Govt Azizul Haque College. Bogura । সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

  • Home
  • Bangladesh
  • Puran Bogra
  • Govt Azizul Haque College. Bogura । সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

Govt Azizul Haque College. Bogura । সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। Informational Page
(1)

14/11/2025

আপনার মায়ের বোনের ছেলের চাচা কে…?

14/11/2025

"জীবনটা ঠিক এই ভিডিওটার মতো…
যে মুহূর্তে তুমি ভাবো তুমি নিরাপদ—
ঠিক সেই মুহূর্তেই সবচেয়ে বড় আঘাতটা আসে!”
🐍🕊️
👉 তোমার চোখে ছবিটা কি প্রতীকী? কমেন্টে বলো!

ইয়ং বেঙ্গল কি?
14/11/2025

ইয়ং বেঙ্গল কি?

14/11/2025

🔥 #ব্রেকিং_আপডেট — অনার্স ৪র্থ বর্ষ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! 🔥

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের খাতা চ্যালেঞ্জের আবেদন আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে!
যাদের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি, তারা চাইলে প্রতি সাবজেক্ট মাত্র ১২০০ টাকায় চ্যালেঞ্জের সুযোগ নিতে পারবেন। ✍️💥

এখনই দারুণ সুযোগ—
🎯 গ্রেড ইমপ্রুভমেন্ট (C+, C, D) যেকোনো ২টি সাবজেক্ট আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য!
নিজের গ্রেড উন্নয়ন করে ভবিষ্যতকে আরও শক্তিশালী করার সেরা সময় এখনই। 💪📚

👇 কমেন্টে জানিয়ে দিন—
আপনি কি খাতা চ্যালেঞ্জ করবেন? নাকি গ্রেড উন্নয়ন দেবেন?
আপনার সাবজেক্টের নাম লিখে দিন! 🔥✨

14/11/2025

আবূ সা‘ঈদ খুদ্‌রী (রাঃ) বলেন, আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জুমু‘আর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য। আর মিস্‌ওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।

‘আম্‌র (ইব্‌নু সুলায়ম) (রহঃ) বলেন, গোসল সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি তা ওয়াজিব ৷ কিন্তু মিস্‌ওয়াক ও সুগন্ধি ওয়াজিব কিনা তা আল্লাহ্‌ই ভাল জানেন। তবে হাদীসে এ রকমই আছে।

আবূ ‘আবদুল্লাহ্‌ বুখারী (রহঃ) বলেন, আবূ বক্‌র ইব্‌নু মুনকাদির (রহঃ) হলেন মুহন্মাদ ইব্‌নু মুনকাদির (রহঃ)-এর ভাই ৷ কিন্তু তিনি আবূ বক্‌র হিসেবেই পরিচিত নন। বুকায়র ইব্‌নু আশাজ্জ, সা‘ঈদ ইব্‌নু আবূ হিলাল সহ অনেকে তাঁর হতে হাদীসটি বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইব্‌নু মুনকাদির (রহঃ)-এর কুনিয়াত (উপনাম) ছিল আবূ বক্‌র ও আবূ ‘আবদুল্লাহ্‌। (মুসলিম ৭/১, হাঃ ৮৪৬, আহমাদ ১১২৫০) (আ.প্র. ৮২৯, ই. ফা. ৮৩৬)

🔥 অনার্স ৪র্থ বর্ষ ২০২৫ – দেশসেরা ৬ জনের বিস্ময়কর অর্জন! 🔥এবছর GPA 4.00 Out of 4.00 পেয়েছে মোট ৬ জন শিক্ষার্থী – এবং অবা...
14/11/2025

🔥 অনার্স ৪র্থ বর্ষ ২০২৫ – দেশসেরা ৬ জনের বিস্ময়কর অর্জন! 🔥
এবছর GPA 4.00 Out of 4.00 পেয়েছে মোট ৬ জন শিক্ষার্থী – এবং অবাক করা বিষয় হলো,
✨ ৬ জনই মেয়ে! 😮💖

এটাই প্রমাণ করে—
মেয়েরা এখন শুধু এগিয়েই যাচ্ছে না, বরং সাফল্যের শীর্ষে নিজেদের জায়গা পাকা করে নিচ্ছে। 👏🎓

💐 দেশসেরা সব কন্যাশিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
তোমাদের এই অর্জন দেশের জন্য গর্ব, ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।

👇 এখন কমেন্টে লিখে জানান—
মেয়েদের এই সাফল্যকে আপনি কীভাবে দেখছেন?

