Zahid Khondoker BD

Zahid Khondoker BD চলমান ঘটনার গুরত্বপূর্ন তথ্য, ভিডিও এবং ছবি

সিজু হত্যার মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মামলার আসামীরা হলেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (০১) বা...
21/08/2025

সিজু হত্যার মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত

মামলার আসামীরা হলেন

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (০১) বাদশা আলম, (০২) এএসআই রাকিবুৃল ইসলাম, (০৩) এসআই মশিউর রহমান, (০৪) এসআই মহসিন আলী, (০৫)পুলিশ সদস্য হামিদুল ইসলাম (০৬) পুলিশ সদস্য আজাদুল ইসলাম (০৭) পুলিশ সদস্য নয়ন চন্দ্র, (০৮) পুলিশ সদস্য জয় চন্দ্র, (০৯) এএসআই আহসান হাবিব, (১০) পুলিশ সদস্য ধর্ম চন্দ্র বর্মন , ( ১১) এসআই উজ্জ্বল (১২) ডিউটি অফিসার এএসআই লিটন মিয়া, স্থাণীয় যুবক( ১৩) সাব্বির হোসেন, (১৪) ইউসুফ ও (১৫) মমিনুলসহ অজ্ঞাত৪/৫ জন ।

20/08/2025

স্বপ্নের ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতুর ফলক ও ম্যুরাল উন্মোচন করে শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্তে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেতুর দক্ষিনে প্রান্তে চৌরাস্তার মোড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সেতু উদ্বোধনোত্তর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহামদ, গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগন , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। সেতুটির উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে আনন্দবিরাজ করছে। চারদিকে আনন্দে মেতে উঠেছে গাইবান্ধা সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারিবাসী এলাকার মানুষরা ।
উল্লেখ্য এলজিইডি সূত্রে জানা গেছে, ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এই সেতুটি এলজিইডির একটি বৃহৎ প্রকল্প। সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে। জমি অধিগ্রহন,মুল সেতু , সংযোগ সড়ক নির্মাণ, উন্নত লাইটিং ব্যবস্থা, সম্প্রসারণ এবং নদী শাসনসহ প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৮৫ কোটি টাকা। সেতুটিতে ২৯০টি পাইল, ১৫৫টি গার্ডার, ৩০টি পিলার, ২৮টি স্প্যান বসানো হয়েছে, সেতুর দুই পাশে দেড় কিলোমিটার করে নদী শাসনের করা হয়েছে। ৮৬ কিলোমিটার দীর্ঘ সেতু সংযোগ সড়কে ৫৮ টি ব্রিজ-কালভাট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া অধিগ্রহণ করা হয়েছে ১৩৩ একর জমি।
২০১৪ সালের ২৬ জানুয়ারি এই সেতুর ফলক উন্মোচন করা হলেও নির্মাণকাজ শুর হয় ২০২১ সালে। ২০২৪ সালের জুনের মধ্যে অবকাঠামোর কাজ শেষ হলেও নানা জটিলতা কাটিয়ে অবশেষে জণসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হলো সেতুটি। এর ফলে দুই জেলার সরাসরি সংযুক্ত মধ্যে দিয়ে সড়কপথে যাতায়াতের সময় প্রায় ৪ ঘণ্টা কমে আসবে। সেই সাথে সড়ক পথে ঢাকার দুরুত্ব কমবে ১৩০ কিলোমিটার। সেতুটি খুলে দেওয়ায় দুই পাড়ের মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনমানে বড় পরিবর্তন আসবে বলে স্থানীয়রা আশা করছেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, যাতায়েত ও কৃষি পণ্য পরিবহন সহজ হবে। নিশ্চিত হবে ফসলের নয্য মূল্য। বাড়বে এ এলাকার শিক্ষার হার। যা এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

জাহিদ খন্দকার
গাইবান্ধা ।।

কোপা মিজান সিরিজ
18/08/2025

কোপা মিজান সিরিজ

ঘটনা ঘটার পরে ব্যবস্থার বাংলাদেশে এই সড়কটি মেরামত হবে কি ? প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল করলেও কারো নজরে পরেনি ৷ ছব...
09/08/2025

ঘটনা ঘটার পরে ব্যবস্থার বাংলাদেশে এই সড়কটি মেরামত হবে কি ?

প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল করলেও কারো নজরে পরেনি ৷

ছবি গুলো গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলগেইট টু মহিমাগঞ্জ সড়কের বাটি গ্রাম থেকে তোলা ৷

শিবির নেতাকে পিটিয়ে হত্যা মুল হোতারা ধরাছোঁয়ার বাইরে
31/07/2025

শিবির নেতাকে পিটিয়ে হত্যা মুল হোতারা ধরাছোঁয়ার বাইরে

28/07/2025

জুলাই চিত্র তুলে ধরছেন ছাত্র শিবির

গ্রামে মানুষকে দেখানো হচ্ছে জুলাই চিত্র সরাসরি দেখুন

রহস্য লুকিয়ে আছে ঘড়ির কাটায় ?******************কতটা শান্ত ছেলে থানায় প্রবেশ কথা বার্তা তখন সময় কত ছিল ? সিজু সাঘাটা থানা...
28/07/2025

