন্য পরতে হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রতিদিন যতগুলো যায় জীবন যায় সেই জীবন গুলোর কিছুটা হলেও যাতে বাঁচানো যায় এজন্যই সরকার হেলমেটের উপর সর্বোচ্চ করাকরি আরোপ করেছে এবং জরিমানার বিধান তৈরি করেছে। এটা আদায় করার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে এটা আদায় করে পুলিশের অপরাধ? আপনি নিজের সেফটি নিয়ে নিজে হেলমেট পড়ে নিলেই তো পুলিশ মামলা দিতে পারেনা। আপনার জীবনও বাঁচলো পুলিশের ঝামেলা করতে পারল না এটা কি সহজ সমাধান নয়। আর আপনার জীবন বাঁচাতে যেহেতু পুলিশ আপনাকে সাহায্য করছে বা ধরুন বাধ্য করছে তাহলে তো পুলিশকে আপনার ধন্যবাদ দেয়ার কথা। তা না করে উল্টো পুলিশের প্রতি মার মুখী আচরণ.....
তৃতীয় পয়েন্ট-- এখানে আবার অনেকেই জ্ঞান দিতে আসবেন পুলিশ তো ঘুষ খায়, ৩০০ টাকার মামলা ভাঙাতে থানায় না যেয়ে আপনি যখন গোপনে ভাঁজ করে ৫০০ টাকা পুলিশের হাতে ধরা দেন, তখন পুলিশ কি ঘুষটা জোর করে নেয় নাকি আপনি জোর করে দেন। আর আপনি যেহেতু পুলিশকে ঘুষ খাওয়া শিখাইছেন এবং আপনার হেলমেট না পরলে আইন যেহেতু তাকে মামলা দেওয়ার অধিকার দিয়েছে সুতরাং পুলিশ তো হেলমেটের 6000 টাকার মামলা দিয়ে তার কমিশন বুঝে নেয়ার চেষ্টা করবেই তাই না। পুলিশ আসলে ঘুষ খায়না, আমরা পুলিশকে ঘুষ খাওয়াই, আমরা সোজা পথে কোন কাজ না করে পুলিশকে ঘুষ দিয়ে কাজটা উল্টো পথে উদ্ধার করি, আর উদ্ধার হয়ে গেলেই তারপর বলি পুলিশ ঘুষখোর।

নিচের কমেন্টের লিংকে পুরো ভিডিওটি পাবেন অথবা আপনি চাইলে ছবিতে যে পেজের নাম দেখা যাচ্ছে সে পেজে গিয়েও দেখে আসতে পারেন। যেহেতু এই পেজ থেকেই ভিডিওটি তৈরি করে ছাড়া হয়েছে তাই আপনি চাইলে একটা রিপোর্টও দিয়ে আসতে পারেন।

০১. কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।(ব্যতিক্রম আছে খুব অল্প ক্ষেত্রে...
25/06/2025

০১. কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।(ব্যতিক্রম আছে খুব অল্প ক্ষেত্রে)

০২. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।

০৩. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করে যান।

০৪. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ। সুতরাং এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।

০৫. বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।

০৬. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বন্ধু - গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে।

০৭. বই-ই সত্যিকার বন্ধু। বই কখনোই প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।

০৮. শারীরিক ব্যায়াম চাপ কমায়। তাই শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।

০৯. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয়। বরং যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।

১০. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়। তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

১১. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে।

১২. শৈশবই জীবনের সেরা সময়। ভাবনাহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।


22/06/2025

মুসলিম বিশ্বের জন্যই আজকের আমেরিকার এই হামলার এই ক্ষতি অপুরনীয়। আমাদের হাত বাধা হাত ছাড়ার এবং শিয়া আর সুন্নির দ্বন্দ্ব যতদিন শেষ না হবে ততদিন ওরা আমাদেরকে এভাবে নির্যাতন করতেই থাকে। আমাদের মুসলিম ভাইদেরকে ওরা মারতে থাকবে আর আমরা শিয়া সুন্নি ভাগ করে বেহেশতে যাব।

Jess Garden Jashore, Spend some quality time ❤️ ゚
14/06/2025

Jess Garden Jashore, Spend some quality time ❤️

১৯৫৫ সালে পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার গর্ব মোহাম্মদ আলী বগুড়া। ঐতিহাসিক এক ছবিতে...
11/06/2025

১৯৫৫ সালে পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার গর্ব মোহাম্মদ আলী বগুড়া। ঐতিহাসিক এক ছবিতে দেখা যায় তাঁকে তাঁর স্ত্রী আলেয়া সাদ্দি-র সঙ্গে — একটি মুহূর্ত যা ইতিহাসকে জীবন্ত করে তোলে। ছবিটি সংগ্রহ করা হয়েছে ফ্লিকারের এক দুর্লভ সংগ্রহ থেকে।

মোহাম্মদ আলী বগুড়া শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি প্রস্তাব করেছিলেন ঐতিহাসিক "বগুড়া ফর্মুলা", যার মূল লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক ধাঁচের গভর্নর-জেনারেল প্রথা বাতিল করে জনগণের দ্বারা নির্বাচিত একজন প্রেসিডেন্ট দ্বারা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নির্ধারণ করা।

এই প্রস্তাব ছিল পাকিস্তানের গণতন্ত্র বিকাশের একটি বলিষ্ঠ পদক্ষেপ, যা আজও ইতিহাসে স্মরণীয়।
একজন সত্যিকারের বাঙালি, যিনি আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বাঙালির চিন্তাধারাকে তুলে ধরেছিলেন — মোহাম্মদ আলী বগুড়া নিঃসন্দেহে আমাদের গর্ব।

- সংগ্রহিত

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জে...
03/06/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

Collected

02/06/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rouf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share