
06/04/2025
গাজায় মুসলিমদের উপর গণহত্যা, শিশু হত্যা ও মেডিকেল কর্মীদের হত্যায় বিশ্ব মুসলিম শক্তিধর রাষ্ট্রগুলোর নীরবতা—এক গভীর হতাশা ও প্রশ্নের জন্ম দেয়।
গাজায় প্রতিদিন যে অমানবিকতা, নির্মমতা ও নিষ্ঠুরতা চলছে, তা কেবল একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধেই এক নির্মম আঘাত। শিশুদের নিষ্পাপ মুখ, ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, রক্তাক্ত মেডিকেল কর্মীরা—সবই যেন বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ জানায়।
কিন্তু দুঃখের বিষয়, বিশ্বের বহু মুসলিম দেশ, যারা রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী, তারা আজ নিরব দর্শকের ভূমিকায়। এ নীরবতা কেবল দুর্বলতার প্রতিচ্ছবি নয়, এটি এক প্রকার আত্মপ্রবঞ্চনা, যা ইতিহাসের কাছে একদিন জবাবদিহির মুখোমুখি হবে।
বিশ্ব মুসলিম সমাজ আজ প্রশ্ন তোলে—কোথায় আমাদের ঐক্য? কোথায় মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতা? শক্তি যদি নির্যাতিতের পাশে না দাঁড়ায়, তবে সে শক্তি কোনোদিন সত্যিকার মর্যাদা পায় না।
আজ সময় এসেছে, মুসলিম দেশগুলোকে এক কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। নির্যাতিতদের পাশে দাঁড়ানোই আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব।
মুখে যুদ্ধের কথা অনেকেই বলে, কেউ কেউ তো সরাসরি এয়ারপোর্টে চলে যেতে চান। অথচ সামান্য “No Work, No School” কর্মসূচীকেও সফলভাবে পালন করা নিয়েও কোন নিউজ পাচ্ছি না।
আজ সময় এসেছে কথা নয়, কাজে দেখানোর। ছোট একটি পদক্ষেপই হতে পারে বিশ্বজুড়ে এক জোরালো বার্তা—মুসলিম উম্মাহ জেগে আছে, ন্যায়ের পক্ষে সোচ্চার।
Saba ai