AyatO-Graphy

AyatO-Graphy with big dreams—l✨
(1)

As you can see,Im not dead📍
04/09/2025

As you can see,
Im not dead📍

01/09/2025

Sadly There is no another life my friend

তখন আমার হাতে গুনা ক'জন বন্ধুমহলের ফলোয়ার। যথেষ্ট গ্রোয়িং পেইজ। সব ভালো না হলেও কিছু কিছু ভালো আউটপুট এর ভিডিও ডেলিভার ক...
30/08/2025

তখন আমার হাতে গুনা ক'জন বন্ধুমহলের ফলোয়ার। যথেষ্ট গ্রোয়িং পেইজ। সব ভালো না হলেও কিছু কিছু ভালো আউটপুট এর ভিডিও ডেলিভার করেছিলাম। ক'টা দিনে অনেক ডিপলি ভাবে ঢুকে গিয়েছিলাম এবং শিখেও ফেলেছিলাম। এতদিনে হয়তো অনেক ভালো কিছুর কাছাকাছি পৌছে যাইতাম। মাঝে মাঝে পুরানো কাজ গুলো দেখি, নিজের পটেনশিয়াল দেখতে পাই তার সাথে দেখতে পাই আজ সেই পটেনশিয়াল শেষের পথে।
keep creating এই একটা মাথায় আজও ঘুরপাক খায়। আমি যে জনরায় ছিলাম সে জনরা হয়তো সম্ভব না আপতত। কিন্তু!

Under the Same sky,Bt different path🍃📍
28/08/2025

Under the Same sky,
Bt different path🍃📍

আপনি কি আপনার সার্কেলে এই চেঞ্জটা খেয়াল করেছেন?আজকাল বন্ধুদের সাথে আড্ডায় বসলে খালি ক্যারিয়ারের গল্প । অমুকের ডিগ্রি হয়ে...
27/08/2025

আপনি কি আপনার সার্কেলে এই চেঞ্জটা খেয়াল করেছেন?

আজকাল বন্ধুদের সাথে আড্ডায় বসলে খালি ক্যারিয়ারের গল্প । অমুকের ডিগ্রি হয়েছে USA গেসে, তমুক স্কলারশিপ পাইসে, অমুকের বিসিএস হইসে, বসে না থেকে চাকরিতে ঢুকা উচিৎ- এগুলোই মেইন গল্প। এদিকে কারো বাবা-মা অসুস্থ,কোন ডাক্তারের কাছে নেওয়া উচিত,কি চিকিৎসা ভাল হবে এগুলো থাকে আরো একটা অংশে। কেউ কেউ হয়তো সবার অজ্ঞাতে একা একা ঝড়-ঝাপটা বয়ে বেড়াচ্ছে।

আমরা সবাই হঠাৎই ম্যাচুরড হয়ে গেসি।
আমি আমার বন্ধুদের দেখি। গত এক বছরে সবার বয়স বাড়সে মনে হয় দশ বছর। চোখে ভয়,কাঁধে অদৃশ্য বোঝা।ক্যারিয়ার গুছাও, টাকা কামাও, ঘর সংসার গুছাও, বাবা মায়ের জন্য কিছু করো...

আমাদের আড্ডায় তারুণ্যের উচ্ছ্বাস , ঘন্টার পর ঘন্টা আজাইরা কথাবার্তা বলে হাসতে হাসতে লুটায় পরা- এগুলো কবে জানি শেষ হয়ে গেছে।

সময়ের সাথে এমন হবারই ছিলো, জানি! তবুও...
সময় শুধু কেড়েই নেয়, কিছু ফিরিয়ে দেয় না!
এরকম বড় হওয়াটা তো চাইনি কখনো.......

[শান্ত জাওয়াদ ]

বাসা থেকে শত শত মাইল দূরে প্রতিদিন কাজের যুদ্ধ লড়ে যাওয়া প্রতিটি কর্পোরেট পেশাজীবীর পেছনেও লুকিয়ে থাকে হাজারো ত্যাগ আর এ...
25/08/2025

বাসা থেকে শত শত মাইল দূরে প্রতিদিন কাজের যুদ্ধ লড়ে যাওয়া প্রতিটি কর্পোরেট পেশাজীবীর পেছনেও লুকিয়ে থাকে হাজারো ত্যাগ আর একটি বড় আশার দীপ্ত আলো—নিজেকে ও পরিবারকে ভালো কিছু উপহার দেওয়ার।
ঘন্টা পেরিয়ে রাত অবধি চলা ক্লান্তিকর মিটিং হোক বা চাপের কাজের ডেডলাইন, প্রতিটি কর্মীর মনেই একটা জায়গা থাকে—নিজের পরিবার, নিজের ঘর।
পরিশেষে, পেশা যাই হোক না কেন—লড়াইটা একজন মানুষই করে, আর সেই মানুষটি হলো একজন পুরুষ।
সবকিছুর পিছনে থাকে তাদের ত্যাগ, পরিশ্রম আর নিঃশব্দ সংগ্রাম।





MD Shahoria Nadim Resat

........
24/08/2025

........

শেষ বয়সে সবকিছু চুকিয়ে দিয়ে বুড়ো বুড়ি টিনের ছনে সংসার বাঁধবো,ঘরের পেছনের জামগাছের পাকা জাম বাজারে বেইচা ৪০ টাকা হাতে করে...
22/08/2025

শেষ বয়সে সবকিছু চুকিয়ে দিয়ে বুড়ো বুড়ি টিনের ছনে সংসার বাঁধবো,
ঘরের পেছনের জামগাছের পাকা জাম বাজারে বেইচা ৪০ টাকা হাতে করে ফিরবো,
তুমি তখন মোটা চালের গরম ভাতের সাথে আগুড় আলুর ছানা মেখে রাখবা।
মাটির চৌকিতে বসে দু’জনে ভাগ করে খাবো—
ভালোবাসা মাখা একফোঁটা সুখে আর কোনো দাবি থাকবো না।
AyatO-Graphy


মাসুমিয়াত!!
20/08/2025

মাসুমিয়াত!!

আমাদের মতো মানুষদের জীবনে এই একটি কথা ধ্রুবক সত্যি। সবকিছু এলোমেলো হলেও, কিন্তু যদি ফ্যামিলি ঠিক থাকে—তাহলে বাকিটা সামলে...
17/08/2025

আমাদের মতো মানুষদের জীবনে এই একটি কথা ধ্রুবক সত্যি। সবকিছু এলোমেলো হলেও, কিন্তু যদি ফ্যামিলি ঠিক থাকে—তাহলে বাকিটা সামলে নেওয়া যায়।
রিপন মিয়ার কথাগুলো আমাদের মনে করিয়ে দেয়, আসল শক্তি বাইরের জগতে নয়, বরং ঘরের চার দেয়ালের ভেতরেই লুকানো থাকে।
পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক না, এটা মানে—ভরসা, সহানুভূতি, ভালোবাসা আর একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি।
জীবনের যত বড় দুঃসময়ই আসুক, যদি ফ্যামিলি পাশে থাকে, তাহলে সেই দুঃসময়ও টিকতে পারে না।
কারণ, ফ্যামিলি যদি ঠিক থাকে, জীবনও ঠিক হয়ে যায়।



#বাংলাদেশ

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when AyatO-Graphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category