14/04/2025
#প্রতিবাদমূলক প্রতিবেদন:
"ফিলিস্তিন জ্বলছে, আরব নেতৃত্ব নীরব কেন?"
বর্তমান সময়ে ফিলিস্তিন যেন এক রক্তাক্ত নাম। দিনের পর দিন সেখানে শিশু, নারী, নিরীহ মানুষরা নির্মম বোমা হামলায় প্রাণ হারাচ্ছে। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনের চিত্র প্রতিদিনই আমাদের চোখে আঘাত হানে। অথচ, এ রকম নিষ্ঠুর পরিস্থিতিতেও আরব বিশ্বের শক্তিশালী দেশগুলোর নীরবতা যেন আরো বেদনাদায়ক।
আরব দেশগুলোর প্রাচুর্য, প্রভাব ও আন্তর্জাতিক মঞ্চে অবস্থান কম কিছু নয়। কিন্তু যখন তাদেরই মুসলিম ভাই ফিলিস্তিনে রক্তে ভাসছে, তখন তারা যেন নিজেদের বিলাসী জীবনের গন্ডিতে আবদ্ধ। কোনো কোনো সময় দেখা যায়, ফিলিস্তিনে বোমা পড়ছে, আর অন্যদিকে আরব শেখদের কোনো রাজকীয় অনুষ্ঠানে ডিজে পার্টি চলছে। এই বৈপরীত্য শুধু হতবাক করে না, হৃদয় ভেঙে দেয়।
যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ফিলিস্তিনের জন্য রাস্তায় নামছে, প্রতিবাদ জানাচ্ছে, মানববন্ধন করছে, সেখানেই যারা সবচেয়ে কাছের, যারা সবচেয়ে শক্তিশালী — তারা কেন এতো উদাসীন? শুধু তেলসম্পদ নয়, মানবতা ও নেতৃত্বের দিক থেকেও বড় হয়ে ওঠার সময় এখন।
আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আরব বিশ্বের নেতাদের প্রতি জোরালো আহ্বান জানাই — নীরবতা ভাঙুন। ফিলিস্তিনের আর্তনাদ শুনুন। এখন সময় ভ্রাতৃত্ব, মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর।