শেরপুর অপরাধ নামা

শেরপুর অপরাধ নামা একটা উদাহরণ;- টাকা আর ক্ষমতার চাপে মুখবন্ধ নয়। Journalist

27/10/2025

শেরপুরে গত এক সপ্তাহে স্বামীর মারধরে স্ত্রী'র মৃত্যু ঘটনা ঘটেছে একাধিক!
কিছু ক্ষেত্রে গ্রেপ্তার কিছু ক্ষেত্রে আত্মহত্যা আবার কিছু ক্ষেত্রে পোস্ট মোর্টেমের জন্য অপেক্ষা!শেষমেশ বিচারে কীভাবে যেন পার পেয়ে যায়

20/10/2025

শেরপুরে আওয়ামী দোসর ইস্যু নিয়ে ডা. ইকবাল সনির নেতৃত্বে ডা. হামীমের ওপর হামলা

১৯ অক্টোবর দুপুর ১ টার দিকে বগুড়ার শেরপুর পৌর শহরের খন্দকার পাড়ায় অবস্থিত ন্যাশনাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে।

এতে খন্দকার পাড়ার মৃত ডা. আ.ন.ম মোনেএমের ছেলে ডা. আ.ন.ম গোলাম হামীম (৩৮) আহত হয়েছেন।

সিসি ফুটেজে দেখা যায় দলবল নিয়ে হাসপাতাল রোডের ইসাহাক হাজীর ছেলে ডা. ইকবাল(৪০) খন্দকার পাড়ায় অবস্থিত ন্যাশনাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঢুকতে দেখা যায়।

শেরপুর অপরাধ নামার ক্যামেরায় তুলে ধরার চেষ্টায় টীম অপরাধ নামা।

19/10/2025

শেরপুরে দাদা কে পি-টি-য়ে হ-ত্যা;- থানায় এসে নাতির আত্মসমর্পণ

​বগুড়ার শেরপুর উপজেলায় নাতির লাঠির আ'ঘাতে দাদা শাবান আলী (৭৫) নি-হ-ত হয়েছেন। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

​ঘটনার পর থেকে নাতি মো. রানা (২৪) বাড়ি থেকে পালিয়েছেন। তার বাবার নাম মো. আবু সাঈদ।
​স্থানীয় সূত্রে জানা যায়, মো. রানা বেশ কয়েক বছর ধরে নেশাগ্রস্ত ছিলেন এবং অসুস্থতার কারণে প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের লোকজনকে চাপ দিতেন। তার এমন আচরণে বাড়ির লোকজন আতঙ্কে থাকত এবং তার বিবাহিত স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন।
​আজ সকালে রানা তার দাদা শাবান আলীর কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় রানা একটি গাছের ডাল দিয়ে দাদার মাথায় আ'ঘাত করেন। এতে শাবান আলী গুরুতর জ'খম হন।

​তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, সকাল পৌনে নয়টায় শাবান আলীকে মৃত অবস্থায় আনা হয় এবং তার মাথার পিছনে আঘাতের ফলে রক্তাক্ত জখম ছিল।

​শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, সংবাদ পেয়ে আজ রোববার বেলা ১১টায় চন্ডিপুর গ্রামে গিয়ে নিহতের বাড়ি থেকে লা-শ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

19/10/2025

শেরপুরের ভবানীপুরে নেশার টাকার জন্য বৃদ্ধ দাদা কে পিটিয়ে হ-ত্যা করেছে নাতি!
বিস্তারিত আসছে...

06/10/2025

শেরপুরে প্রাচীর নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ;- বড় ধরণের রক্তপাতের আশঙ্কা

‎৬ অক্টোবর বগুড়া জেলার শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের পরিবার ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা, জামায়াত নেতা জাফরুল ইসলাম পরিবারের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।

‎এতে জেরিন, জিসা নামের দুই নারী এবং এক শ্রমিক আহত হয়েছেন।

‎জানা গেছে সীমানার প্রাচীর নিয়ে দ্বন্দ্বে প্রায় দুই মাস যাবত এই দুই পরিবারের মধ্যে হামলা মামলার ঘটনা ঘটেছে।

