শেরপুর অপরাধ নামা

শেরপুর অপরাধ নামা একটা উদাহরণ;- টাকা আর ক্ষমতার চাপে মুখবন্ধ নয়। Journalist

26/05/2025

শেরপুর ধুনটের মাঝামাঝি বাঙালি নদীতে লা-শ শনাক্তের চেষ্টা চলছে

26/05/2025

শেরপুরে বথুয়াবাড়ি বাঙালি নদীতে কার লা-শ ভেসে যাচ্ছে?

বগুড়ার শেরপুর ধুনটের মাঝামাঝি বথুয়াবাড়ি বাঙালি নদীতে একটি লা-শ ভেসে যাওয়ার সময় এলাকাবাসী খবর দেয়।

25/04/2025

শেরপুর চন্ডীজানে বী-ভৎস লা-শ উদ্ধার;- পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

২৫ এপ্রিল বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডীজান শ্মশানের নিচে করতোয়া নদীর পাশে একটি বী-ভৎস লা-শ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে হ-ত্যা করে ফেলে রেখে গেছে।

লা-শের মুখাবয়ব দেখে বোঝার উপায় নেই কে এই ব্যক্তি। মুখে মবিল দিয়ে পোড়ানোর মত ক্ষত সাদৃশ্য। লা-শের পাশে একটি স্যান্ডেল পাওয়া গেছে।

৯৯৯ ফোন পেয়ে শেরপুর থানার পুলিশ উদ্ধার অভিযানে আসেন। পুলিশ লা-শ শনাক্তের চেষ্টা করছে। আপডেট পেলে দ্রুত আসছি।

18/04/2025

শেরপুরে কলেজের গভর্নিং বডি সভাপতি পরিবর্তন সমাচার

রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই শিক্ষাঙ্গনের ভেতরে ও বাহিরে। সভাপতির পরিবর্তন বিষয়টি নিয়ে শেরপুর উপজেলা বিএনপি পালন করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি। আওয়ামী বলয় সহ অধ্যক্ষের বিরুদ্ধে নানা রকম আর্থিক দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করে দলটির বিভিন্ন নেতাকর্মীগণ।

৫ আগস্ট পরবর্তী রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ও পরবর্তীতে গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন পান শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।

কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আরেক প্রজ্ঞাপনে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি শহিদুল ইসলামের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রনি হাসান কে মনোনয়ন দেন।

১৮-১১-২০২৪ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। এই আদেশ প্রজ্ঞাপন জারীর তারিখ ১১-৩-২০২৫ থেকে কার্যকর করার কথা উল্লেখ করা হয়।

সভাপতির পদ পরিবর্তন ঘটনায় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের বর্তমান পরিস্থিতি এবং অত্র কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানের আর্থিক অনিয়ম দুর্নীতি নিয়ে অনুসন্ধানে শেরপুর অপরাধ নামা......

08/04/2025

পরকীয়া সন্দেহে ফিল্মি স্টাইলে কাবিল কে হ-ত্যা

নারী ঘটিত ও মা-রা-মা-রির এই বর্বর দৃশ্য গুলো শর্টফিল্মের হলেও কাবিল কে এভাবেই ৮/১০ জন নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়ে। শর্টফিল্মের এই চরিত্র গুলোই কাবিলের হত্যাকারী। আজম সজিব সহ এই টিমের সদস্যরা 'সেরা বন্ধন টীমের'। এদের তৈরি প্রতিটি শর্টফিল্মের মুখগুলো প্রায়ই একই। আর এই টীমের বস আজম।

কাবিল কে মে-রে যে ৬/৭ জন হাসপাতালে নিয়ে গিয়েছিল। তাদের মধ্য আজম ও সজিব চিহ্নিত। স্পষ্টত বোঝা যাচ্ছে এই টীমের সদস্যরাই এই খুনের সাথে সরাসরি জড়িত।

মাস্টারমাইন্ড সুমাইয়ার পিতা তৌহিদুল ইসলাম, চাচা শফিকুল ও সুমাইয়ার শ্বশুর। শফিকুলের ছেলে ও সুমাইয়ার ক্লোজ ছিল এই আজম।

ইলেক্ট্রিশিয়ান কাবিলের সাথে সুমাইয়ার যোগাযোগ ছিল। পরকীয়া সন্দেহে পরিকল্পিত ভাবে সুমাইয়ার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন ও আজম সজীবরা মিলে কাবিল কে সুমাইয়ার মাধ্যমে ডেকে নিয়ে এসে ব্যপক মা-রপি-ট করে।

