Dewan Sujon

Dewan Sujon Health Education || Optometrist || Travel Blogger

18/10/2023

িয়ে_যত_কথা🤒

আসালামু আলাইকুম।প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আজকে fever এর patient কে কি কি প্রশ্ন করতে হয় তার প্রাথমিক আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ।পর্যায়ক্রমে causology of cough,causology of fever আলোচনা করব।এবার আসি, আমার কাছে একজন রোগী আসল জ্বর নিয়ে অথবা ওয়ার্ডে স্যার হিস্ট্রি নিতে বললেন।কিভাবে শুরু করব-
১.প্রথমেই রোগীকে জিজ্ঞেস করব যে,বাবা কতদিন যাবত জ্বর।
" যদি

17/10/2023

ক্যাথেটার লাগানোর পদ্ধতি (Catheterisation):

ক্যাথেটারঃ
ক্যাথেটার হচ্ছে নরম ফাঁপা টিউব যা মূত্রথলি থেকে মূত্র বের করতে সহায্য করে। আর ক্যাথেটারাইজেশন হলো ক্যাথেটারকে মূত্রথলিতে প্রবেশ করানোর পদ্ধতি। ১৯৩৭ সালে ডাঃ ফলি ক্যাথেটার আবিষ্কার করেন।

ক্যাথেটারের ধরনঃ ক্যাথেটার সাধারণত ৩ ধরনের হয়ে থাকে যথা-

১.ফলি ক্যাথেটার (Indwelling or Suprapubic Catheter)
২.কনডম ক্যাথেটার (External Catheter)
৩.শর্ট টার্ম (Intermittent Catheter)
এদের মধ্যে ফলি ক্যাথেটারটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে আর বাকি গুলো ক্ষেত্র বিশেষে হয়ে থাকে। তাই আমরা ফলি ক্যাথেটার লাগানোর পদ্ধতি সম্পর্কে জানবো।

কারন শুনুনঃ

কোনো কারনে মূত্রনালী ব্লক হয়ে গেলে
প্রস্টেটের সার্জারি হলে
স্পানাল কর্ড ইনজুরি হলে
মূত্র থলির নার্ভ আঘাত প্রাপ্ত হলে
ডিমেনশিয়া হলে
স্পাইনা বাইফিডা হলে
প্রস্রাব আটকে গেলে (Retention of urine)
অনিয়ন্ত্রিতভাবে প্রস্রাব ঝরতে থাকলে
ক্যাথেটার লাগানোর পদ্ধতি (Catheterisation)

Catheter এর সাইজ :
------------------------------

বয়স ওজন(kg) Foley( Fr)
০-৬ মাস ------ ৩.৫-৭ ---------- ৬
১ বছর --------- ১০ ------------- ৬-৮
২ বছর --------- ১২ ------------- ৮
৩-৪ বছর ------- ১৪ ------------- ৮-১০
৫ বছর ----------- ১৮ ------------- ১০
৬-৭ বছর -------- ২১ ------------- ১২
৮ বছর ------------ ২৭ ------------ ১২
৯-১২ বছর ------- varies ------- ১২-১৪
Female ----------- varies ------- ১৪-১৬
Adult --------------- varies ------- ১৬-১৮

Male urethra 18-20cm
Female urethra 4cm
বয়স ও urethra এর structure হলে Catheter সাইজ আরো ছোট দিতে হবে।

ক্যাথেটার খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইস। তবে ক্যাথেটার মূত্রথলিতে লাগানোর সঠিক পদ্ধতি না জানলে দূর্ঘটনা ঘটে যেতে পারে। নিচের নিয়ম গুলো অনুসরণ করে সহজে ক্যাথেটার লাগানো যায়।

প্রথমে ক্যাথেটারকে জীবানুমুক্ত করতে হবে। রাবার (প্লেইন) ক্যাথেটার ১০ মিনিট ফুটন্ত পানিতে ফুটিয়ে মোটামুটি জীবানুমুক্ত করা যায়। ফলিস ক্যাথেটার জীবানুমুক্ত অবস্থায় প্যাক করা থাকে। তাই এটা ফুটানোর দরকার নেই। হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
প্রথমে একটি গজ বাম হাতে নিয়ে বাম হাত দিয়ে পুরুষাঙ্গ ধরেবেন
catheter,ক্যাথেটার
ফলিস ক্যাথেটার
পুরুষাঙ্গের মাথায় ছিদ্রটিতে 2% Jasocaine Jelly যথেষ্ট পরিমানে ঢোকাবেন। এ অবস্থায় ৫ মিনিট চেপে ধরে রাখবেন। ক্যাথেটার কেও Jasocaine Jelly দিয়ে পিচ্ছিল করে নিতে হবে।
আস্তে আস্তে ক্যাথেটারের মাথা পুরুষাঙ্গের ছিদ্রে (মূত্রনালীতে) প্রবেশ করিয়ে, ডান হাতের আঙ্গুল বা আর্টারী ফরসেফ দিয়ে চাপ দিতে হবে। কোথাও আটকে গেলে জোর জবরদস্তি না করে, দৃঢ়ভাবে চেপে ধরে রাখলেই চলবে।
মহিলাদের ক্ষেত্রে ক্যাথেটার প্রবেশ করানো অপেক্ষাকৃত সহজ। জীবানুমুক্ত ক্যাথেটারে 2% Jasocaine Jelly মাখিয়ে বাম হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে ল্যাবিয়া মেজরা দুইটি ফাক করে ধরতে হবে। এবারে মূত্রনালীর ছিদ্রপথটি দেখে নিয়ে তাতে সহজেই ক্যাথেটার প্রবেশ করানো যাবে। না দেখে আন্দাজে ক্যাথেটার দিলে বেশির ভাগ ক্ষেত্রেই ক্যাথেটার যোনীপথে চলে যায়।
যখন ক্যাথেটার দিয়ে প্রস্রাব বের হয়ে আসবে, তখন বুঝা যাবে যে, ক্যাথেটার মূত্রনালিতে প্রবেশ করেছে।
ফলিস ক্যাথেটার এর ক্ষেত্রে সাইডের চ্যানেলটি দিয়ে ১০-২০ সি সি ডিষ্টিল ওয়াটার (বাতাস বা স্যালাইন নয়) প্রবেশ করিয়ে দিলে ক্যাথেটারটি মুত্রথলিতে আটকে থাকবে।
ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

©
Md. Yeasin Arafat
Internship Noakhali Sodor hospital

15/10/2023

গ্রামে হেলিকপ্টার আসলে ছোট বেলায় দেখার জন্য এভাবে উপচে পড়া ভিড় জমাতেন কি কেউ?

14/10/2023

ডিম চাপড়ি..
Street Food

12/10/2023

LOVE YOUR EYES....
আপনার_চোখকে_ভালোবাসুন...❤️❤️
World sight day....
#বিশ্ব_দৃষ্টি_দিবস

ফ্রেন্ডশীপ হাসপাতাল বিশেষ হেলথ ক্যাম্পঃসম্পুর্ন বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ছবিতে দেওয়া অপারেশন করা হবে। বিস্তারিত...
09/10/2023

ফ্রেন্ডশীপ হাসপাতাল বিশেষ হেলথ ক্যাম্পঃ
সম্পুর্ন বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ছবিতে দেওয়া অপারেশন করা হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

ফ্রেন্ডশীপ ভাসমান হাসপাতাল স্থানঃ লালচামার ঘাট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা ।

মোবাইলঃ ০১৭৩০-০৪৬৬১০, ০১৭৩৫-৩৩০৬৭০ (আসার পূর্বে অবশ্যই ফোন করে আসবেন)
বিঃ দ্রঃ বিশেষ কারনে তারিখ পরিবর্তন হতে পারে।

Organized by: Frienship

04/08/2023

হঠাৎ চোখ উঠা বা কনজাংটিভাইটিস হলে
কি করবেন?

