নিশি গল্প ツ

নিশি গল্প ツ Like and follow দিয়ে পাশে থাকবেন...
ধন্যবাদ সবাইকে ツ.━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥❥═══

05/09/2024

বাস্তব জীবন ভীষণ পরিক্ষার
🙂🙂

05/09/2024

বান্ধবি ভয় পাইছে 🫣😊

05/09/2024

😄😄

09/07/2024

সব ইতিহাস এর পৃষ্ঠা থেকে বলছি
নারী তুমি হাজরো কথার ছলনাময়ী 😊
এক কথায় তুমি এক কটকটি রানী 🥴

18/05/2024

হিরিয়ে হিরিয়ে আ রে
ছেনটু হিরিয়ে হিরিয়ে আ 😊
মেনশন আপনার হিরিয়া বন্ধু

25/03/2024

আমি বর্তমান সবার কাছে তেতো হয়ে গেছি 🙂
দয়া করে কেউ মিষ্টি কথা বলবেন না 🫡
প্রচুর কষ্ট হয় 😥

29/01/2024

--১ রাতের জন্যে বউ হবি আমার।

--হতে পারি, কিন্তু আমার রেট একটু বেশি দিতে পারবি এতো টাকা তুই।

--কতো টাকা লাগবে শুধু বল।

--সবার কাছে যেমন টাকা নেই তোর কাছেও তেমনি নিবো। আমি প্রতি রাতের জন্যে ৩ হাজার টাকা করে নেই।

--ঠিক আছে চল আমার সঙ্গে বাসায়।

"তো এর পরে হাসিব মেয়েটিকে বাসায় নিয়ে এসে জিঙ্গেস করে।

হাসিব : তোমার নাম কি জানতে পরি।

--হুমম আমার নাম হলো পৃতি।

হাসিব : চলো খাওয়া দাওয়া করে নেই আমরা।

পৃতি : আমার খিদে নেই। আপনি খেয়ে নেন।

হাসিব : আরে চলো সমস্যা নেই।

"এর পরে হাসিব পৃতিকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমের ভিতরে চলে আসে "

পৃতি : হুমম এখন শুরু করুন।

হাসিব : হুমম ওয়েট ( কথাটি বলেই হাসিব একটি কুরআন নিয়ে এসে বলতে থাকে ) জানো পৃতি এই কুরআন সম্পর্কে।

পৃতি : হুমম জানি।

হাসিব : জানো এই কুরআনে বলা আছে আমরা যেন খারাপ কাজ থেকে দুরে থাকি। যেনা থেকে দুরে থাকি। পরকীয়া থেকে দুরে থাকি।

পৃতি : জ্বী জানি।

হাসিব : তহালে মানোনা কেনো তুমি।

পৃতি : এই সব কিছু মানে গেলে আমার পেটে ভাত জুটবেনা সাহেব।

হাসিব : কেনো জুটবেনা। চেষ্টা করো অবশ্যই জুটবে।

পৃতি : অনেক চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। তাই এই পথে আসা আমার। এখন শুরু করুন তো যেই জন্যে আমাকে ভারা করে এনেছেন।

হাসিব : আমি তোমাকে এই সব বুঝার জন্যেই নিয়ে এসেছি। যদি বলতাম এই সব বলবো তাহলে কি আমার সঙ্গে আসতে বলো।

পৃতি : ওহ।

হাসিব : আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার সঙ্গে সুখের নীর ভাধতে চাই। ধরবে আমার এই হাত।

পৃতি : কিছু সময় কাটালেন তাতেই এতো ভালোবাসা।

হাসিব : আমি তোমাকে অনেক আগে থেকেই ফলো করি কিন্তু কখনো সাহস হয়নি এই সব বলার।

পৃতি : তাই।

হাসিব : তোমাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছি আমার এই ছোট্ট ভুবনে।

পৃতি : চলবে আমাকে দিয়ে আপনার। দেখাইতে পারবেই এই সমাজে মুখ।

হাসিব : হুমম তুমি শুধুমাত্র হাতটি শক্ত করে ধরে রাখিও।

পৃতি : কখনো হাতটি ধারবেন নাতো।

হাসিব : নাহ কখনোই না। একবার বিশ্বাস করে হাতটি ধরে দেখো।

"বেশ কিছুক্ষন চিন্তা করার পরে পৃতি বলে"

পৃতি : ঠিক আছে আমি রাজি।

হাসিব : তাহলে চলো যাই কাজির বাড়িতে।

পৃতি : হুমম চলো?

হাসিব : চলো?

"কিছু কিছু ভালোবাসা আছে। যেখানে মানুষটি যতোই খারাপ হোকনা কেনো সেখানে ভালোবাসা সমরাজ‍্য গরে উঠবেই'

অনু_গল্প : #তোমার_পরিবর্তন

কাহিনী ও লেখনীতে : copy post

29/01/2024

রাত ১২ টার পর কে জানি। আমার হি-সু করার জায়গায় ব‍্যাথা দিয়ে থাকে।

কিন্তু কিছু বুজতে পারি না। কারন আমার রাত 12 টার পর এতটাই ঘুম ধরে যে কখন কি হয় জানি না।

সকাল বেলায় উঠতেই পারি না ব‍্যথার কারনে?

তবে সাকিব আমাদের বাসায় এসেছে থেকে এমন হচ্ছে।

তবে কি সাকিব আমার সাথে রাতে ওই সব কাজ করে?

এই ভাবতেছে রোজা। কিন্তু কাউকে কিছুই বলতেছে না।

আর সাকিব কেই বা কি বলবে। সে তো আমার মামাতো ভাই হয়।

আর 1 বছরের ছোট?
তাকে এই সব বলা কি ঠিক হবে।

এই ভবতে ভাবতে?

সাকিব : আপু কেমন আছো?

রোজা : হ‍্যা ভালো আছি তুই কেমন আছিস?

সাকিব : হ‍্যা আমি ও ভালো আছি। কিন্তু তোমার শরির খারাপ নাকি এখনো শুয়ে আছো।

রোজা : না এমনি শুয়ে আছি।

রোজা কথা গুল গোপন রাখতেছে। বলতেছেনা কিছুই সাকিবের সামনে।

( চলেন পরিচয় দেই একটু আমার নাম রোজা কলেজে পরি ইন্টার সেকেন্ড ইয়ারে। যার কথা বললাম আমার মামাতো ভাই সাকিব। সে পরে ফাস্ট ইয়ারে। আমাদের বাসায় ঘুরতে এসেছে। )

সাকিব : আপু চলো ঘুরতে যাবো একটু।

রোজা : কোথাই যাবি ঘুরতে হ‍্যা। আমি যাইতে পারবোনা রে।

সাকিব : কেনো পারবা না শুনি কি হয়েছে তোমার ।

রোজা : এমনি আমি একটু অসুস্থ মনে হচ্ছে।

সাকিব : কি হয়েছে বলবে তো তুমি ।

রোজা : এই সব ছেলে দের বলা যায় না। আর তুই এখন যা তো পরে আসিস আমার রুমে।

সাকিব : ঠিক আছে আপু যাচ্ছি আমি ।

এই বলেই সাকিব যায়।

কিন্তু রোজার মনে এখনো ওই কথাই মনে হচ্ছে যে কেমন এমন করলো।

ভাবতেছে ভাবতেছে এমন সময় মনে পরলো।

সাকিব যে আমাকে প্রতিদিন আমার রুমে দুধ নিয়ে আসে আমাকে দেওয়ার জন‍্যে।

ওই কি কিছু মেশায় নাকি।

না আজ দেখবো কি হয় বলেই রোজা ফ্রেশ হয়েই সারা দিন শুয়ে থাকে রুমে।

রাত্রে খাওয়া দাওয়া শেষে আজো আবার সাকিব আসলো?

সাকিব : আপু আসবো রুমে।

রোজা : হুম আয়।

সাকিব : এই নাও দুধ টুকু খেয়ে নাও তোমার অনেক ভালো লাগবে।

রোজা : হুম রাখ পরে খাবো আমি

সাকিব : এখনি খেয়ে নাও না হলে ঠান্ডা হবে।

এইকথা বলে খুব জোর করে কিন্তু রোজা বলে পরে খাবে।

রোজা : এখানেই রেখে যা বলছি না আমি পরে খাবো?

সাকিব : ঠিক আছে খেয়ে নিও। বলেই চলে যায়।

যখনি সাকিব চলে যায়। এ ফাকেই আবার রোজা করে কি সব দুধ জানালা দিয়ে বাইরে ফেলাই দেয়।

আবার 20 মিনিট পর সাকিব আসে।

সাকিব : আপু খাইছো দুধ।

রোজা ; হ‍্যা রে খ গল্পে

26/01/2024

আমি লক্ষ্য করে দেখেছি যেসব মেয়েরা অনেকগুলো ছেলের মধ্যেখানে বসে গল্প আর আড্ডাবাজিতে মেতে ওঠে, কারণে-অকারণে হাসতে হাসতে পাশে বসে থাকা কোনো ছেলেবন্ধুর গায়ের উপর পড়ে যেতে উপক্রম হয় এই টাইপের মেয়েদেরকে ছেলেরা শুধু মেয়েবন্ধু হিসেবেই গ্রহণ করে। কখোনো তাদের "বধূ" বানাতে চায়না।

