Khalid Shifullah Munir

Khalid Shifullah Munir Author || Mentor || Designer

Entrepreneur shaping ideas into reality

19/03/2025

বুক ভেঙে যায় কান্নাতে... 💔

ইয়া রব, আমরা আমাদের সকল ব্যর্থতা স্বীকার করছি, আমাদের সকল কাপুরুষতা স্বীকার করছি, আমাদের সকল দায়িত্বহীনতা স্বীকার করছি, এবং স্বীকার করছি আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতাও। আমরা অসহায়, কিন্তু আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।

ইয়া রব, আপনি তো যুগে যুগে যালিমদের ধ্বংস করেছেন, যার অসংখ্য উদাহরণ আপনার মহিমান্বিত কিতাবে রয়েছে। ইয়া আযীয, ইয়া জব্বার! কোনো এক ভোরবেলায় যেন আমরা দেখতে পাই—আপনার ন্যায়বিচারের কঠিন আযাবে যালিমরা সমূলে ধ্বংস হয়ে গেছে! তাদের সকল অহংকার, সকল ক্ষমতা, সকল ষড়যন্ত্র ধুলোয় মিশে গেছে!

ইয়া মালিকুল মুলক! আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই, কোনো শক্তি নেই। এই মাযলুম উম্মাহর জন্য, এই রক্তাক্ত ভূমির জন্য, এই নির্যাতিত নারী ও শিশুদের জন্য আপনার নুসরাহ প্রেরণ করুন। আপনি তাদের জন্য বিজয় নির্ধারণ করে দিন, আপনি তাদের অন্তরে ধৈর্য ও শান্তি দান করুন।

গো*লার আঘাতে চূর্ণবিচূর্ণ ছোট্ট হাত, চোখ বন্ধ করা নিষ্পাপ মুখ!আহ গা*জা!
19/03/2025

গো*লার আঘাতে চূর্ণবিচূর্ণ ছোট্ট হাত, চোখ বন্ধ করা নিষ্পাপ মুখ!
আহ গা*জা!

19/03/2025

আজান দি‌তে গি‌য়ে কাঁদ‌ছেন গা*জা*র মুয়া‌জ্জিন। সেই শ‌ব্দে ক‌লিজা এ‌ফোঁড়-ও‌ফোঁড় হ‌য়ে গেল আমার। ম‌নে হচ্ছে, পৃ‌থিবী‌তে এর চে‌য়ে বিষণ্ণ ভোর আর আ‌সে‌নি কো‌নো‌দিন!

(২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার বের হয়েছে, কমেন্ট সেকশনে লিংক দেয়া থাকবে)ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্...
16/03/2025

(২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার বের হয়েছে, কমেন্ট সেকশনে লিংক দেয়া থাকবে)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ (D Unit)🔥

থিওলজি ফ্যাকাল্টি বা ধর্মতত্ত্ব অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টি দিয়েই স্বাধীনতার পরে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই ফ্যাকাল্টির বিশেষ গুরুত্ব রয়েছে।

শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একমাত্র স্বতন্ত্র ফ্যাকাল্টি, যা 'ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া' ছাড়া অন্য কোথাও নেই। যা পুরো দক্ষিন এশিয়াকে প্রতিনিধিত্ব করে! এই ফ্যাকাল্টিতে ভর্তি বিষয়ক কিছু কথা তুলে ধরা হলো।

🎓ধর্মতত্ত্ব অনুষদে যে সকল ডিপার্টমেন্ট রয়েছে-
১. আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
২. আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
৩. দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ
৪. আরবী ভাষা ও সাহিত্য

এই ফ্যাকাল্টিতে মোট ১২০ মার্কের পরীক্ষা হয়ে থাকে। ১০টি বিষয় থেকে MCQ আকারে পরীক্ষার উপর ৮০ মার্কস এবং রেজাল্টের উপর ৪০ মার্কস।

(বিঃদ্রঃ পূর্বে প্রশ্নের মানবন্টন ছিলো MCQ- ৬০ মার্কস ও লিখিত- ২০)

