07/08/2023                                                                            
                                    
                                                                            
                                            সাকিব: দোস্ত দুইটাই কি তোর??? 
তামিম: তোর কি মনে হয়...?
সাকিব: মামা একটা ব্যাট আমারে দে... 
তামিম: না দিমুনা, তুই তাইলে আমার থেকে বেশি রান কইরা ফেলবি। 
সাকিব: ধুরু ব্যাটা তুই ওপেনার, আমি ক্যামনে তোর থেকে বেশি রান করুম। 
তামিম: আচ্ছা ব্যাট দিলে তুই আমারে কি দিবি? 
সাকিব: যা তুই আজ থাইকা ওয়েনডে দলের ক্যাপ্টেন.. 
তামিম: আচ্ছা কিছু দিন ক্যাপ্টেন্সি কইরা লোই আগে, পরে তোরে ব্যাট দিমুনে।  
সাকিব: মামা তুই তাইলে পোল্টি মারলি..!  
তামিম: ধুরু ব্যাটা আমি হইলাম খান সাহেব আমার এক জবান। 
সাকিব: আচ্ছা দোস্ত তাইলে তুই কাইল থাইকা দল সামলা, আমি কয়দিন ফ্র্যাঞ্চাইজি লিগ খেইলা আছি। মনেমনে... (হালায় বেকুবে এখনো বুঝলোনা আমি তোর ব্যাট না ক্যারিয়ার খাওয়ার ব্যাবস্থা করতেছি। অন্যাদিকে আমি টাকাও কামামু,ক্যাপ্টেন্সিও করা লাগবোনা, আবার মিডিয়াও আমারে মাথায় তুইলা নাচবো।)
তামিম: তো তুই লিগ খেলতে গেলে আমার কি হইবো???
সাকিব: ধুর ব্যাটা আমারে নিয়ে চিন্তা করছ ক্যান লিটনরে লইয়া চিল কর, আর কোন সমস্যা হইলে মাশরাফি ভাই আসে না..!  হেরে কইবি মেন্টর হইতে... 
সাকিব-তামিম বন্ধুত্ত পর্বের পার্ট-১ 
( অনুগ্রহ পূর্ব এই পোস্টটাকে কেউ সিরিআসলি নিবেন না, এটা নিছকই একটা ফান পোস্ট। এখেনে সকল লেখাই কাল্পনিক।)  এই পর্বের পার্ট-২ লোডিং..