
08/08/2025
বারেরদিনে বাসায় আমাদের ভালোমন্দ রান্না হয়। মায়ে বাটিভরে গরুর গোসত দিতো, খাইতে খাইতে অরুচী ধরে যেতো। আজও শুক্রবার। বাড়ি থেকে ২১৪কিলো দূরে আমি যখন খেতে বসে একটুকরো গোসত সহ শুধু তার ঝোল দিয়ে ২প্লেট ভাত খেয়ে উঠলাম। তখন অনুধাবন করলাম মায়ের শূন্যতা। অনুধাবন করলাম পরিস্থিতি মানুষকে অনেককিছু শিখায়। যে আমি খাওয়ার বিষয় মাত্রাধিক খুঁত খুঁতা মানুষ ছিলাম, সে আমি আজ শুধু ঝোল দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলি।