AyatO-Graphy

AyatO-Graphy hustler.
(1)

ইতি,
26/10/2025

ইতি,

26/10/2025

নভেম্বরের শেষের দিক আর ডিসেম্বর আসলে ক্যমন যেনো ছুটি ছুটি ফ্লেভার লাগতো। বোর্ড এক্সাম শেষ করে যেনো দুনিয়ার আর কোন খবর নেই। আপতত ছুটি। পরের বছরের চিন্তা পরের বছর দেখা যাবে। দুপুর অলস হয়ে উঠতো দিন হতো ছোট, রাত হত গভীর। বাতাসের শুষ্কতা বলে দিতো ভাপা পিঠার ছুটির আমেজ। কুয়াশায় রাতে ব্যাটমিণ্টন খেলার হলুদ নিয়ন আলোয় কত সময় কাটিয়েছি। নেট টাঙানো থেকে উঠানো অব্দি ছিলাম আমি। শেষ ক্লাস নাইনে থাকতে হতো এমন ছুটির ফ্লেভার। শেষ ক্লাস নাইন। তারপর.......

05/10/2025

The transition we need📍



From river to the sea🍉১৫০ টিরও বেশি নৌকা ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় যাচ্ছে।৫০টি নৌকা খাবার বহন করছে।৪৪টি দেশের মানুষ এই ...
02/10/2025

From river to the sea🍉
১৫০ টিরও বেশি নৌকা ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় যাচ্ছে।৫০টি নৌকা খাবার বহন করছে।
৪৪টি দেশের মানুষ এই সংহতি অভিযানে যোগ দিয়েছে।নৌকাগুলিকে দুই ভাগে বিভক্ত হতে দেখা কতই না সুন্দর, সাহায্য জাহাজগুলিকে মাঝখানে পথ দিয়ে গাজায় নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে।

🌊⛵🇵🇸


Maine har nahi mana.
01/10/2025

Maine har nahi mana.

।।২:৩০ এ থেকে আবার ডিউটি।।just sudden realise যে একটা সময় ছিলো এমন শুক্রবারে আমি দুপুর ১২টাই উঠে গায়ে পানি দিয়ে নামাজে দ...
26/09/2025

।।২:৩০ এ থেকে আবার ডিউটি।।
just sudden realise যে একটা সময় ছিলো এমন শুক্রবারে আমি দুপুর ১২টাই উঠে গায়ে পানি দিয়ে নামাজে দৌড় দিতাম। আর এখন আমি অফ ডে এর দিনেও ডিউটি দেই, হাহাহাহা। এমন না যে করাই লাগে বাধ্যতা মূলক। শুধু কিছু এক্সট্রা পেইড দরকার ছিলো ব্যস। আর হ্যাঁ আমি একাই মাইকেল নেই জীবনে খুব স্ট্রাগল করছি। এইটা আমার শুধু অনুধাবন যে জীবন যেথায় যেমন। অগোছালো ভবঘুরে ছেলেটাও এখন ১০০টাকা বেশির জন্য ছুটির দিনেও ডিউটি দেয়। আমি যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে শুধু নিজের পরিস্থিতি পরিবর্তন দেখে নিজের কাছেই অবাক লাগে। things are not always be same, cz we all grew up.

‎সপ্তাহে ৫দিন ১২ঘন্টা ডিউটি। ৪ঘণ্টার লোকাল বাস এর জ্যাম পেরিয়ে weekly twice academic classes। মানুষ আমি হারাতে চাইনি বা ...
20/09/2025

‎সপ্তাহে ৫দিন ১২ঘন্টা ডিউটি। ৪ঘণ্টার লোকাল বাস এর জ্যাম পেরিয়ে weekly twice academic classes। মানুষ আমি হারাতে চাইনি বা হারিয়ে যাইনি৷ আমি শুধু তলিয়ে যাচ্ছি। জীবনে এত্ত ব্যস্ত হয়ে পড়বো কখনো ভাবিনি। হয়তো ব্যস্ত না, শুধু একটা নির্দিষ্ট টাইম লুপে আটকে গেছি। এখন চোখে ঘুম শান্তিতে না ক্লান্তিতে আসে। তাই মাঝে মাঝে সেমিস্টার শেষে সেই অলস ভোরের কথা খুব মনে পড়ে। যে ঐ ঘুমটা আমার লাগবে।

Deepest desire of every man:গ্রামে একটা খামার📍❤️
15/09/2025

Deepest desire of every man:
গ্রামে একটা খামার📍❤️

বেশিরভাগ ক্ষেত্রে না এমনই হয়,পড়াশোনা কিংবা ক্যারিয়ারের জন্য একবার বাড়ি ছাড়া মানেই আপনি আজীবনের জন্য নিজ বাড়ির মেহমান ...
12/09/2025

বেশিরভাগ ক্ষেত্রে না এমনই হয়,
পড়াশোনা কিংবা ক্যারিয়ারের জন্য একবার বাড়ি ছাড়া মানেই আপনি আজীবনের জন্য নিজ বাড়ির মেহমান হয়ে যাবেন। একটা সময় পর পুরুষদের নিজের ঘর বলতে কিছু হয়না। নিজেকেই ঘর হতে হয়।
somewere in dhaka📍

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when AyatO-Graphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category