📒প্রশ্ন পত্রের মানবন্টন:
১ . আল কুরআন- ১৫
২. আল-হাদীস- ১৫
৩. আরবী- ১০
৪. দাওয়াহ- ১০
৫. ইসলাম শিক্ষা- ৫
৬. ফিকাহ- ৫
৭. ইসলামের ইতিহাস- ৫
৮. বাংলা- ৫
৯. ইংরেজী- ৫
১০. সাধারণ জ্ঞান- ৫

◻️এই ফ্যাকাল্টিতে ভর্তি যোগ্যতা:
উচ্চমাধ্যমিক থেকে উত্তীর্ণ যেকোন বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে। অনেকেই মনে করে থাকেন এখানে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা আবেদন করতে পারে, এটি ভুল ধারণা।

⭕রেজাল্টের ধরন:- GPA ৪র্থ বিষয়সহ-
🔳মানবিক: 6.00 (SSC: 3.00 + HSC: 3.00)
🔳ব্যাবসা: 6:50 (SSC: 3.00 + HSC: 3.00)
🔳বিজ্ঞান: 8.00 (SSC: 3.50 + HSS: 3.50)
🔳কারিগরি: 6.75 (SSC: 3.25 + HSC: 3.25)

[গুচ্ছ পদ্ধতি চালু হওয়ার আগে এটি বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের অন্তর্ভুক্ত ছিলো-

এ ফ্যাকাল্টি সম্পূর্ণ একনায়কতন্ত্র বিশেষ। যার অর্থ এ ফ্যাকাল্টি তে গুচ্ছ ও অন্যান্য পরীক্ষার বাইরে যেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

D ইউনিটের প্রশ্ন পদ্ধতি গুচ্ছের ব্যতিক্রম হওয়ায় এই ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় নিজ তত্ত্বাবধানে নিয়ে থাকে। গত বছরগুলোতে সেকেন্ড টাইম ছিলো এবারও থাকবে ইনশা-আল্লাহ!

💥বিশেষত্ব:
এই ফ্যাকাল্টিতে পড়ে আপনি BCS সহ জেনারেল যেকোন চাকুরির আবেদন করতে পারবেন। ইসলামি ঘরানার চাকুরিগুলো আপনার জন্য তো নির্দিষ্ট আছেই! যেমন: ভার্সিটি, কলেজ এর ইসলামি বিষয় গুলোর শিক্ষতা, মাদ্রাসা বোর্ড, ইসলামী ফাউন্ডেশন, ইসলামি ব্যাংক ইত্যাদি]

স্বাধীনতার পরে প্রথম প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় ১৭৫ একরের সবুজ কানন পরিবেষ্টিত ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তে আপনাদের সকলকে স্বাগতম❣️

জ্ঞ্যাতার্থে-
Khalid Shifullah Munir
Honors 2020-2021 Session
Department of Al-Hadith & Islamic Studies.
Islamic University, Kushtia.

- পরিমার্জিত
©️ Copyrighted by Khalid Shifullah Munir

আছি'য়ার মেঝো বোন আজকে কাঁদতে কাঁদতে বলছিল- "আমার বোন আ'ছিয়া ভাত খাইতে চাইত না, আমি ওরে ভাত খাওয়াইয়া দিতাম। এখন আমি কারে ...
13/03/2025

আছি'য়ার মেঝো বোন আজকে কাঁদতে কাঁদতে বলছিল- "আমার বোন আ'ছিয়া ভাত খাইতে চাইত না, আমি ওরে ভাত খাওয়াইয়া দিতাম। এখন আমি কারে ভাত খাওয়াইয়া দিমু?

দু'ষ্টামি কইরা আমারে আইসা জড়াইয়া ধরত। এখন কে আমারে জড়াইয়া ধরব?

