06/10/2025
শেরপুরে প্রাচীর নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ;- বড় ধরণের রক্তপাতের আশঙ্কা
৬ অক্টোবর বগুড়া জেলার শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের পরিবার ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা, জামায়াত নেতা জাফরুল ইসলাম পরিবারের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জেরিন, জিসা নামের দুই নারী এবং এক শ্রমিক আহত হয়েছেন।
জানা গেছে সীমানার প্রাচীর নিয়ে দ্বন্দ্বে প্রায় দুই মাস যাবত এই দুই পরিবারের মধ্যে হামলা মামলার ঘটনা ঘটেছে।
একদিকে শেরপুর পৌর কর্তৃপক্ষ কর্তৃক প্রাচীর অপসারণের জন্য নির্দেশ দিলেও অন্যপক্ষ মানছেন না। এ নিয়ে নানান সংঘর্ষের পর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা থাকলেও কেউই তা মানছে না।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, পৌর কর্তৃপক্ষ কর্তৃক যে প্রাচীরটি অপসারণ করতে বলা হয়েছিল সেই প্রাচীর টি অপসারণ না করে নতুন করে তাতে ইট দিয়ে প্রাচীর উঁচু করছিল। এতে আরেকটি পরিবার এসে কাজে বাধা প্রদান করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে নানান উদ্বেগের কথা জানিয়েছেন এলাকাবাসী। তারা আশঙ্কা করেছেন যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের রক্তপাতের ঘটনা। এলাকার শান্তির লক্ষ্যে এবং দুটি পরিবারের মধ্যে বিরাজমান পরিস্থিতি উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এলাকার জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা চায় এলাকাবাসী।