Uss বিরহ এক বিষাদের নাম!

04/12/2024
08/12/2023

গায়ের রং ফর্সা হলেই সুন্দর তা কিন্তু নয়,
যার মন সুন্দর সেই আসল সুন্দর।

#তাসনিম_এমি

নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই !! 😑মুগ্ধতা পাওয়া যায়- প্রেমিকার চুলে🥰!হাতের মেহেদিতে 😍 গালের টোলে 😚কপালের টিপে❤️চোখের ...
29/11/2023

নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই !! 😑
মুগ্ধতা পাওয়া যায়- প্রেমিকার চুলে🥰!হাতের মেহেদিতে 😍 গালের টোলে 😚
কপালের টিপে❤️
চোখের কাজলে😍

কি অদ্ভুত, কল্পনায় আর বাস্তবতায় কত তফাৎ,আজকাল মানুষ বাস্তবতা'কে ভয় পায়,আর কল্পনায় সস্তি পায়। #তাসনিম_এমি
27/11/2023

কি অদ্ভুত,
কল্পনায় আর বাস্তবতায় কত তফাৎ,আজকাল মানুষ বাস্তবতা'কে ভয় পায়,আর কল্পনায় সস্তি পায়।

#তাসনিম_এমি

26/11/2023

PSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি পরে বুঝতে পারলো হুদায় এটা কিছুই ছিলনা আনুষ্ঠানিকতা মাত্র!

JSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, JSC রেজাল্ট নাম মাত্র, সত্যিকারের খেলা হবে SSC তে!

SSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, মূল খেলা নাকি HSC তে হয়!

এদিকে HSC চলমান পরীক্ষা দেয়া ছেলেটা জানে, মূল খেলা হয় Admission এ!

ওই দিকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেটি জানে, মূল খেলা তো সবেমাত্র শুরু...

সফল ক্যারিয়ার শেষে সদ্য অবসরে গিয়ে লোকটি জানে, “এ জীবন কিছুই না, মৃত্যুর পরের জীবনই আসল জীবন!”

25/11/2023

আমাদের দীর্ঘ আলাপের সমাপ্তি ঘটেছিলো, তোমার কিছু নোংরা কথায় । তুমি এসেছিলে ভালোবাসি বলেছিলে। কিছুদিন আমার সাথে ছিলে, তারপরে তোমার ভালোবাসা ফুরিয়ে গিয়েছে ।

ভালোবাসা ফুরিয়ে গিয়েছে বলে আমার বিন্দু পরিমাণ দুঃ'খ নেই , সব মানুষ তো সমান হয় না। সব মানুষের মধ্যে কিছু না কিছু পার্থক্য বিদ্যমান থাকে,তোমার মধ্যেও না হয় কিছু পার্থক্য বিদ্যমান ছিলো, সেজন্য তুমি বদলে গিয়েছো,কিংবা তোমার ভালোবাসা ফুরিয়ে গিয়েছে।

তোমার যে বানানো গোছানো মি'থ্যে কথা ছিলো, সেগুলোতে আমার বড্ড ঘৃ'ণা হয় ।আমি ভালোবাসাতে বিশ্বাস করি না। কাউকে দু'দিনের পরিচয়ে ভালোলাগা, থেকে ভালোবাসা এগুলোতে বিশ্বাসী না।এর মানে এই না যে ভালোবাসা ভালো না, ভালোবাসা খারাপ, আসলে ভালোবাসা খারাপ না,ভালোবাসা'কে কেন্দ্র করে যে তোমরা নোং'রা'মি করো সেটা খা'রা'প,অ'প'ছন্দে'র।

জীবনে হুট করে কারো আগমন হওয়া স্বাভাবিক, কিন্তু সেই আগমনী মানুষটা যদি খুব বি'ষাক্ত হয়, তার সব আবেগ,উ'ন্মা'দনা ভালোবাসাতে কিন্তু নোং'রা'মিতে ভরপুর।

যেখানে নোং'রামি বিদ্যমান সেখানে কি আদৌ ভালোবাসা থাকে ?একদম না....
ভালবাসার নামে নোং'রামো করে, ভালোবাসা'টা'কে অ'পমান করা যেনো কিছু মানুষের নৈতিক দায়িত্ব,আর তুমি সেই
মানুষদের মধ্যে অন্যতম একজন সেরা দায়িত্ববান ছিলে।

25/11/2023

তুমি আমার হাস্যেজ্জল সকালের,
একমাত্র দু:খের আবরণ।

তুমি আমার তপ্ত দুপুর বেলার,
তীব্র রোদের তাপ।

তুমি আমার সন্ধ্যা বেলার সুখের মাঝে,
এক টুকরো বেদনার নীল রঙের ছোঁয়া।

#তাসনিম_এমি

সম্পর্কে তৃতীয় ব্যক্তিরাই সব সময় জিতে যায়  দ্বিতীয়বার বিয়ে করার আগে একবার হলেও ভাববা
24/11/2023

সম্পর্কে তৃতীয় ব্যক্তিরাই সব সময় জিতে যায়
দ্বিতীয়বার বিয়ে করার আগে একবার হলেও ভাববা

24/11/2023

একটা বিশ্বস্ত হাত কিংবা একটা নির্ভরতার কাঁধ
যার আছে সেই মনে হয় পৃথিবীর একজন সুখী মানুষ।

#আশার

24/11/2023

হাত বাড়ালেই ছুঁতে পারি না, কিন্তু বিশ্বাস করো ভীষণভাবে অনুভব করি তোমায় প্রতিটা মুহূর্তে যা তুমি জানো না।❤️
#মাহমুদা_হাবিব

23/11/2023

Address

Thakurgaon
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Uss posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uss:

Share

Category