14/11/2025

99% pass...
30 + 6 × 2 - 5 = ?

IQ  Testমেধা যাচাই করুন..
14/11/2025

IQ Test
মেধা যাচাই করুন..

শুভ সকাল...বলতে হবে এই টাটকা সবজির নাম কি..?
14/11/2025

শুভ সকাল...
বলতে হবে এই টাটকা সবজির নাম কি..?

🚨🔥   🔥🚨অবশেষে অপেক্ষার অবসান! 🎓জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে! 🗓️📅 পরীক্ষা শুরু:...
13/11/2025

🚨🔥 🔥🚨
অবশেষে অপেক্ষার অবসান! 🎓
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে! 🗓️

📅 পরীক্ষা শুরু: ০৮ ডিসেম্বর ২০২৫
🕐 সময়: প্রতিদিন দুপুর ১:০০টা থেকে শুরু হবে

এখন থেকে বই, খাতা, কলম—সব কিছু গুছিয়ে নাও 📚✍️
সময় খুব কম, তাই প্রস্তুতি হোক শেষ মুহূর্তের ঝড়ের মতো 💨

🔥 প্রশ্ন হচ্ছে — “এইবার কে হবে গোল্ডেন পাওয়ার?” 😎
👇 কমেন্টে লিখে জানান —
আপনার বিষয় (Subject) কী আর প্রস্তুতি কেমন চলছে? 💬

🏐🔥  #আন্তঃবিভাগ_ভলিবল_টুর্নামেন্ট_২০২৫ শুরু হচ্ছে! 🔥🏐স্থান: সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 🎓এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত স্পো...
13/11/2025

🏐🔥 #আন্তঃবিভাগ_ভলিবল_টুর্নামেন্ট_২০২৫ শুরু হচ্ছে! 🔥🏐
স্থান: সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 🎓
এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত স্পোর্টস ইভেন্ট —
“আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট ২০২৫” এর ফিকচার প্রকাশিত হয়েছে! 🗓️

প্রতিটি বিভাগ এখন প্রস্তুত 🥇
কেউ বলছে “আমরাই চ্যাম্পিয়ন হবো” 💪
আবার কেউ বলছে “মাঠে দেখা হবে ভাই!” 😎

🔥 এবার দেখার বিষয়— কোন বিভাগ উঠবে ফাইনালে?
আর কে হবে চ্যাম্পিয়ন অফ আজিজুল হক কলেজ ২০২৫ 🏆

👇 কমেন্টে লিখে জানান—
আপনি কোন বিভাগকে সাপোর্ট দিচ্ছেন? ❤️

🔥  #অবশেষে_অপেক্ষার_অবসান! 🥰জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে আজ রাত ১১:৪৫ মিনিটে! 🌙👉 এবার প...
13/11/2025

🔥 #অবশেষে_অপেক্ষার_অবসান! 🥰
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে আজ রাত ১১:৪৫ মিনিটে! 🌙
👉 এবার পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৬৭% 🎓

যারা পাশ করেছেন — অভিনন্দন আপনাদের 🎉
আর যারা পারেননি, মন খারাপ না করে নতুন করে শুরু করুন 💪
একদিন সাফল্য আপনাকেও আলিঙ্গন করবেই ইনশাআল্লাহ 🌸

👇 এখন সবাই কমেন্টে জানিয়ে দিন —
আপনি কি পাশ করেছেন নাকি রিমার্কসের অপেক্ষায়? 😅

🇧🇩

Address

Puran Bogra

Telephone

+8801191645412

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt Azizul Haque College. Bogura । সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Govt Azizul Haque College. Bogura । সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।:

Share