
16/07/2025
নিউটন যখন গবেষণায় মগ্ন থাকতেন, তখন তাঁর চারপাশের দুনিয়া সম্পর্কে কোনো হুঁশ থাকত না। এমনই একদিনের ঘটনা। রাতের খাবারের জন্য তিনি একটি ডিম সিদ্ধ করতে চাইলেন। পাত্রে পানি গরম করতে দিয়ে গবেষণার চিন্তায় এতই ডুবে গেলেন যে, আনমনে ডিমের বদলে নিজের পকেট ঘড়িটিই ফুটন্ত পানিতে ফেলে দিলেন! কিছুক্ষণ পর তাঁর হুঁশ ফিরল। তখন আবিষ্কার করলেন যে পানিতে ডিম নয়, ঘড়ি সিদ্ধ হচ্ছে। আর ডিমটি তাঁর হাতেই ধরা আছে।