Hafez Muhammad Abdullah

Hafez Muhammad Abdullah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafez Muhammad Abdullah, Digital creator, Purba Laksam.

হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায চাও।
28/06/2024

হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায চাও।

আর তোমার রব কিছুই ভুলে যান না।
28/06/2024

আর তোমার রব কিছুই ভুলে যান না।

⚠️ এ্যাংরি হোন! কিন্তু এ্যাংরি রিয়েক্ট দিয়েন না!নবম শ্রেণির বইয়ে অ'ন্ত'র্বাসের ওয়েবসাইট!কাদের অ'ন্ত'র্বাস জানেন?নারী সাজ...
27/06/2024

⚠️ এ্যাংরি হোন! কিন্তু এ্যাংরি রিয়েক্ট দিয়েন না!
নবম শ্রেণির বইয়ে অ'ন্ত'র্বাসের ওয়েবসাইট!
কাদের অ'ন্ত'র্বাস জানেন?
নারী সাজা পুরুষদের অ'ন্ত'র্বাস।
বইয়ের পাতায় পাতায় অ'শ্লীলতা ও ফি'তরাত বদলের আহবান। আপনার টাকায় ছাপানো বই দিয়ে আপনার সন্তানের ঈ'মান ও ফি'তরাত ধ্বংসের প্রচেষ্টা চলছে, আপনি চুপ থাকবেন??
~ ডা. মেহেদী হাসান (হাফি.)
Hafez Abdullah
Hafez Muhammad Abdullah


26/06/2024
25/06/2024

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।
অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

সবাই সকাল সন্ধ্যা পরবেন এইটা!!
সবাই শেয়ার করেন।
Hafez Abdullah
Muhammad Abdullah
Hafez Muhammad Abdullah

দুটি ভুল প্রচলন:১. মুসাফাহার সময় ঝুঁকাসাক্ষাতের সময় নিজ মুসলিম ভাইকে সালাম করা তো সুন্নতে মুয়াক্কাদাহ ও ইসলামের শিআর।...
23/06/2024

দুটি ভুল প্রচলন:

১. মুসাফাহার সময় ঝুঁকা

সাক্ষাতের সময় নিজ মুসলিম ভাইকে সালাম করা তো সুন্নতে মুয়াক্কাদাহ ও ইসলামের শিআর। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা, পরিচিত-অপরিচিত সকলকে সালাম দেওয়া, শুদ্ধ ও পরিষ্কার উচ্চারণে সালাম বলা-কমপক্ষে ‘আসসালামু আলাইকুম’ পর্যন্ত অবশ্যই বলা-সুন্নত।

সালামের পর আরেকটি আমল হল মুসাফাহা, যা মুস্তাহাব পর্যায়ের আমল। তবে সালামের মতো মুসাফাহার আদেশ এতটা তাকিদপূর্ণ নয় যে, পরিচিত-অপরিচিত সকলের সাথে মুসাফাহা করতে হবে। আর আজকাল তো মুসাফাহার আদবের আলোচনাও কম হয় এবং এসবের প্রতি লক্ষ্যও কম করা হয়। আল্লাহ তাআলা তাওফীক দিলে এ বিষয়ে আলাদা প্রবন্ধ প্রকাশের ইচ্ছা আছে।

মুসাফাহার আদব রক্ষা না করার কারণে অনেক সময় মানুষের কষ্ট হয়। এটা নাজায়েয।

এই মুহূর্তে যে রসম সম্পর্কে আলোচনা করতে চাই তা এই যে, অনেককে দেখা যায় কোনো বুযুর্গ বা বড় ব্যক্তির সাথে মুসাফাহা করার সময় কিছুটা ঝুঁকে যান। অথচ কারো সম্মানার্থে মাথা বা ঘাড় ঝুঁকানোর অনুমতি নেই। ‘কোনো ভাইয়ের সাথে সাক্ষাত হলে কি মুসাফাহা করব’-এ প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, মুসাফাহা কর। এরপর জিজ্ঞাসা করা হল, তার সামনে কি ঝুঁকতে পারি? ইরশাদ করলেন, না। ঝুঁকা যাবে না। (জামে তিরমিযী, হাদীস : ২৭২৮; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ৩৭০৩



