21/08/2025
মেহেদীর জন্য আমরা সবাই
নেকমরদের সন্তান মোঃ মেহেদী হাসান মরণব্যাধি রোগ পাকস্থলী ক্যান্সারে
আক্রান্ত। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও
স্নাতকোত্তর ডিগ্রী সম্মানের সহিত শেষ করে বর্তমানে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান DBC NEWS এ চাকরিরত অবস্থায় আছে। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম
ব্যক্তি।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা নিলে সে আবার সুস্থ হতে পারবে।
সে আবার তার পরিবারের হাল ধরতে পারবে।
এতে করে সে যেমন বেঁচে যাবে সাথে বেঁচে যাবেএকটি পরিবার।
উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে আটটি কেমোথেরাপি ও সার্জারির
প্রয়োজন। এতে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকার প্রয়োজন। যেহেতু তার পরিবারের আর কোন
আয়ের উৎস নেই,তাই তার পরিবারের পক্ষে এই
খরচ বহন করা প্রায় অসম্ভব।
আমরা আমাদের ভাই ও বন্ধুকে টাকার জন্য হারাতে চাই না। তাই আপনাদের নিকট সাহায্যের জন্য
মানবিক আবেদন জানাচ্ছি।
আপনারা আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের ভাই ও তার পরিবারকে বাঁচাইতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।
যোগাযোগ: ০১৭২২-২৮৮২৮৯ (মেহেদী)
মোবাইল ব্যাংকিং------
বিকাশ + নগদ + রকেট
০১৭২২-২৮৮২৮৯ (মেহেদী)
০১৭৬৪-৯৬৮৪৪৯ (রাতুল)
ব্যাংক------------------
Bank : Mercantile Bank PLC.
A/C No. 1121009933176
A/C Name: Md. Mehedi Hasan
Branch: Mohakhali Branch
Swift: MBLBBDDH