রহস্য লুকিয়ে আছে ঘড়ির কাটায় ?
******************
কতটা শান্ত ছেলে থানায় প্রবেশ কথা বার্তা তখন সময় কত ছিল ?
সিজু সাঘাটা থানায় ছুরি নিয়ে প্রবেশ করার সময় সিসি টিভির ডিস্প্লেতে দেখুন ?
পুলিশ সুপার সময় কখন বলেছেন (ভিডিওতে দেখুন)
ছবিতে সেবাপ্রত্যাশী ও পুলিশদের সবার ঠিকানা পরিচয় লাগতো ।
শান্ত সিজু অশান্ত হওয়ার রহস্য ওনারা জানে !
আপনার কাছে এমন ভিডিও চিত্র বা প্রমাণ আছে যা প্রকাশ করলে সত্য প্রকাশ পাবে অনুগ্রহ পুর্বক এমন তথ্য দিন ।
প্লিজ 01710904982 Whatsapp নাম্বারে বা
ইনবক্সে তথ্য দিন নাম পরিচয় গোপন রাখা হবে ।
অথবা ইমেইল [email protected]

কর্মস্থলে মারা গেলেন ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সোবহান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
28/07/2025

কর্মস্থলে মারা গেলেন ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সোবহান।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সেই রাতের ছবি ....***************পরিচয় জানা দরকার ওদের কাছে সিজু হত্যার তথ্য মিলবে ।। কারন ওরা সেই রাতে ঘটনা স্থলে ছিল ছ...
27/07/2025

সেই রাতের ছবি ....
***************
পরিচয় জানা দরকার ওদের কাছে সিজু হত্যার তথ্য মিলবে ।। কারন ওরা সেই রাতে ঘটনা স্থলে ছিল ছবিতে নৌকাসহ বাশ আছে ।। যেটি দিয়ে কোপিয়ে সিজু কে হত্যা করা হয়েছে বলে গোপন সুত্রে জানা যায় ।

আপনাকেই বলছি সত্যিটা প্রকাশে সহযোগীতা করুন !

আপনার কাছে এমন ভিডিও বা চিত্র বা প্রমাণ আছে যা প্রকাশ করলে সত্যা প্রকাশ পাবে অনুগ্রহ পুর্বক এমন তথ্য দিন ।

প্লিজ 01710904982 Whatsapp নাম্বারে বা
ইনবক্সে তথ্য দিন নাম পরিচয় গোপন রাখা হবে ।
অথবা ইমেইল [email protected]

26/07/2025

সাঘাটা থানার ওসি নিজেই সিজুকে হত্যার নির্দেশ দেয় হত্যার ভিডিও

26/07/2025

সাঘাটা থানায় নিহত সিজু মিয়ার জানাজা অনুস্ঠিত হয়েছে। সে সাঁতার জানতো। প্রশ্ন থেকে যায়, সে কি তাহলে হত্যার স্বীকার??

🚫🚫সাঘাটা থানায় হামলা: নিহত যুবকের পরিচয় মিললেও রহস্য অজানা🚫🚫গাইবান্ধা | ২৫ জুলাই ২০২৫সাঘাটা থানায় পুলিশের ওপর হামলার ঘটন...
25/07/2025

🚫🚫সাঘাটা থানায় হামলা: নিহত যুবকের পরিচয় মিললেও রহস্য অজানা🚫🚫

গাইবান্ধা | ২৫ জুলাই ২০২৫

সাঘাটা থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে। তবে তার হামলার উদ্দেশ্য ও প্রকৃত পরিচয় নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিনকে ছুরিকাঘাত করে এক যুবক। হামলাকারী পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে বলে জানায় পুলিশ। এরপর দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন তিনি। দীর্ঘ রাতজুড়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে একটি মরদেহ উদ্ধার করে। পরে তার পকেট থেকে পাওয়া প্রবেশপত্র দেখে যুবকের নাম সাজু মিয়া বলে নিশ্চিত হওয়া যায়। তিনি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী। তার পিতার নাম দুলাল মিয়া এবং মাতার নাম রিক্তা বেগম।

পুলিশ যা বলছে:

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম বলেন,

> "ওই যুবক হঠাৎ থানায় ঢুকে এএসআই মহসিনকে ছুরিকাঘাত করে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়। সাতার না জানার কারণে সে পানিতে ডুবে মারা যায়।"

ঘটনার পরপরই পুলিশ এবং স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করে। রাতভর পুকুরটি ঘিরে রাখার পর আজ সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তা

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা। তারা থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রাথমিক তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে...

নিহত যুবক সাজু মিয়া কেন থানায় প্রবেশ করে পুলিশের ওপর হামলা চালালেন?
একজন শিক্ষার্থী হয়ে তার এমন বেপরোয়া পদক্ষেপের পেছনে কী উদ্দেশ্য ছিল?
তার সঙ্গে কি কোনো উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ ছিল, নাকি মানসিকভাবে অসুস্থ ছিলেন?

এখনো এ প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত চলমান, ময়নাতদন্তের রিপোর্টের পর হয়তো কিছু তথ্য মিলতে পারে।

তবে এই ঘটনাকে ঘিরে সাঘাটাসহ গোটা গাইবান্ধায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, থানার মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় একজন ব্যক্তি কীভাবে সহজেই ঢুকে অস্ত্র ছিনিয়ে নিতে পারে—তা নিয়েও যথাযথ তদন্ত হওয়া জরুরি।

Address

Bonarpara
Rājshāhi

Telephone

+8801920370538

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahid Khondoker BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category