‎একদিকে শেরপুর পৌর কর্তৃপক্ষ কর্তৃক প্রাচীর অপসারণের জন্য নির্দেশ দিলেও অন্যপক্ষ মানছেন না। এ নিয়ে নানান সংঘর্ষের পর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা থাকলেও কেউই তা মানছে না।

‎ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, পৌর কর্তৃপক্ষ কর্তৃক যে প্রাচীরটি অপসারণ করতে বলা হয়েছিল সেই প্রাচীর টি অপসারণ না করে নতুন করে তাতে ইট দিয়ে প্রাচীর উঁচু করছিল। এতে আরেকটি পরিবার এসে কাজে বাধা প্রদান করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।

‎বিষয়টি নিয়ে নানান উদ্বেগের কথা জানিয়েছেন এলাকাবাসী। তারা আশঙ্কা করেছেন যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের রক্তপাতের ঘটনা। এলাকার শান্তির লক্ষ্যে এবং দুটি পরিবারের মধ্যে বিরাজমান পরিস্থিতি উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এলাকার জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা চায় এলাকাবাসী।

11/09/2025

শেরপুরে হাটদীঘি পুকুর কেন্দ্র করে দফায় দফায় হা-ম-লা

গত ৯ সেপ্টেম্বর বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাঘমারা গ্রামের হাটদীঘি পুকুর এবং শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এই হা-ম-লা ও সং'ঘর্ষের ঘটনা ঘটেছে। এই হা-ম-লা-য় নারী পুরুষ সহ কমপক্ষে ১২ জন গুরুতর আহত হয়েছে।

এর আগে গত ১ লা সেপ্টেম্বর পুকুরে মাছ ছাড়ার সময় পুকুর পাড় বসতি কিছু পরিবারের ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছিল।

প্রায় ৪০ বছর ধরে হাটদীঘি পুকুর ও পাড়ের ১১ একর জায়গা ঘিরে হামলা মামলা চলে আসছে। ৪০ বছর ধরে এই জায়গা ঘিরে সরকার এবং বিভিন্ন ব্যক্তিদের সাথে মামলা যুদ্ধ চালায় সুরেন্দ্র নাথ মাহাতো।

পরিশেষে দীর্ঘ সময় পরে যাবতীয় মামলার আপীল শেষে আদালত কর্তৃক রেকর্ড সংশোধন ও মামলা জিতেন বলে দাবি করেন ও নথিপত্র দেখান সুরেন্দ্র নাথ মাহাতোর পরিবার।

কিন্তু পুকুর পাড়ের ভূমিহীনরা দাবি করে এই জায়গা ১নং খাস খতিয়ান এবং তাদের যাবার আর কোনো জায়গা নেই।

যদিও তাদের উচ্ছেদের ব্যাপারে অস্বীকার করেন সুরেন্দ্র নাথ মাহাতোর পরিবার। তবে বিভিন্ন সময় এই পুকুর লীজ দিলেও এবার তারা নিজেরা মাছ চাষ করবেন বলে জানান প্রভাস চন্দ্র এবং এতেই সমস্যার সৃষ্টি হয়।

শেরপুর অপরাধ নামা টীম অনুসন্ধানে গেলে বিভিন্ন সময় বার বার পুলিশ এবং সন্ত্রাসী কর্তৃক ক্যামেরা বন্ধের জন্য চাপ দিতে থাকেন।

বলা যায় অনেকটা ভয়ে ভয়েই মাঝেমধ্যে গোপনে ভিডিও করার চেষ্টা করা হয়। সং'ঘর্ষের সময় ফোন আসে যে বাগড়ায় একটি লা-শ পাবার তথ্য। ভিডিও করার পাশাপাশি র-ক্তা-ক্ত হওয়া কিছু আহতদের হাসপাতালে পাঠানো সহ হা-ম-লা-র সময় নারীদের ওপরে আঘাত ঠেকানোর চেষ্টা করেন শেরপুর অপরাধ নামার এডমিন। সেজন্য মাঝেমধ্যে ক্যামেরা পকেটে রাখতে বাধ্য হয়েছিল।