২. মুসাফাহার পর বুকে হাত লাগানো

অনেক ভাইকে দেখা যায়, মুসাফাহার পর বিশেষ করে কোনো বুযুর্গের সাথে

মুসাফাহার পর ডান হাত নিজের বুকে মুছে নেন। কী নিয়তে এমনটি করেন-তা আমার জানা নেই। সম্ভবত এই নিয়ত হতে পারে যে, মুসাফাহার দ্বারা যে বরকত হল তা নিজ শরীরে মুছে নেওয়া।

এই প্রচলনের যেমন কোনো ভিত্তি নেই তেমনি এই নিয়তেরও। এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে সচেতনতা এজন্য জরুরি যে, ধীরে ধীরে তা রসম-রেওয়াজে পরিণত হয়ে যায়। এ নিয়ে পরস্পর দ্বন্দ্বও সৃষ্টি হয়। এমনকি মূর্খতাপ্রসূত এই রেওয়াজ একপর্যায়ে বিদআত পর্যন্ত পৌঁছে যায়। অন্যথায় কেউ যদি এমনিতেই বুকে নিজের হাত মুছে নেয় তাহলে এতে ক্ষতির কী আছে!

[ মাসিক আল কাউসার ]

চলে গেলেন শায়খ সালেহ আল শাইবা। তিনি ছিলেন সাহাবি উসমান ইবনে তালহা (রা.) এর ১০৯ তম বংশধর। মক্কা বিজয়ের পর রাসূল ﷺ বাইতুল্...
23/06/2024

চলে গেলেন শায়খ সালেহ আল শাইবা। তিনি ছিলেন সাহাবি উসমান ইবনে তালহা (রা.) এর ১০৯ তম বংশধর। মক্কা বিজয়ের পর রাসূল ﷺ বাইতুল্লাহর চাবি সংরক্ষণের দায়িত্ব যে বংশের উপর বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ঐ গোত্রেরই উত্তরাধিকারী। আর কিয়ামত পর্যন্ত এই গোত্রের বংশধরদের হাতেই বাইতুল্লাহ‌র চাবি উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত থাকবে ইন শা আল্লাহ‌। আল্লাহ‌ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন

আমি আগে বাঙ্গালী পরে মুসলিম, এই কথাকে কেউ অন্তর থেকে বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। [শায়েখ  হারুন ইজহার]
19/06/2024

আমি আগে বাঙ্গালী পরে মুসলিম, এই কথাকে কেউ অন্তর থেকে বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে।
[শায়েখ হারুন ইজহার]

19/05/2024

শায়খ আহমাদুল্লাহ সাহেবের মতো একজন উম্মাহর দরদী আলেমকে সে মুনাফিক‌ বলল!

তার সামনে ওনার গালে জুতা মারার শ্লোগান দিলো সে নিষেধতো করেনি বরং সমর্থন করল!!!

বিভিন্ন ভাষায় তুচ্ছতাচ্ছিল্য করে ওনাকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিল!

কোন বক্তাতো দূরে থাক মনুষ্যত্ব বোধ থাকা কোন ব্যাক্তির কাছ থেকে এমন নোংরা আচরণ আশা করা যায় কি???

মতের অমিল থাকলেই কি মানুষ এতো নিচে নেমে যেতে পারে? আফসোস!

19/05/2024

হেরে গিয়েছেন বা পিছিয়ে গিয়েছেন বলে আপনাকে নিয়ে সবাই হাঁসছে? তুচ্ছতাচ্ছিল্য করছে?

হতাশাগ্রস্থ না হয়ে সবর করুন,দোয়া করুন ও অপেক্ষা করুন হয়তো শেষ হাসিটা আপনিই হাসবেন, ইনশাআল্লাহ।

স্মরণ করুন আল্লাহর বাণী
وَ لَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی
আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। (সুরা দুহা-৫)

Address

Purba Laksam

Telephone

+8801871667450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Muhammad Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share