গত কয়েকদিন ধরে চোখ উঠা বা কনজাংটিবাটিস বা পিঙ্কআই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।

এটা কিভাবে ছড়ায় ?
এটা একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ,রোগীর সংস্পর্শে এলে বা ব্যবহারিত জিনিসপত্র, কাপড়, তাওয়াল ,টিস্যু, ইত্যাদি শেয়ার করলে, এমনকি চোখের কাছাকাছি এসে আক্রান্ত রোগীর চোখের দিকে সুস্থ ব্যক্তি তাকালেও এ রোগ হয়ে যেতে পারে।

রোগের লক্ষণ;
প্রথমে একটা চোখ আক্রান্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে দ্বিতীয় চোখটিও আক্রান্ত হয়।
শুরুতে চোখে ময়লা পরার অনুভূতি ,চোখ খচখচ করা, চোখ গোলাপি বা লাল হতে পারে ,
চোখ ফুলে যেতে পারে, চোখে প্রচণ্ড রকম অস্বস্তি লাগতে পারে ,ব্যাথা হতে পারে , চোখে ঝাপসা দেখতে পারে ,চোখ দিয়ে অনবরত পানি ঝরতে পারে এমনকি পুঁজ ও বের হতে পারে।

রোগ হলে কি করবো ?
কোন আতঙ্কের দরকার নেই,বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাস জনিত রোগ এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়।
অহেতুক আক্রান্ত চোখ ঘষা মজা করবেন না।
চোখকে বিশ্রাম দিবেন,
চোখের কাজ যেমন পড়ালেখা, টিভি, মোবাইল ব্যবহার সীমিত করবেন।
নিজের এবং অন্যের চোখ ঝুঁকিমুক্ত রাখতে চোখে কালো সানগ্লাস ব্যবহার করবেন।
বেশি ব্যথা হলে কুসুম গরম ভাব ব্যবহার করা যেতে পারে,সাথে প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এবং চুলকালে আন্টি হিস্টামিন বা এলাট্টল দিন একবারে করে খাওয়া যেতে পারে ।।তবে ব্যাকটেরিয়া জনিত ক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে এন্টিবায়োটিক ড্রপ শিশুদের জন্য এবং বড়দের জন্য দুই ফোঁটা করে, দিন চার বার সাত দিন ব্যবহার করা যেতে পারে।

কখন ডাক্তারের কাছে যেতে হবে?

চোখ দিয়ে আঠালো পূজ বের হলে,
সকালবেলা চোখ খুলতে না পারা,
প্রচন্ড মাথা ব্যাথা সাথে জ্বর হলে ,
চোখে ঝাপসা দেখা গেলে ।
এক সপ্তার মধ্যে রোগীর কোন উন্নতি না হলে।

সর্বোপরি চোখের ব্যাপারে কোন রিস্ক না নিয়ে সুযোগ থাকলে রোগের যে কোন অবস্থাতেই বিএমডিসি রেজিস্ট্রেট ডাক্তারের শরণাপন্ন হওয়া সমীচীন।
সবার জন্য সুস্থতা কামনা।

10/07/2023

নবজাতকের চোখের পরিচর্যাঃ

অপরিস্কার কাপড় বা হাত দিয়ে নবজাতকের চোখ স্পর্শ করবেন না। হাল্কা গরম পানিতে পরিস্কার জীবাণুমক্ত তুলা ভিজিয়ে সেটা দিয়ে চোখ দিনে কয়েকবার মুছে দিতে হবে। নবজাতকের চোখ লাল হলে কিংবা চোখ দিয়ে পানি পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

02/05/2023

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ!!!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।

"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক,টাকা পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

29/04/2023

বিপদে পরে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে..

কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।

©

Address

Puran Bogra

Telephone

+8801818183554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dewan Sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share