কিছু আহতদের উদ্ধার করে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকিয়ে দিয়ে বাগড়ায় লা-শের তথ্য সংগ্রহে যায় টীম অপরাধ নামা। তথ্য সংগ্রহের সময় খবর পাই শেরপুর হাসপাতালে আবার হা-ম-লা হয়েছে। বাগড়া থেকে অটোচালক হ-ত্যা-কা-ণ্ডের তথ্য নিয়ে এসে শেরপুর হাসপাতালে আসে টীম অপরাধ নামা।

সেখানে টোলার আরিফ ও তারেক উপস্থিত থাকলেও সং'ঘ'র্ষ থামানোর চেষ্টা করছিল। কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়াবহর দিকে রুপ নিয়েছিল।

04/07/2025

শেরপুরে ওয়ার্ড জামায়াত নেতার বিরুদ্ধে নি'র্যাত'নের অভিযোগ;- ক্যামেরার সামনেই বয়স্ক নারী কে গা-লা-গা-লি।

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকামের ঘটনা এটি। প্রভাবশালী জামায়াত নেতা সোবাহান হাজীর বিরুদ্ধে মা-র-ধ-র, রাস্তা বন্ধ ও হু'মকি ধামকির অভিযোগ এনে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী কোরবান আলী মন্ডল।

বিষয়টি নিয়ে শেরপুর অপরাধ নামা টীম শাহবন্দেগী ইউনিয়নের ওয়ার্ড জামাতের সেক্রেটারি সোবাহান হাজীর নিকট জানতে চাইলে মা-র-ধ-র হুমকি ধামকি ও রাস্তা বন্ধের কথা অস্বীকার করে ঘটনাস্থলে বিষয়টি তদন্ত করতে বলেন।

টীম অপরাধ নামা ঘটনা স্থলে গিয়ে অভিযোগ কারীর বাড়িতে যাবার রাস্তা সহ মা-র-ধ-রে-র বিষয়টি জানার চেষ্টার সময় ক্যামেরার সামনেই বয়স্ক নারী কে গা-লা-গা-লি দাম্ভিকতা দেখান প্রভাবশালী সোবাহান হাজী।

ফেরার সময় টীম অপরাধ নামা কে উৎকোচ দেয়ার চেষ্টা করেন সোবাহান হাজী। উৎকোচ না নিয়ে অপরাধ নামার এডমিন হাজী সাহেব কে অনুরোধ করেন নিম্নবিত্ত ও হাজী সাহেবের নিকটাত্মীয় পরিবারের জন্য কিছুটা ছাড় দিয়ে একটা লা-শে-র খাটিয়া যাবার রাস্তা বের করে দেয়া যায় কিনা?

নিঃসন্তান ব্যবসায়ী হাজী সাহেব এই বিষয়ে ভুক্তভোগী ও নিকটাত্মীয় সেই পরিবার কে কোনো ছাড় দিবেন না বলে কড়া ভাষায় জানান। টীম এডমিন

আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে অনুসন্ধানে। শেরপুর অপরাধ নামার ক্যামেরায় তুলে ধরার চেষ্টায় টীম অপরাধ নামা....

26/05/2025

শেরপুর ধুনটের মাঝামাঝি বাঙালি নদীতে লা-শ শনাক্তের চেষ্টা চলছে

26/05/2025

শেরপুরে বথুয়াবাড়ি বাঙালি নদীতে কার লা-শ ভেসে যাচ্ছে?

বগুড়ার শেরপুর ধুনটের মাঝামাঝি বথুয়াবাড়ি বাঙালি নদীতে একটি লা-শ ভেসে যাওয়ার সময় এলাকাবাসী খবর দেয়।

25/04/2025

শেরপুর চন্ডীজানে বী-ভৎস লা-শ উদ্ধার;- পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

২৫ এপ্রিল বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডীজান শ্মশানের নিচে করতোয়া নদীর পাশে একটি বী-ভৎস লা-শ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে হ-ত্যা করে ফেলে রেখে গেছে।

লা-শের মুখাবয়ব দেখে বোঝার উপায় নেই কে এই ব্যক্তি। মুখে মবিল দিয়ে পোড়ানোর মত ক্ষত সাদৃশ্য। লা-শের পাশে একটি স্যান্ডেল পাওয়া গেছে।