৮/১০ জন মিলে কাবিল কে হাটগাড়ী ঈদগাঁ মাঠে অবস্থিত মাদ্রাসার কক্ষের পেছনে একটি গাছের বাগানের মধ্য নিয়ে চালায় নি'র্যাতন। উরসের মাইকের আওয়াজে চিৎকার চেচামেচি শোনা যাচ্ছিল কম। তারপরও উরসে আগত ক'জন শব্দ শুনে জানতে চাইলে নি'র্যা'তনকারীরা উত্তর দেয় বন্ধুবান্ধব রা মজা করেছে।

প্রচন্ড মারধরে কাবিন অজ্ঞান হয়ে গেলে তারা প্রথমে সুমাইয়ার বাড়ির উঠানে নিয়ে মাথায় পানি ঢালে। তবুও জ্ঞান না ফিরলে একটি অটো যোগে ৭/৮ জন মিলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আগেই মৃ'ত্যু হয়েছে জানালে সটকে পড়ে হ-ত্যা-কারী চক্রের সদস্যরা।

08/04/2025

শেরপুরে কুসুম্বীতে কাবিল নামের এক যুবক পি-টি-য়ে হ-ত্যা

৭ এপ্রিল আনুমানিক মধ্যরাতে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লা-শ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে।

মা-র-পি-টে নিহত কাবিলের বয়স ৩৪। তিনি গোসাইবাড়ী বটতলার শাজাহান আলীর ছেলে।

কাবিলের শরীরে নিচের অংশে গুরুত্বর আঘাতে চিহ্ন দেখা গেছে। তাকে নি-র্ম-ম ভাবে পি-টি-য়ে হত্যা করা হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে হাপুনিয়া উরসে গিয়েছিল। উরসে গিয়েই এই হা-ম-লা-র শিকার হয়ে নি-র্ম-ম মৃ-ত্যু হয় তার।

আরও অনুসন্ধান চলছে। আপডেট পেলে দ্রুত আসছি…...

04/04/2025

শেরপুরে সাংবাদিককে প্রাণে মে-রে ফেলার হুমকি বিএনপি নেতার

"আমি এই এলাকার বিচারক, আমার যা ইচ্ছা তাই করমু"
"আওয়ামীলীগ কি ক্ষমতায় আছে যে বেশী ভাব দুচাস? তুই এর আগে নিউজ করছিলি এর শোধ এখন নিমু"
"তুই কুটি আছু ক, তোরে মাইর‍্যা ফেলমু"

কথাগুলো একটা ইউনিয়ন বিএনপি নেতার। বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো: জিয়াউর জিয়ার।

৫ তারিখের পট পরিবর্তনের পর শাহবন্দেগী ইউনিয়নের মাতব্বর সেজেছে। একবার ভাবুন শেরপুরের অধিক প্রচারিত পেইজের এডমিনের সাথে এমন করার সাহস পেলে সাধারণ মানুষের উপর কেমন আচরণ করেন এই নেতা। কারণ পেছনে আছে প্রভাবশালী বিএনপি নেতা। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কতটা পালন করছেন এরা?

আওয়ামীলীগের সময়ে বিএনপি প্রোগ্রামে সাহসী ভূমিকা না করলেও ব্যক্তিগত সম্পত্তি রক্ষায় পুকুরে বৈদ্যুতিক তার জড়িয়ে মানুষ হ-ত্যা সহ প্রতিবেশীকে মা-রপি-ট সহ নানান বিতর্কিত কাজে জড়িয়েছে। আবার দিনশেষে নানান অনিয়মে সুবিধাবাদীরাই কমিটিতে স্থান পেয়েছে।

কেন এই হুমকি? ওই এলাকার সব বিচার ওনি করবেন। কোনো ভুক্তভোগী আমাদের সাহায্য নিতে পারবেন না। এরা দু পক্ষকে বিবাদ লাগান, গেঞ্জাম বড় করার চেষ্টা চালান। পরে আর্থিক দফারফায় মীমাংসা করান। এরকম একটি বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করতে চাইলে আমাদের চুপ থাকতে বলেন। আমাদের বলেন আমরা কথা বলার কে? সাংবাদিক কথা বলবেনা ওনাদের ইচ্ছামত বিচার সম্পর্কে। এমন আলাপকালে উত্তেজিত হয়ে হম্বিতম্বি দেখান এই ইউনিয়ন বিএনপি নেতা।

