Thee MR SAGOR

Thee MR SAGOR Assalamu alaikum. This is Mahabur Rahman Sagor. I hope you all support & follow me. Thank you so much my all friends.

I make videos on educational , reality, lifestyle, Islamic inspirational topics on my page "Thee MR SAGOR".

23/07/2025

পাখিটি কি বলে বলুন তো?

আসুন আমরা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
23/07/2025

আসুন আমরা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

18/04/2025


14/04/2025

একটি শিক্ষণীয় গল্প এক মিনিট সময় নিয়ে হলেও সবাই পড়বেন উপকৃত হবেন!!

একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন,এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার। তিন জন চলে গেল জঙ্গলে।
🔶১ম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসল।

🔶২য় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসল।

🔶৩য় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস,কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো।

তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন।তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না।৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই ৭ দিন তাদের কোন প্রকার খাবার দেওয়া হবে না।

যেই কথা সেই কাজ, তিনজনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন।

দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল ২ দিন খেতে পারলো, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন।

৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলোনা তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন।

🌸এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো:-
যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে, পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো।

শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন।

06/04/2025

আলহামদুলিল্লাহ ❤️

03/04/2025

হঠাৎ করেই একটা গোটা জেনারেশন কার্টুন হয়ে গেলো, আল্লাহর বানানো সৃষ্টি তাদের পছন্দ হয়নি,
তাই তারা কার্টুন সাজতেছে।
"নাউজুবিল্লাহ" #

cartoon

03/04/2025

শাওয়াল মাসের ৬টি রোজার রাখার ফজিলত।
#সুন্নাত #শাওয়াল

03/04/2025

সম্প্রতি একটি ছবিকে ঘিরে অনলাইনে (Social Media) অনেক কথাবার্তা শুরু হয়েছে।
কে ইমামের পাশে দাঁড়াল, কীভাবে দাঁড়াল, কেন বড় লাইন ছেড়ে ইমামের পাশে গেল —
এই নিয়ে একটার পর একটা বিশ্লেষণ, মন্তব্য, তর্ক, উপহাস।

কিন্তু কেউ কি খেয়াল করল—

যে ব্যক্তি নিয়ে এত আলোচনা,
তার কাপড় স্পষ্টভাবে টাখনুর নিচে ঝুলছিল,
যা রাসূলুল্লাহ ﷺ-এর হাদীস অনুযায়ী জাহান্নামের হুমকির অন্তর্ভুক্ত?
(সহীহ বুখারী: হাদীস ৫৭৮৭)

অথচ কেউ সে বিষয়ে মুখ খোলেনি।
কেউ বলেনি: “ভাই, নামাজে দাঁড়ানোর etiquette নিয়েও ভাবুন,
তবে আগে তো নবীজির নিষেধ করা পোশাক-অবস্থাও ভাবতে হবে!”

আমরা এমন এক সময়ের মধ্যে আছি—
ছবির ভঙ্গিমা নিয়ে কথা হয়,
কিন্তু চরিত্র, সুন্নাহ ও আনুগত্য নিয়ে কেউ ভাবে না।

রাসূল ﷺ বলেন:
যে কাপড় টাখনুর নিচে পরে, তা আগুনে পড়বে। (সহীহ বুখারী)

ঈদুল ফিতরের সুন্নত সমূহ      #সুন্নাত
30/03/2025

ঈদুল ফিতরের সুন্নত সমূহ
#সুন্নাত

ঈদুল ফিতরের সুন্নত সমূহ        #সুন্নাত
30/03/2025

ঈদুল ফিতরের সুন্নত সমূহ

#সুন্নাত

28/03/2025

Address

Puran Bogra
5860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thee MR SAGOR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share