৯৯৯ ফোন পেয়ে শেরপুর থানার পুলিশ উদ্ধার অভিযানে আসেন। পুলিশ লা-শ শনাক্তের চেষ্টা করছে। আপডেট পেলে দ্রুত আসছি।

18/04/2025

শেরপুরে কলেজের গভর্নিং বডি সভাপতি পরিবর্তন সমাচার

রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই শিক্ষাঙ্গনের ভেতরে ও বাহিরে। সভাপতির পরিবর্তন বিষয়টি নিয়ে শেরপুর উপজেলা বিএনপি পালন করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি। আওয়ামী বলয় সহ অধ্যক্ষের বিরুদ্ধে নানা রকম আর্থিক দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করে দলটির বিভিন্ন নেতাকর্মীগণ।

৫ আগস্ট পরবর্তী রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ও পরবর্তীতে গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন পান শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।

কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আরেক প্রজ্ঞাপনে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি শহিদুল ইসলামের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রনি হাসান কে মনোনয়ন দেন।

১৮-১১-২০২৪ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। এই আদেশ প্রজ্ঞাপন জারীর তারিখ ১১-৩-২০২৫ থেকে কার্যকর করার কথা উল্লেখ করা হয়।

সভাপতির পদ পরিবর্তন ঘটনায় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের বর্তমান পরিস্থিতি এবং অত্র কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানের আর্থিক অনিয়ম দুর্নীতি নিয়ে অনুসন্ধানে শেরপুর অপরাধ নামা......

08/04/2025

পরকীয়া সন্দেহে ফিল্মি স্টাইলে কাবিল কে হ-ত্যা

নারী ঘটিত ও মা-রা-মা-রির এই বর্বর দৃশ্য গুলো শর্টফিল্মের হলেও কাবিল কে এভাবেই ৮/১০ জন নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়ে। শর্টফিল্মের এই চরিত্র গুলোই কাবিলের হত্যাকারী। আজম সজিব সহ এই টিমের সদস্যরা 'সেরা বন্ধন টীমের'। এদের তৈরি প্রতিটি শর্টফিল্মের মুখগুলো প্রায়ই একই। আর এই টীমের বস আজম।

কাবিল কে মে-রে যে ৬/৭ জন হাসপাতালে নিয়ে গিয়েছিল। তাদের মধ্য আজম ও সজিব চিহ্নিত। স্পষ্টত বোঝা যাচ্ছে এই টীমের সদস্যরাই এই খুনের সাথে সরাসরি জড়িত।

মাস্টারমাইন্ড সুমাইয়ার পিতা তৌহিদুল ইসলাম, চাচা শফিকুল ও সুমাইয়ার শ্বশুর। শফিকুলের ছেলে ও সুমাইয়ার ক্লোজ ছিল এই আজম।

ইলেক্ট্রিশিয়ান কাবিলের সাথে সুমাইয়ার যোগাযোগ ছিল। পরকীয়া সন্দেহে পরিকল্পিত ভাবে সুমাইয়ার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন ও আজম সজীবরা মিলে কাবিল কে সুমাইয়ার মাধ্যমে ডেকে নিয়ে এসে ব্যপক মা-রপি-ট করে।

৮/১০ জন মিলে কাবিল কে হাটগাড়ী ঈদগাঁ মাঠে অবস্থিত মাদ্রাসার কক্ষের পেছনে একটি গাছের বাগানের মধ্য নিয়ে চালায় নি'র্যাতন। উরসের মাইকের আওয়াজে চিৎকার চেচামেচি শোনা যাচ্ছিল কম। তারপরও উরসে আগত ক'জন শব্দ শুনে জানতে চাইলে নি'র্যা'তনকারীরা উত্তর দেয় বন্ধুবান্ধব রা মজা করেছে।

প্রচন্ড মারধরে কাবিন অজ্ঞান হয়ে গেলে তারা প্রথমে সুমাইয়ার বাড়ির উঠানে নিয়ে মাথায় পানি ঢালে। তবুও জ্ঞান না ফিরলে একটি অটো যোগে ৭/৮ জন মিলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আগেই মৃ'ত্যু হয়েছে জানালে সটকে পড়ে হ-ত্যা-কারী চক্রের সদস্যরা।

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুর অপরাধ নামা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেরপুর অপরাধ নামা:

Share