এছাড়াও শেরপুর অপরাধ নামা এডমিনের উপরে এর আগেও বিএনপি নাম ভাঙানো কিছু টাপেন্টা বিক্রেতা ও চাঁদাবাজ কর্তৃক ন্যক্কারজনক হা-ম-লা-র শিকার হয়েছিলেন। অথচ বিএনপির দুর্দিনে এদের কে পাশে পাই নাই বিএনপি।

পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকলেও দিনশেষে একটু হলেও নিরাপত্তা দিয়েছিল এডমিনের।

কিন্তু দুর্ভাগ্যে শতবার ফোন করেও সেনাবাহিনী কে পাইনি এডমিন।

তাই সাময়িক সাহস হারিয়েছিলাম আমরা। কেননা আমাদের চারপাশ জুড়ে শত্রুদের আস্ফালন। এ যেন আইন শৃঙ্খলার চরম অবনতির শহর.....

04/04/2025

শেরপুর সুঘাটে কথিত জাফলং এ বাঙালি নদীতে ড্রেজিং সৃষ্ট গর্তের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃ-ত্যু

৪ এপ্রিল সকাল আনুমানিক ১০ টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে ড্রেজিং সৃষ্ট গর্তের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃ-ত্যু হয়েছে।

আর ডি এ তে পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সাদাত ইকবাল(১২) পিতা মো: ইকবাল হোসেন, বর্তমান ঠিকানা জগন্নাথ পাড়া, শেরপুর, বগুড়া।

স্কুল ছাত্র সাদাত ইকবার পরিবার সহ সুঘাটে নানীর বাড়িতে গিয়েছিল। শুক্রবার সকালে সদ্য ভাইরাল হওয়া কথিত মিনি জাফলং এ পরিবার সহ বেড়াতে যান। নদীতে নেমে গোসল করার সময় স্রোতে ভাসিয়ে ড্রেজিং করার ফলে সৃষ্ট নানান গর্তের একটি গর্তে ডুবে যায়।

এছাড়াও শেরপুরের প্রভাবশালী নানান কোম্পানির বর্জ্য ও বিষাক্ত পানি এই নদীতে ফেলা হয়। ফলে নদীর পানিও নিরাপদ নয়। এছাড়াও আশেপাশে ড্রেজিং এর ফলে বেশকিছু অংশ মরণফাঁদ সৃষ্টি হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন দাবি এলাকার সচেতন মহলের।

04/04/2025

শেরপুরে নতুন জাফলং ভাইরালের পরিণতি! ড্রেজিং এ কারণে সৃষ্ট গর্তের পানিতে ডুবে সাদাত নামের ১২ বছরের স্কুল ছাত্রের মৃত্যু;- বিষয়টি নিয়ে জনসচেতনতা জরুরি।

23/03/2025

শেরপুরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নৃ-শং-স ভাবে কু-পি-য়ে হ-ত্যা

২২ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে চাকু ও দা দিয়ে নৃ-শং-স ভাবে কু-পি-য়ে আকবর আলী(৫৫) নামের এক চাতাল শ্রমিক কে হ-ত্যা করেছে বন্ধু বেশে থাকা অভিযুক্ত খু-নী আব্দুল লতিফ।

এলাকাবাসীরা জানান বয়সের ব্যবধান থাকলেও লতিফ ও আকবর আলীর ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঘটনার দিনও লতিফ আকবর আলীর বাড়িতে দুপুরের খাবার খেয়েছিল। আকবর আলীর ছেলে জানান লতিফের কাছ থেকে ৩০০০ টাকা সুদে টাকা নিয়েছিল তার পিতা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে সময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা, চাদর ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির ছেলে মো. শাহজামাল (২৩) বলেন, লতিফের ফোন পেয়ে তাঁর বাবা গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। একজন প্রতিবেশী তাঁর বাবার আহত হয়ে সড়কে পড়ে থাকার খবর দেন। সেখানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনাস্থল থেকে খু-নীর মোবাইল ফোন স্যান্ডেল ও একটি চাদর উদ্ধার করে পুলিশ। দ্রুত রহস্য উদঘাটন করে খুনী কে গ্রেপ্তারের কথা জানান শেরপুর থানার অফিসার্স ইনচার্জ।

23/03/2025

ব্রেকিং নিউজ
শেরপুরে ২২ মার্চ গভীররাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আকবর আলী কে কুপিয়ে হ-ত্যা!!

বিস্তারিত কমেন্টে..

23/02/2025

শেরপুরে ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলা গেটের সামনে উপর্যুপরি ছুরিকাঘাত করে অটো ছিনতাই;- অটো চালকের অবস্থা আশঙ্কাজনক!

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুর অপরাধ নামা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেরপুর অপরাধ নামা:

Share