AyatO-Graphy

AyatO-Graphy with big dreams—l✨
(1)

বারেরদিনে বাসায় আমাদের ভালোমন্দ রান্না হয়। মায়ে বাটিভরে গরুর গোসত দিতো, খাইতে খাইতে অরুচী ধরে যেতো। আজও শুক্রবার। বাড়ি থ...
08/08/2025

বারেরদিনে বাসায় আমাদের ভালোমন্দ রান্না হয়। মায়ে বাটিভরে গরুর গোসত দিতো, খাইতে খাইতে অরুচী ধরে যেতো। আজও শুক্রবার। বাড়ি থেকে ২১৪কিলো দূরে আমি যখন খেতে বসে একটুকরো গোসত সহ শুধু তার ঝোল দিয়ে ২প্লেট ভাত খেয়ে উঠলাম। তখন অনুধাবন করলাম মায়ের শূন্যতা। অনুধাবন করলাম পরিস্থিতি মানুষকে অনেককিছু শিখায়। যে আমি খাওয়ার বিষয় মাত্রাধিক খুঁত খুঁতা মানুষ ছিলাম, সে আমি আজ শুধু ঝোল দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলি।

আমি রানচোর মতো অসাধারণ নই। না ফারহান, যার সাহস আছে সবকিছু বেদনাদায়কভাবে ত্যাগ করে কেবল আবেগের উপর মনোনিবেশ করার। আমি রা...
07/08/2025

আমি রানচোর মতো অসাধারণ নই। না ফারহান, যার সাহস আছে সবকিছু বেদনাদায়কভাবে ত্যাগ করে কেবল আবেগের উপর মনোনিবেশ করার। আমি রাজু, যে ভীত, যার পরিবার উজ্জ্বল ভবিষ্যতের আশা করে, যে জানে সে সহজেই এটা করতে পারে কিন্তু কেন পারে না তা জানে না, যে যেকোনো উপায়ে আরও ভালো ফলাফল চায় কিন্তু কোথায় ভুল হয় তা জানে না!!

‎জীবন আমাদের জন্য কঠিন!

05/08/2025

Life is not a race, it's a flim.
& your just a character on it. So play your role perfectly & honestly. Give your best, be your best. Trust god timing. you're not behind, you're not ahead. you're exactly where you were meant to be. trust your place📍

সময় যখন খারাপ যায়, তখন কাউয়া ও মুখের উপ্ররো হে'গে দেয়। আপদত আমার অবস্থা আরও খারাপ। গু' তাও ধোয়া যেতো। দোয়ায় রাখবেন যলদি ...
03/08/2025

সময় যখন খারাপ যায়, তখন কাউয়া ও মুখের উপ্ররো হে'গে দেয়। আপদত আমার অবস্থা আরও খারাপ। গু' তাও ধোয়া যেতো। দোয়ায় রাখবেন যলদি back krbo❤️

মানুষের জীবনে সফলতা কখন কিভাবে আসে, কেউ বলতে পারে না। যে রিপন ভিডিওকে নিয়ে হাসি তামাশা হতো, সেই রিপন মিয়া এখন দেশ বিদেশ ...
01/08/2025

মানুষের জীবনে সফলতা কখন কিভাবে আসে, কেউ বলতে পারে না। যে রিপন ভিডিওকে নিয়ে হাসি তামাশা হতো, সেই রিপন মিয়া এখন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। তার ভিডিওতে এখন হাহা রিয়েক্টের চেয়ে লাভ রিয়েক্ট বেশি আসে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। জীবন আসলে এমনই। আজ যারা আপনাকে নিয়ে হাসি মশকরা করছে, কাল তারা আপনাকে নিয়ে প্রাউড ফিলও করতে পারে। লোকে কী বলবে, সেটাকে কানে না নিয়ে, নিজের প্যাশনকে ধরে রেখে আগান। কষ্ট করুন। জীবন সুন্দর হোক। ❤

‎“আমি কাউকে দেখানোর জন্য ঘুরি না। নিজের জন্য, নিজের শান্তির জন্য ঘুরি। বাইক আমার মুক্তির চাবিকাঠি। আমি মানুষের মুখ দেখি,...
31/07/2025

‎“আমি কাউকে দেখানোর জন্য ঘুরি না। নিজের জন্য, নিজের শান্তির জন্য ঘুরি। বাইক আমার মুক্তির চাবিকাঠি। আমি মানুষের মুখ দেখি, প্রকৃতির রূপ দেখি, জীবন দেখি। বাধা আসে মন থেকে, বয়সটা কখনই বাধা নয়।”
বয়স তার পঞ্চাশের ঘর পেরিয়েছে। এই বয়সে যেখানে অনেকেই জীবনকে গুটিয়ে নেন, তাজুল ইসলাম ঠিক তখনই খুলে বসেছেন জীবনের নতুন মানচিত্র। স্ত্রীর হাত ধরে, মোটরসাইকেলে চড়ে তিনি ঘুরে ফেলেছেন বাংলাদেশের ৬৪টি জেলা।

#বাংলাদেশ

১০বছর হয়নাই ১.৫ বছর হয়েছে। সামান্য বেতনের চাকরি করে হুট করে স্মৃতির পাতায় ডুব দিয়ে এইসব চমৎকার কিছু মানুষদের কথা মনে করে...
29/07/2025

১০বছর হয়নাই ১.৫ বছর হয়েছে। সামান্য বেতনের চাকরি করে হুট করে স্মৃতির পাতায় ডুব দিয়ে এইসব চমৎকার কিছু মানুষদের কথা মনে করে সুখী সুখী অনুভব করছি। তাদের ভালোবাসা তাদের স্নেহ সারাজীবন আমায় আগলে রাখবো💜

Oct 20, 2024
এইটা আমার সিনিয়র সিটিজেন সার্কেল। যেখানে বিশের ভাগ মানুষ বিবাহিত অথবা এক বাচ্চার বাপ। কেউ ডাক্তার কেউ উকিল কেউ ব্যবসায়ী। আমি এদের মধ্যে কি করছি? আমি এনাদের সাথে জীবন উপভোগ করছি, নতুন নতুন সব অভিজ্ঞতা জড়ো করছি। জীবন পুরোটাই একটা সফর। যেখানে আমাদের গন্তব্যহীন ভাবে ভ্রমণ করতে হয়। এই সফরের মাঝে আমাদের কত মানুষের সাথেই না দেখা হয়, কথা হয় পরিচয় হয়। এর মধ্যে গুটিকয়েক জন স্পেশাল৷ তারা আলাদা। তাদের সাথে জীবন উপভোগ করতে মন চায়, স্মৃতি জড়ো করতে মন চায়। আমিও মনের বিরুদ্ধে যাওয়ার লোক নই। আজ থেকে ১০বছর পরে আফসোস করার চেয়ে আমি ২রাত নির্ঘুম রাতের স্মৃতি মনে করে হাসতে চাই, আবেগে আপ্লূত হতে চাই। আমি হয়তো সামনে ৫০হাজার টাকার চাকরি করতে পারবো না। কিন্তু ২০ হাজার টাকার চাকরি করে হুট করে একদিন স্মৃতির পাতায় ডুব দিয়ে এইসব চমৎকার কিছু মানুষদের কথা মনে করে সুখী সুখী অনুভব করতে পারবো। তাদের ভালোবাসা তাদের স্নেহ সারাজীবন আমায় আগলে রাখবে। সারাজীবন স্কিউর ফিউচার নিয়ে ভাবতে থাকা মানুষের কাছে কি এইসব স্মৃতি থাকবে? তারা কি সুখ অনুভব করতে পারবে? আমার জানা নেই, জানতে চাইওনা। শুধু এইসব মানুষদের বলতে চাই ভালোবাসি আপনাদের❤️‍🩹💐

.....
29/07/2025

.....

সে বার গিয়েছিলাম সদরঘাটা,সদরঘাট শুধু একটা জায়গা নাহ।, সদরঘাট একটা গল্প। যে পাড়ে ভিড় জমে গল্পের, জাদুর শহরের গল্প। আমি এক...
28/07/2025

সে বার গিয়েছিলাম সদরঘাটা,
সদরঘাট শুধু একটা জায়গা নাহ।, সদরঘাট একটা গল্প। যে পাড়ে ভিড় জমে গল্পের, জাদুর শহরের গল্প। আমি একদিন এ গল্প শুনাবো আপনাদের। একদিন শুনাবো।


27/07/2025

i'm growing through a major downfall of life, i'll come back soon. mental war hit different. bt im recovering myself, im trying my best believe me. bt im promising when i'll back you'll be see a different version of me. or i'll disappear like i'was never exist.

Not so soon❤️‍🩹    ゚  #প্লেনদুর্ঘটনা
24/07/2025

Not so soon❤️‍🩹



#প্লেনদুর্ঘটনা

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when AyatO-Graphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category