আপনি কি জানেন সব পুরুষেরাই যে বিবাহের উদ্দেশ্যে রক্ষণশীল পরিবারের "ভদ্র" মেয়েদেরকেই অধিক পছন্দ করে? তা নিজের চরিত্র যেমনি হোক না কেনো! এর দ্বারাও কি আমার বোনেরা, আপনারা কিছুই বুঝেন না? এর মানে হচ্ছে সহজপ্রাপ্য জিনিসের কোনো মূল্য নেই। যখনই আপনি পুরুষ প্রজাতির কাছে সহজলভ্য হয়ে গেলেন তখনই তারা আপনাকে বধূর মর্যাদা দেওয়ার পরিবর্তে শুধুই তাদের আড্ডাবাজির সদস্য হিসেবেই রাখাটাকেই যথেষ্ঠ মনে করল।

জানেন কি? তাই বলছি, দয়া করে ঝিনুকের ভিতরে থাকা "মুক্তা" হয়ে থাকুন, "ঝিনুক" হবেন না।

25/01/2024

জীবন একটি অধ্যায় মত যাহার প্রেয়োজন শেষ হলে ছুড়ে ফেলে দেয়া হয় 🥹🥹

22/01/2024

এক বনে এক কাক বাস করতো।
কাকটি তার জীবন নিয়ে খুবই সন্তুষ্ট ছিল। কিন্তু একদিন সে একটি রাজহাঁস দেখতে পেল… কিন্তু কথায় আছে, “নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস।” কাকটি ভাবলো, আহা! রাজহাঁস কতই না সুন্দর! নিশ্চয়ই সে এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কাকটি তার এই ভাবনার কথা রাজহাঁসকে জানালো।
রাজহাঁস জবাব দিলো, “আসলে, আমি ভাবতাম আমিই বুঝি এখানকার সবচেয়ে সুখী পাখি যতক্ষণ না আমি একটি টিয়াকে দেখলাম… টিয়ার গায়ে আছে দু’ধরনের রং। তাই এখন আমি মনে করি, টিয়াই হলো সৃষ্টির মাঝে সবচেয়ে সুখী পাখি।”
কাক এরপর গেল টিয়ার কাছে। টিয়া তাকে বললো, “আমি ছিলাম খুব খুব সুখী, যতক্ষণ না আমি ময়ূরকে দেখতে পেলাম…… আমার গায়ে তো মাত্র দু’টি রং, আর ময়ূরের শরীরে কত বর্ণেরই না সমাহার!”
কাক এরপর চিড়িয়াখানায় গেল ময়ূরের সাথে দেখা করতে। সেখানে সে দেখতে পেল, ময়ূরকে দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছে। সবাই চলে যাওয়ার পর, কাক ময়ূরের কাছে গেল– “ও ময়ূর, তুমি দেখতে কতই না সুন্দর! তোমাকে দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমায়। আর আমি? আমাকে দেখলেই মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। তুমি নিশ্চয়ই জগতের সবচেয়ে সুখী পাখি।”
ময়ূর জবাব দিলো,
“আমিও ভাবতাম, আমিই বোধহয় এই গ্রহের সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি। কিন্তু এই সৌন্দর্যের কারণে আমাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আমি এই চিড়িয়াখানা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং বুঝতে পেরেছি কাকই হচ্ছে একমাত্র পাখি যাকে কখনোই খাঁচায় বন্দি করা হয় না।তাই গত ক’দিন যাবত আমি ভাবছি, ইশ! আমি যদি কাক হতাম, তাহলে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারতাম।”
এটাই হলো আমাদের সমস্যা।
আমরা অহেতুক অন্যদের সাথে নিজেদের তুলনা করি আর দুঃখ পাই।
আল্লাহ আমাদের যা দিয়েছেন,আমরা তার কোন গুরুত্ব দিই না। এভাবে আমরা সকলেই দুঃখের দুষ্টচক্রে পড়ে ঘুরপাক খেতে থাকি।
তাই স্রষ্টা আপনাকে যা দিয়েছেন, তার গুরুত্ব দিয়ে, সুখী হওয়ার গোপন রহস্যটা বুঝতে শিখুন আর অহেতুক অন্যদের সাথে তুলনায় নিয়ে নিজে অসুখী হওয়াকে দূরে ছুড়ে ফেলুন।
"

15/01/2022

ফেসবুক আইডি টা হাড়িয়ে গেছিলো
ফিরে পাইলাম অনেক কষ্টে 😢😢

Address

Lalmonirhat
Rājshāhi

Telephone

+8801873574073

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিশি গল্প ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিশি গল্প ツ:

Share