ও আ'ছিয়া তুই ক্যান চইলা গেলি রে বোন- বলে বিলাপ করছিল মেঝো বোনটা।

আ'ছিয়ারা তিন বোন এক ভাই। সবচেয়ে বড় বোনটার বিয়ে হয়েছিল। মেঝো বোনের বয়স ৯ আর আছি'য়ার বয়স ৮। দুজন পি'ঠা'পিঠি ছিল।

স্কুল শেষ করে খেলাধুলা করত দুই বোন। সারাক্ষণ মেতে থাকত খুনসুটিতে। কোন কারণে এক বোনকে মা মা'রতে আসলে আরেক বোন সামনে গিয়ে দাঁড়াত যাতে মা আর মা'রতে না পারে।

দুইবোন মিলে গল্প করতে করতে ঘুমাত একসাথে।
চারদিন আগে আছিয়া গিয়েছিল বড়বোনের বাড়িতে বেড়াতে। এরপর সব শেষ।

মেঝো বোনটা শোকে পাথর হয়ে কাঁদতে কাঁদতে বলছিল- "আমার বোন আছিয়া নাই আমি এখন কার সাথে গল্প করমু? কারে আদর কইরা ভাত খাওয়াইয়া দিমু?"

আইনের ফাঁ'ক'ফোকর যে আছে সেটা জানি, শুনি। কিন্তু এই ছোট্ট বোনটার আ'র্তনা'দ আর সহ্য করতে পারছি না।

সম্মানিত উপদেষ্টাগণ, এই ছোট্ট বোনটার আ'র্ত'নাদ কি আপনাদের কানে পৌঁছায় না?

____ Ibrahim Khalil ভাই

Qaseera

দারুল উলুম মসজিদ, খুলনা🤍
08/03/2025

দারুল উলুম মসজিদ, খুলনা🤍

07/03/2025

খুলনায় এসে মনে হলো, শহরের সৌন্দর্য যেন হৃদয় ছুঁয়ে যায়। এখানকার প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশে একটি শান্তি এবং প্রশান্তি বিরাজ করছে।

📖 শুদ্ধভাবে কুরআন শেখার সুবর্ণ সুযোগ – আজই নিবন্ধন করুন! 🌿✨"আর অবশ্যই আমি কুরআনকে স্মরণ করার জন্য সহজ করে দিয়েছি, তবে আ...
27/02/2025

📖 শুদ্ধভাবে কুরআন শেখার সুবর্ণ সুযোগ – আজই নিবন্ধন করুন! 🌿✨
"আর অবশ্যই আমি কুরআনকে স্মরণ করার জন্য সহজ করে দিয়েছি, তবে আছে কি কেউ স্মরণ গ্রহণকারী?" - (সুরা আল-কামার: ১৭)

✅ আপনি কি বিশুদ্ধভাবে কুরআন পড়তে চান?
✅ সঠিক উচ্চারণ ও তাজবিদ সহ কুরআন শিখতে চান?
✅ দৈনন্দিন জীবনে কুরআনের নির্দেশনা বুঝতে চান?

🔻 আমাদের অনলাইন কুরআন শিক্ষা কোর্সে যা পাবেন:
▪️ বয়সভিত্তিক আলাদা সিলেবাস – শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য উপযোগী।
▪️ তাজবিদ ও শুদ্ধ উচ্চারণ শেখার জন্য পরিকল্পিত পাঠক্রম।
▪️ কুরআনের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য দোয়া, সূরা ও নামাজ শেখানো।
▪️ ইন্টারঅ্যাকটিভ লাইভ ক্লাস – ডিজিটাল টুল ও PDF সহ আকর্ষণীয় শেখার পদ্ধতি।
▪️ ছোট ক্লাস সাইজ, যাতে ব্যক্তিগত মনোযোগ নিশ্চিত হয়।
▪️ বিশেষত প্রবাসীদের জন্য তাদের সুবিধামতো সময়ে ক্লাস করার সুযোগ।

📅 ক্লাস শুরু: যে কোনো সময় (শিক্ষার্থীর সুবিধামতো সময় অনুযায়ী)
⏰ ক্লাসের সময়: শিক্ষার্থীর সুবিধামতো নির্ধারিত হবে
💰 কোর্স ফি: নির্দিষ্ট আলোচনা সাপেক্ষে

👨‍🏫 কোর্স ইন্সট্রাক্টর:
📍 শিক্ষক: খালিদ সাইফুল্লাহ মুনির
🎓 অনার্স, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
📍 ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

📌 ভর্তি প্রক্রিয়া:
1️⃣ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
2️⃣ পেমেন্ট সম্পন্ন করুন ও স্ক্রিনশট পাঠিয়ে নিশ্চিত করুন।
3️⃣ শিক্ষকের সাথে আলোচনা করে সুবিধামতো সময় নির্ধারণ করুন।

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_kM5Jhw_hfloEF9ta5ZidNNHy7O--2zfSU-zuZURuQ6WBNA/viewform?usp=header

📞 যোগাযোগ করুন:
📲 WhatsApp: 01774-413445

📌 কেন এই কোর্সটি আপনার জন্য গুরুত্বপূর্ণ?
✔ শিশুদের জন্য মজার ও সহজ ভাষায় শেখার ব্যবস্থা।
✔ বয়স্কদের জন্য শুদ্ধভাবে কুরআন পড়ার অনন্য সুযোগ।
✔ সঠিক উচ্চারণ ও তাজবিদ সহ নামাজ ও দোয়া শেখানো।
✔ অনলাইন ক্লাস হওয়ায় ঘরে বসেই শেখার সুবিধা।
✔ বিশেষত ব্যস্ত পেশাজীবী ও প্রবাসীদের জন্য নিজেদের সময় অনুযায়ী শেখার সুযোগ।

💬 এই সুযোগ হাতছাড়া করবেন না! শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন।

#কুরআন_শেখা

17/01/2025

এখানে এসে বুঝতে পেরেছি এদুনিয়াকে আসলেই জাহান্নামে নিক্ষেপ করা উচিত!💔

30/12/2024

জীবনের সবকিছু দেখানোর মতো নয়... শেষ বাটিটা খুললেই বুঝবেন!😅

টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছে একটা বাইক। টোল দেওয়াও শেষ, হয়তো ভাংতি আদান-প্রদান বাকি ছিল। তার পেছনে একটা মাইক্রো, তার পেছনে ...
28/12/2024

টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছে একটা বাইক। টোল দেওয়াও শেষ, হয়তো ভাংতি আদান-প্রদান বাকি ছিল। তার পেছনে একটা মাইক্রো, তার পেছনে আরেকটা ছোট গাড়ি। আর ত্রিশ সেকেন্ড সময় পেলে বাইকওয়ালা চলে যেতে পারত এক টানে৷ এরইমধ্যে এক বেপরোয়া বাস এসে পি/ষে দিয়ে গেল সামনের তিন তিনটা গাড়ি। থেঁ/ত/লে গেল বাইকওয়ালার স্ত্রী আর সাত বছরের সন্তান। মুহূর্তে মা/রা গেল ৬ টা জলজ্যান্ত মানুষ৷ নিমিষে ঘনঘোর অন্ধকার নেমে এলো ছয়টা পরিবারে।

টোল প্লাজা, রাস্তার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা। জায়গায় জায়গায় স্পীড ব্রেকার। দুনিয়ার আর কোনো দেশে, টোল প্লাজায় টোল পরিশোধ করতে দাঁড়িয়ে এরকম বেঘোরে কেউ প্রাণ হারায় কী না আমার জানা নেই।

অথচ, কোথাও কোনো আওয়াজ নেই। যেন এটা নিত্য নৈমিত্তিক রুটিনের অংশ৷ এভাবে প্রাণ হারানোই আমাদের নিয়তি।

এই দেশে ম/রে যাওয়াটা এতো সহজ কেন?

— আরিফ আজাদ

21/11/2024

আহ! হৃদয় নাড়িয়ে দেয়া কথামালা, যেন মন ছুঁয়ে যায়।

প্রতিটি শব্দ যেন এক একটি মায়াবী সুর, যা হৃদয়ের তন্ত্রীতে বাজিয়ে তোলে ভালোবাসার অপার সঙ্গীত। এ কথাগুলো জীবনের প্রতিটি অনুভূতিকে নতুনভাবে ছুঁয়ে যায়।

Story: Abul Hasanat Qaiyum
Cast: Jinan, Mizanur Rahman
management: Abdul Hadi Chowdhury
Director: H U Nahyan
Supervision: Hussain Shahriar Razy.

Address

Lalmonirhat
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khalid Shifullah Munir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category